- অনেকদিন থেকে চিন্তা-ভাবনা করছিলাম যে, সাধারণ মানুষের বুঝার মতো সহজ-সরল ভাষায় দীন ইসলামের পরিপূর্ণ ধারণার একটি বই পাঠকদের হাতে তুলে দেয়া খুবই জরুরি। অল্প শিক্ষিত থেকে শুরু করে সকলেই যেন বইটি পড়তে পারে এবং ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ও সন্তোষজনক ধারণা লাভ করতে পারে; এমনকি যারা বই পড়তে পারে না, তাদেরকে বইটি পড়ে শোনালে তারাও যেন দীন ইসলামের সঠিক ধারণা পেতে পারে। পাশাপাশি উচ্চশিক্ষিতরাও অপছন্দ করবে না এমন একটি বই প্রকাশ করতে চেয়েছি, যা থেকে জনগণ ইসলামের এ পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদেরকে খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক হবে এবং অন্যদের নিকটও দীন ইসলামের আলো ছড়িয়ে দেয়ার জন্য তাদের সাহায্য করবে। আলহামদুলিল্লাহ আমার চাওয়া আল্লাহ তা’আলা কবুল করেছেন, ড. মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন সালেহ আস-সুহাইম এর লেখা “ইসলাম পরিচিতি” বইয়ের মাধ্যমে। বইটির সম্পাদনা করে মান আরো বৃদ্ধি করেছেন, শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া। দো’আ করি, আল্লাহ যেন এই বইয়ের সাথে সংশ্লিষ্ট লেখক থেকে পাঠক সকলের নাজাতের উসিলা বানিয়ে দেন। আমীন।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.