fbpx
ইমাম হাসান আল-বাসরি রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)
ইমাম হাসান আল-বাসরি রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

ইমাম হাসান আল-বাসরি রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Author : যোবায়ের নাজাত
Publisher : সমকালীন প্রকাশন
Category : মুসলিম মনীষী : জীবন ও কর্ম


ইমাম সিরিজ-০৫

122

You Save TK. 52 (30%)

Out of stock

ইমাম হাসান আল-বাসরি রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

যোবায়ের নাজাত

Reviews (1)

1 review for ইমাম হাসান আল-বাসরি রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

  1. Din Muhammad Sheikh

    ▪️ প্রারম্ভিকা :

    ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ। এক মহান ইমাম। এ মহান ইমামকে নিয়ে সমাজে প্রচলিত আছে অনেক ভিত্তিহীন বর্ণনা। সূফীদের একাংশ এ মহান ইমামকে সূফীবাদের সাথে নির্দিষ্ট করে রেখেছেন, তাকে নিয়ে প্রচার করেন সত্যমিথ্যা মিশ্রিত আজগুবি ঘটনা। সুতরাং এ ইমামকে জানা, সঠিকভাবে তাঁর সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের জন্য জরুরি। আর আমাদের এ জরুরত পূরণে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখতে পারে সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত ইমাম সিরিজের ৫ম বইটি – হাসান আল বসরি (রহি:) : জীবন ও কর্ম।

    ▪️ একনজরে বইটি :

    • বই : হাসান আল-বসরি (রহি:) : জীবন ও কর্ম
    • সংকলক : আব্দুল বারি
    • প্রকাশনী : সমকালীন প্রকাশন
    • প্রকাশকাল : জুলাই, ২০২০
    • পৃষ্ঠাসংখ্যা : ১০৮
    • প্রচ্ছদমূল্য : ১৭৫ /-
    • কভার : ফ্ল্যাপসহ পেপারব্যাক
    • ধরণ : জীবনী

    ▪️ কী কী আছে বইটিতে :

    বইটির নামই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে, কী কী আছে এতে। হ্যাঁ, ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ এর জন্ম-কর্ম-মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে অত্র বইটিতে।

    বইটির শুরুতে স্থান পেয়েছে ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ এর জন্ম ও নামপরিচয় সংশ্লিষ্ট আলোচনা। তাঁর নাম, পিতার নাম জন্মসাল ও স্থান – এসব বিষয়ে সংক্ষেপে কথা বলা হয়েছে এ অংশে।

    এরপরই আলোচিত হয়েছে ইমামের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। তাঁর বাহ্যিক ও চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে বইয়ের এ অংশে। তাঁর ইলম-আমল, যুহদ-তাকওয়া, বীরত্ব-সাহসীকতা ইত্যাদি গুণাবলি ওঠে এসেছে এ আলোচনায়।

    তারপর ‘কর্মমুখর জীবন’ শিরোনামে ইমাম রহিমাহুল্লাহ এর কর্মজীবনের সংক্ষিপ্ত চিত্র অংকন করা হয়েছে। খুবই সংক্ষিপ্ত অবশ্য। এর পর পরই আলোচিত হয়েছে এ মহান ইমামকে নিয়ে আলিমদের মূল্যায়ন। এখানে ইমাম হাসান আল বসরিকে নিয়ে যুগশ্রেষ্ঠ বেশ কিছু আলিমের মন্তব্য উল্লেখ করা হয়েছে।

    এ মহান ইমামের জীবদ্দশায় উম্মাহ বেশ কিছু ফিতনার সম্মুখীন হয়েছে। যেমন : ইবনুল আশআসের ফিতনা, ইয়াযিদ ইবনু মুহাল্লাবের ফিতনা। এসব ফিতনা নিয়েও আলোচনা আছে বইটিতে।

    এরপর বইয়ের শেষের দিকে উমার ইবনু আব্দুল আযীযের জামানায় ইমাম রহিমাহুল্লাহ এর জীবনযাপনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। খলিফার সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল, তাও আমরা জানতে পারবো বইয়ের এ অংশ থেকে।

    বইয়ের দীর্ঘ একটা অংশ জুড়ে রয়েছে ইমামের অমীয় কিছু বাণীর সংকলন। বইয়ের ৬৬ পৃষ্ঠা থেকে ১০২ পৃষ্ঠা পর্যন্ত ইমামের অমীয়ময় বাণী দ্বারা সুসজ্জিত।

    ‘জীবনাবসান’ শিরোনামের মধ্য দিয়ে বইয়ের মূল আলোচনা শেষ। তারপর পরিশিষ্ট ও সহায়ক গ্রন্থসমূহের তালিকা যুক্ত করা হয়েছে।

    ▪️ কেন পড়বেন বইটি :

    ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ এর মতো মহান ইমামের জীবনী জানা আমাদের একান্ত জরুরি। তাঁর জীবনীতে বিশেষভাবে তাকওয়া ও যুহদের শিক্ষা এ জামানায় আমাদের জন্য বড্ড প্রয়োজন। সংক্ষিপ্ত এ বইটি আমাদের প্রয়োজন পুরোপুরি পূরণ করতে না পারলেও বেশ সহায়ক হবে বলে আশা রাখি। তাছাড়া এই একটি বই থেকেই অনেকগুলো বইয়ের রেফারেন্স পাওয়া যাবে, যা আগ্রহী পাঠকের জন্য বেশ জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। তাই অত্র বইটি আমাদের পাঠ্যতালিকায় রাখা যেতেই পারে।

    ▪️ ভালোলাগা-মন্দলাগা :

    ইমাম সিরিজ। দারুণ একটি কাজ। সমকালীন প্রকাশন প্রশংসা পাওয়ার যোগ্য এ কাজটির জন্য। সবগুলো বইয়ের মতো অত্র বইটির প্রচ্ছদও কমনীয়, হৃদয়জুড়ানো। প্রচ্ছদের বেলায় ব্যক্তিগতভাবে আমার দর্শন : Simplicity is the best। তাই এ সিরিজের প্রচ্ছদগুলো আমার মনে ধরেছে। সিরিজের অন্যান্য বইয়ের মতো আমাদের আলোচ্য বইটির পৃষ্ঠামানও দারুণ। বাইন্ডিংও বেশ। কভারে ফ্ল্যাপ থাকায় ভালো হয়েছে। ফ্ল্যাপসহ পেপারব্যাক কভার টেকসই হয়। বানানবিভ্রাট তেমন নেই। ভাষাও বেশ আলঙ্কারিক, তবে সহজবোধ্য। সঠিকতা নির্ণয়ের মানদণ্ডে দলিলের আধিক্য বইটিকে দিয়েছে অনন্য মান। বইয়ের শেষে যুক্ত ‘সহায়ক গ্রন্থাবলি’ থেকে আগ্রহী পাঠক আরও অনেক বইয়ের সন্ধান পাবেন, যা তাঁর জ্ঞানপিপাসু অন্তরে শীতল বারি হয়ে কাজ করতে পারে।

    তবে সিরিজের অন্য বইগুলো মধ্যম আকারের হলেও এ বইটি অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেছে। বলতে গেলে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত হাসান আল বসরির জীবনী কেন্দ্রিক আলোচনা। তাও মাঝের প্রায় ৬-৭ পৃষ্ঠায় আছে ইমামকে নিয়ে অন্যান্য আলিমদের মূল্যায়ন। পরবর্তী প্রায় ৩৬ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে তাঁর বাণী। তো, অত্যন্ত সংক্ষিপ্ত হওয়াতে পাঠকের জ্ঞানপিপাসা মেটাতে কতটা সক্ষম হবে বইটি, তা প্রশ্নসাপেক্ষ। সমকালীন প্রকাশনের প্রতি আবেদন থাকবে, পরবর্তী সংস্করণে বইটিকে আরেকটু দীর্ঘ করার দিকে তারা যেন নজর দেন।

    ▪️ যারা যুক্ত বইটির সাথে :

    ইমাম সিরিজের একেক বইয়ের সংকলক একেকজন। হাসান আল বসরি রহিমাহুল্লাহকে নিয়ে সংকলনের কাজটি করেছেন আব্দুল বারি। সম্পাদনায় ছিলেন আকরাম হোসাইন। বানান ও ভাষারীতি দেখেছেন যাহিদ আহমাদ, এইচ.এম. সিরাজ ও জাবির মুহাম্মাদ হাবিব।

    ▪️ শেষকথন :

    সালাফদের জীবনী পড়ে জীবন গড়ার পথে পাথেয় সংগ্রহ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তাই সমকালীনের ইমাম সিরিজ সবার সংগ্রহে থাকা বাঞ্ছনীয় মনে করি। আল্লাহ তাদের এ প্রচেষ্টাকে কবুল করে নিন।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।