fbpx
যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন (হার্ডকভার)
যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন (হার্ডকভার)

যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন (হার্ডকভার)

Author : শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ
Translator : কায়সার আহমাদ
Publisher : পথিক প্রকাশন
Category : ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন

120

You Save TK. 80 (40%)

যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

কায়সার আহমদ

শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ

Reviews (1)

1 review for যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন (হার্ডকভার)

  1. Meherunnesha Khatun

    যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন

    “স্বামী, স্ত্রী অপেক্ষা উচ্চ কক্ষে অবস্থান করে না। স্বামী, স্ত্রী অপেক্ষা নিম্ন কক্ষেও অবস্থান করে না। আবার স্বামী, স্ত্রীর সমকক্ষও নয়। বরং স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। একজন ছাড়া অপরজন অসম্পূর্ণ।”
    – এই পবিত্র মিষ্টি বৈবাহিক বন্ধনকে বিয়ের প্রথম দিনের মতো সারাজীবন সুন্দর প্রেমময়ী রাখতে চাইলে একজন আদর্শ স্ত্রীর যেমন কিছু করণীয় ও গুণাবলি থাকা প্রয়োজন, ঠিক তেমন একজন স্বামীরও কিছু আদর্শ বৈশিষ্ট্য ও গুণাবলি থাকা আবশ্যক।

    অথচ পুরুষতান্ত্রিক সমাজে সব দায়িত্ব যেন কেবল মেয়েদেরই। ‘তুমি নারী’ সুতরাং তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, পিতা-মাতা থেকে স্বামী-সন্তান-পরিবারের হক আদায় করতে হবে, স্বামীর মন জয় করার জন্য এইগুলো করো, শ্বশুর শাশুড়ির মন জয় করতে এই টিপস গুলো মেনে চলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব কর্তব্য আছে। তাই একজন পুরুষ তথা স্বামীর করণীয় কী, কীভাবে তিনি তাঁর স্ত্রীর মন বুঝবেন, মুখে বলার আগেই স্ত্রীর রাগ-মান-অভিমানের কারণ অনুধাবন করবেন, কিভাবে স্ত্রীর প্রিয় বন্ধু তথা উত্তম প্রেমিক হবেন, কিভাবে স্ত্রীর সাথে সম্পর্ক আরও মজমুত করবেন এবং তা আজীবন অটুট রাখবেন, কীভাবে সন্তানদের ইসলামের শিক্ষায় দীক্ষিত করবেন, সর্বোপরি কীভাবে তিনি তাঁর সমগ্র পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করবেন ইত্যাদি বিষয় নিয়ে শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ এর রচিত মূল বইটিকে পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করেছেন অনুবাদক কায়সার আহমাদ। যা পথিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং সেই অনুবাদকৃত বইটির নাম ‘যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন’।

    বইটির বিষয়বস্তু :-
    ————————–
    বইটির আলোচ্য বিষয় ২১টি মনোমুগ্ধকর অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে। বইয়ের প্রথম অধ্যায়ে আছে একজন আদর্শ স্বামী তথা উত্তম চরিত্রের অধিকারী পুরুষ কেমন হওয়া উচিত এবং নিজ স্ত্রীর প্রতি স্নেহশীল ও অমায়িক আচরণ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। একই ভাবে বাকি অধ্যায় গুলোতে স্ত্রীর সবরকম প্রাপ্য অধিকার, এবং স্বামী-স্ত্রীর যৌথ অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া যেসব স্বামীরা বীরত্ব দেখিয়ে কথায় কথায় স্ত্রীদের তালাকের হুমকি দেয় – এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে বইটির একটি অধ্যায়ে।

    একটি আদর্শ সুখী পরিবার গঠনে নারীর যেমন যথেষ্ট ভূমিকা রয়েছে, ঠিক তেমন পুরুষের ভূমিকাও অগ্রগণ্য। আল্লাহ নারীদের জান্নাত যাওয়ার পথ যেমন সহজ করেছেন, ঠিক তেমন নারীদের কিছু সীমিতকরণও এঁকে দিয়েছেন। আর যেহেতু আল্লাহ নারীকে (মা হাওয়া কে) (পিতা আদম আঃ এর) বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন তাই তাঁদেরকে পরিবর্তনের চেষ্টা না করে সেইরূপেই মেনে নেওয়া অধিক ফলপ্রদ। ওই জন্য পরিবারে সদা শান্তি বজায় রাখতে প্রত্যেক পুরুষের উচিত স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, স্ত্রীকে সর্বদা আনন্দে রাখা, স্ত্রীর ভুল গুলো ভালোবেসে শুধরে দেওয়া, স্ত্রীর প্রিয় বন্ধু হওয়া ইত্যাদি। আলোচ্য বইটিতে এ সম্পর্কে অল্পবিস্তর আলোচনা রয়েছে।

    বইটির বিশেষত্ব :-
    ————————–
    ♦ বইটি পড়ে মনে হবে না যে কোনো অনুবাদ পড়ছি। ভীষণ সহজ, সরল, সাবলীল অনুবাদ বইটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে।

    ♦ অনুবাদক সকল পাঠকের উপযোগী করেই বইটির অনুবাদ করেছেন। তাই কোনো পাঠক পড়তে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সহজেই অনুধাবন করতে পারবেন প্রতিটি বিষয়।

    ♦ বইয়ের পাতায় পাতায় ভেসে উঠে এসেছে কুরআনের আয়াত। নসিহা ও ফাতওয়াতে রেফারেন্স সহ সহিহ হাদিস সংযুক্ত করা হয়েছে।

    ♦ বইটিতে দাম্পত্যজীবনে সমস্যার কিছু কারণ তুলে ধরার পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাতওয়া দেওয়া আছে। মানে কোন পরিস্থিতিতে কি করা উচিত, কি করা উচিত নয় ইত্যাদি।

    ♦ পাঠকদের উদ্দেশ্য করে প্রকাশকের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে চিঠির আকারে। যা জীবন চলার পথে অত্যন্ত সহায়ক হবে পাঠকদের।

    ♦ অনুবাদক সালাফগণের কথা এবং তাঁদের তাক্বওয়াকে কিছু শিক্ষণীয় গল্পের আঙ্গিকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। এরফলে সমস্ত পাঠকবৃন্দ (বিশেষ করে স্বামীরা) সালাফগণের আখলাক অনুধাবন করে নিজের অবস্থান সহজেই উপলব্ধি করতে সক্ষম হবেন।

    বইটি কাদের জন্য এবং কেন পড়বেন :-
    ———————————————————-
    যেহেতু বইটিতে একটি পরিতোষপূর্ণ, দৃঢ় এবং পারস্পরিক বোঝাপড়া সমন্বিত ও যত্নশীল আদর্শ মুসলিম পরিবার নির্মাণ করার প্রতি আহ্বান জানানো হয়েছে। তাই নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই বইটা পড়া প্রয়োজন। বিশেষত পুরুষদের এই বইটা পড়া উচিত। অনেক দ্বীনি ভাই আছেন যাঁরা আল্লাহর আনুগত্য থেকে শুরু করে সুন্নতি দাড়ি, টাখনুর উপর প্যান্ট পড়া ইত্যাদি সুন্নাহ মেনে চললেও তাঁরা ঠিকমতো স্ত্রীর হক আদায় করতে ব্যর্থ হন। স্ত্রীর মনিব হয়েই পার করেন সারাজীবন কিংবা কেউ আবার স্ত্রীর দাসত্ব করেন। মায়ের হক, স্ত্রীর হক পালনে ব্যালেন্স ধরে রাখতে এবং তার সাথে সাথে সন্তানদেরকে যথেষ্ট সময় দিতে পারেন না অনেক স্বামী। পরিবারকে দ্বীনের পথে চালাতেও পারেন না। অর্থাৎ স্ত্রীর মন বোঝার জন্য, স্ত্রীর প্রেমিক হওয়ার জন্য এবং উত্তম স্বামী হওয়ার জন্য এই বইটি পড়া প্রয়োজন।

    পাঠ্যানুভূতি :-
    ——————–
    বইটির প্রচ্ছদ, বাইন্ডিং, পেপার বেশ ভালো বরাবরের মতোই। হার্ডকভারের বই হাতে নিয়ে পড়তে বরাবর ভীষণ ভালো লাগে। আমার বেশ ভালোই লেগেছে। অনায়াসে এক বৈঠকেই শেষ করে দেওয়া যাবে বইটি। তবে আরও কিছু বইটিতে যোগ করা যেতে পারতো। খুব অল্পতেই যেন শেষ হয়ে গেল। তাই বইটির নতুন সংস্করণ বের হলে আরও কিছু অধ্যায় এতে যোগ করার অনুরোধ রইল। সব মিলিয়ে বইটি বেশ ভালো এবং উপকারী। আর বর্তমান সমাজে তালাকের পরিমান এতো বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে এই বইটি আমার ভীষণ ফলপ্রসূ মনে হয়েছে। সুতরাং সবাই একবার পড়ে দেখতে পারেন। এতে উপকারই হবে ইন শা আল্লাহ।

    পরিশিষ্ট :-
    —————
    রসুল (সঃ) বলেছেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম”। সুতরাং আল্লাহর নিকট উত্তম হতে চাইলে স্ত্রীর নিকট উত্তম হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আর উত্তম স্বামী হতে চাইলে তো স্ত্রীর হৃদয় জয় করতেই হবে।

    বই পরিচিতি :-
    ———————
    ▪️ বই : যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন
    ▪️ লেখক : শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ
    ▪️ অনুবাদক : কায়সার আহমাদ
    ▪️ শরঈ সম্পাদনা : সাইফুল্লাহ আল মাহমুদ
    ▪️ প্রকাশনী : পথিক প্রকাশন
    ▪️ প্রচ্ছদ মূল্য : ২০০ টাকা
    ▪️ পৃষ্ঠা সংখ্যা : ৮০
    ▪️ বাইন্ডিং : হার্ডকভার

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।