fbpx
ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)
ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Author : আব্দুল্লাহিল মামুন
Publisher : সমকালীন প্রকাশন
Category : মুসলিম মনীষী : জীবন ও কর্ম


ইমাম সিরিজ-০৪

178

You Save TK. 76 (30%)

ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আব্দুল্লাহিল মামুন

Reviews (1)

1 review for ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

  1. কামরুননাহার মীম

    জন্মসূত্রে পাওয়া “মুসলিম” নামের মহিমায় নিজেকে নিয়ে গর্বিত উম্মাহ সেই কণ্টকাকীর্ণ দিনগুলোকে উপলব্ধি করতে পারেনা। যারা মাইলের পর মাইল হেঁটে অন্বেষণ করেছেন সত্যকে, মিটিয়েছেন জ্ঞানের পিপাসা, যাদের অক্লান্ত পরিশ্রমে পেয়েছি অবিকৃত সত্য দ্বীনের আলো– কতটুকু বা জানা হলো তাদের নিয়ে? শুধুমাত্র তাদের নাম শোনাটুকু অব্দিই সীমাবদ্ধ থাকবে জ্ঞান!? নাকি তাদের জীবনের আলোয় আলোকিত হওয়ার স্পৃহা জেগে ওঠার সময় এসেছে আজ? হ্যাঁ, ইসলামের স্বর্ণযুগে আলোকবর্তিকার ন্যায় ইলম বিতরণ করেছেন যাঁরা – তাদের নিয়ে জানার সময় এসেছে আজ। ভ্রান্ত, বাতিলকে নিঃশেষ করে যাদের সত্যের সংগ্রামে ইসলাম গড়ে উঠেছিল – তাদের না জানলে যে আজ আবারও বাতিলের ফাঁদে পা বাড়িয়ে ফেলব।

    ইমাম আহমাদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন চার ইমামের মাঝে প্রসিদ্ধ এক ইমাম। হাদিস, ফিকহতে পান্ডিত্য রাখার অসাধারণ নির্দেশনা পাওয়া যায় তার থেকে। তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক যার দরসে ৫ হাজারেরও বেশি লোক অংশ নিতেন। সন্তানের ন্যায় শিক্ষা দিতেন তাদের। যার মুখস্থ ছিল কমপক্ষে ১লাখ হাদিস অথচ এতটাই সতর্ক ইমাম আহমাদ ইবনু হাম্বল কিতাব না দেখে মুখস্থ কদাচিৎ বলতেন। ছাত্রদের সাথেই নয় কেবল বরং পরিবারেও তিনি ছিলেন চমৎকার এক মানুষ। ইলমের সন্ধানে বহু পথ পাড়ি দিয়েছেন বাহন ছাড়াই। ইসলামকে অবিকৃত রাখতে, আকীদার ভ্রান্ত বিশ্বাসকে দূর করতে নিজের জীবনকেও যিনি পরোয়া করেনি- তিনিই এই ইমাম। প্রতিপত্তি কিংবা জানমাল বা শাস্তির ভয়ে যিনি বাতিলকে হক্ক বলতে রাজী হননি তিনিই আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ। সত্যকে স্বীকার করতে গিয়ে যিনি বন্দীত্বকে মেনে নিয়েছেন বছরের পর বছর – শুধুমাত্র দ্বীনের খেদমতের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনিই তো ইমাম আহমাদ ইবনু হাম্বলী রাহিমাহুল্লাহ। তাকে নিয়ে কয়েক বাক্যে লেখা বা তার জীবন-কর্ম নিয়ে লেখার প্রয়াস নিছকই আমার ধৃষ্টতা বৈ কিছুই নয়।

    এক উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে লেখা “ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ: জীবন কর্ম” বইটি পড়ছিলাম। মোট ১৫ টি অধ্যায়ে বইটি সাজানো হয়েছে। বংশ পরিচয় থেকে শুরু করে তার ছেলেবেলা এবং জ্ঞানের পথে যাত্রার কিয়দাংশ ফুটিয়ে তোলা হয়েছে প্রথম অধ্যায়ে। ঠিক এরপরের অধ্যায়েই তার শাস্ত্রীয় দক্ষতার বহু গুণাবলির কথা তুলে ধরেছেন লেখক। জ্ঞানের সাগরে তার পারদর্শীতার নানা অজানা তথ্য পেয়েছি এই বইয়ে। একজন আদর্শ শিক্ষক হিসেবে এবং ছাত্রদের সাথে তার সম্পর্ক কেমন ছিল – কিংবা তার সম্পর্কে ছাত্রদের নানা অভিমত বেশ নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পরিবার পরিজন, শারীরিক গড়ন, আখলাক সবকিছুর বেশ সহজ আর চমৎকার উপস্থাপন ছিল বইয়ে। সাদামাটা সেই জীবন, যুহদের আদর্শ দৃষ্টান্তে মহীয়ান সেই ইমামের কতটুকুই বা এই ছোট্ট রিভিউতে প্রকাশ করতে পারি! দুনিয়াবিমুখ, আল্লাহভীরু ইমামের সেই ইবাদতমুখর দিনগুলো পড়লে অশ্রুশিক্ত হয় চোখ, লজ্জায় নুয়ে যেতে চায় মুখ। যাদের মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র- তাদের নিয়ে কিছুই জানিনা। আফসোস! রাজনৈতিক রোষানলের মুখে পড়েও যেই মানুষটা জানমাল কে দিয়েছে বিলিয়ে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। তীব্র অমানবিক অত্যাচার যাকে বাতিলের পথে আনতে পারেনি তার কাছ থেকে অনেক কিছুই শেখার ছিল আছে আমাদের। বইটির প্রতিটি পৃষ্ঠা জুড়ে রয়েছে আমাদের জন্য উপলব্ধির ছোঁয়া। কখনো ভাবাবে, কখনো কাঁদাবে, কখনো বা আশার আলো জাগাবে – সময় ফুরোয়নি। আজও সময় আছে আঁকড়ে ধরার কিংবা সংশোধনের চেষ্টায় নিজেকে গড়ার।

    ছোটবেলায় চার ইমামের নাম শুনা অব্দিই গন্ডি ছিল আমার। সমকালীন প্রকাশনীর সবচেয়ে চমৎকার আর গুরুত্বপূর্ণ কাজ টা বোধহয় ইমাম সিরিজই আমার মতে। আমরা আমাদের নাজাতপ্রাপ্ত পূর্ববর্তীগণ নিয়ে কদাচিৎ জানি। আমরা কেবল ৫টা স্তম্ভ দায়িত্বের খাতিরে চুকিয়ে দিতে চাই। অথচ এই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আকিদাহ, ফিকহ, হাদিস এসবের সূচনা বা পূর্ব ইতিহাস সম্পর্কে অবগত নই কিংবা ইচ্ছাও পোষণ করিনা। যার কারণে লোকমুখে শুনা বানোয়াট কাহিনি আর কিছু অলীক কল্পনা নিয়ে নিজের ইচ্ছে মতন যুক্তিতর্ক দেখাই। সমকালীন প্রকাশনীর এই সিরিজটি আমার দেখা সুন্দর একটা প্রকাশনা; এই কারণে যে, আমাদের সাথে সেসব মহাপুরুষদের পরিচয় করিয়ে দিয়ে সুন্দর আর সাবলীলভাবে তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে।

    ব্যক্তিগত ভাবে বেশিরভাগ সময়ই জীবনীগ্রন্থ পড়তে আমি ভয় পাই। তথাকথিত জীবনীমূলক বইয়ের মতন মনে হয়েছিলো, এটাও হয়তো এক গাঁদা একঘেয়েমি ইতিহাসে ভরা যা আমাকে দু পৃষ্ঠা পড়ার পরেই থামিয়ে দিবে; আর হয়তো পড়তে মন সায় দিবেনা। কারণ জীবন কর্মমূলক বই গুলো রসকষহীনই হয় বেশিরভাগ। তবে এই বইটি পড়ার সময় একদমই মনে হয়নি আমি কোনো একঘেয়ে বই পড়ছি। বইয়ের প্রতিটি পৃষ্ঠা আরেকটু জানার নেশায় কৌতুহলী হয়ে পড়েছি। জীবনীর প্রতিটি পৃষ্ঠা চমৎকারভাবে গল্পের মতো করে তুলে ধরা হয়েছে বইটিতে, যা পড়ার নেশায় বুঁদ করে রাখবে যে কাউকেই। নতুন নতুন দ্বীনে আসার তাওফিক পেয়েছেন এমন ভাইবোনেরা, যাদের অনেকে প্রবন্ধ পড়তে ইচ্ছুক না, তাদের জন্যও বইটা বেশ সুন্দর। সর্বোপরি, সবার জন্যই বইটি ছোট্ট আর গুরুত্বপূর্ণ একটা রিমাইন্ডার।

    শত শত বই পড়া হলেও আমাদের পড়া হয়না সেসব পূর্বসূরীদের নিয়ে। যাদের নিয়ে জানা আমাদের আগ্রহী করবে ইলম অর্জনে, যাদের জানতে গিয়ে নিজের আম’ল নিয়ে সংশয় হবে আর সংশয় কাটাতে আরেকটু বেশি ইবাদতে ডুব দিব। যাদের দুনিয়া ছিল মুসাফিরের মতন ভ্রমণ অথচ সেই মুসাফিরবেশী মানবগুলো আমাদের দেখিয়ে গেছেন চিরসত্যের পথ। আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল যাদের জীবন-মরণ। সত্যের আলো ছড়িয়ে দিতে যাদের এত ত্যাগ তিতিক্ষা তাদের জীবনই তো আমাদের চলার পথের পাথেয়। কোনো ভারী-মোটা বইয়ে সাজানো হয়নি তাদের জীবন। ১৬০ পৃষ্ঠার মাঝারি একটা বই কোনো একঘেয়ে ইতিহাসে রচিত হয়নি এই বই। সহজ-সরল, চমৎকার উপস্থাপনায় ইমামদের সেই জীবন আমাদের পূর্বের ভ্রান্তিগুলোকে মুছে দিয়ে আরেকটু সঠিক পথে চলার অনুপ্রেরণা হতে পারে৷

    বই সম্পর্কে কিছু তথ্য:
    বই: ইমাম আহমাদ ইবনু হাম্বল রহঃ -জীবন ও কর্ম
    সংকলক:যোবায়ের নাজাত
    সম্পাদনা:আকরাম হোসাইন, আবুল হাসানাত কাসিম
    প্রচ্ছদ:সমকালীন গ্রাফিক্স টীম
    প্রকাশনী:সমকালীন প্রকাশন
    প্রচ্ছদমূল্য:২৫৫৳

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।