fbpx
ইখলাস (পেপারব্যাক)
ইখলাস (পেপারব্যাক)

ইখলাস (পেপারব্যাক)

Author : শায়খ মুহাম্মদ বিন সাইদ কাহতানী
Translator : উবায়দুল্লাহ তাসনিম
Publisher : তাজকিয়া পাবলিকেশন
Category : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

75

You Save TK. 25 (25%)

ইখলাস (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

উবায়দুল্লাহ তাসনিম

মুহাম্মদ বিন সাইদ কাহতানী

Reviews (1)

1 review for ইখলাস (পেপারব্যাক)

  1. Din Muhammad Sheikh

    নির্বাচিত বই : ইখলাস : ইবাদত নির্মল রাখুন
    লেখক : শাইখ সায়িদ ইবনু আলী আল কাহতানি
    _______________________________

    ▪️ লেখক পরিচিতি :

    শাইখ সায়িদ ইবনু আলী আল কাহতানি রহিমাহুল্লাহ। আরব বিশ্বের নন্দিত এ আলেমে দ্বীন ১৯৫১ সালে সৌদি আরবের মক্কা পার্শ্ববর্তী কাহতানের আরিন নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক নিবেদিত দাঈ ও জনপ্রিয় লেখক। তাঁর রচিত বইয়ের সংখ্যা আশির কোঠায়। ‘হিসনুল মুসলিম’ এর মতো বিখ্যাত কিতাবটি তাঁরই লেখা। এ মহান দাঈ ২০১৮ সালে ইন্তেকাল করেন। রহিমাহুল্লাহ।

    ▪️ বইয়ের বিষয়বস্তু :

    ইখলাস মুমিনজীবনে অত্যন্ত দামি সম্পদ। ইখলাসের উপস্থিতি স্বল্প আমলকেও করে তোলে মহিমান্বিত। অপরদিকে ইখলাসহীনতা এবং প্রদর্শনেচ্ছা পাহাড়সম আমলকেও ছাইয়ের মতো উড়িয়ে দিতে পারে। আমাদের নির্বাচিত বইটি রিয়া এবং ইখলাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনার এক অনন্য গ্রন্থনা।

    ▪️ বইয়ের আদ্যোপান্ত :

    লেখক রহিমাহুল্লাহ মূলত বইটিকে দুইটি অধ্যায়ে ভাগ করে তাঁর উদ্দিষ্ট আলোচনা এগিয়ে নিয়েছেন।

    ১ম অধ্যায় : ইখলাসের নূর
    ২য় অধ্যায় : দুনিয়াকেন্দ্রিক আমলের মন্দত্ব

    এ অধ্যায় দুইটি আরো বেশ কিছু শিরোনাম-উপশিরোনামে বিভক্ত। কিছু কিছু উপশিরোনাম লেখকের নয়, বরং অনুবাদক কর্তৃক সংযোজিত, যা আমাদেরকে মূল আলোচনা বুঝতে সহায়তা করবে।

    ১ম অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে ইখলাসের সংজ্ঞা প্রদানের মাধ্যমে। মুমিনজীবনে ইখলাসের গুরুত্ব কতটুকু, নেক নিয়তের মর্যাদা ও এর ফলাফল কী, ইখলাসের ফল স্বরূপ আমরা কী লাভ করতে পারি, এ বিষয়গুলো দালিলিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ১ম অধ্যায়ে। বদ নিয়ত এবং ইখলাসহীনতার কারণে নেক আমলও কীভাবে মূল্যহীন হয়ে যায়, আবার সৎ নিয়ত এবং ইখলাসের পূর্ণতার কারণে দুনিয়াবি সাধারণ কাজও কীভাবে সাওয়াব অর্জনের মাধ্যম হয়ে যায়, তা অতি সংক্ষেপে লেখক ১ম অধ্যায়ে উপস্থাপন করেছেন। আলোচনা সংক্ষিপ্ত হলেও দলিল-আদিল্লার কমতি নেই মোটেও।

    ২য় অধ্যায়ে আলোচনা করা হয়েছে রিয়া বা দুনিয়াকেন্দ্রিক আমলের মন্দত্ব সম্পর্কে। দুনিয়ার জন্য সম্পাদিত আমল সব একই শ্রেণিভুক্ত নয়। লেখক এখানে দুনিয়ার জন্য সম্পাদিত আমলকে মূলত ৪ ভাগে ভাগ করেছেন। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সম্পাদিত আমলের ক্ষতি, রিয়ার বিভিন্ন সূক্ষ্ম ধরণ এবং তার ভয়াবহতা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে বইয়ের এ অংশে। এছাড়াও রিয়া কেন আসে, এর প্রতিকারই বা কী, এ অতি গুরুত্বপূর্ণ বিষয়টিও স্থান পেয়েছে বইয়ের শেষের দিকে। আমরা কীভাবে আমলে ইখলাস অর্জন করতে পারি, ইখলাসের পথ ও পন্থা কী, এ সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের নির্বাচিত বই ‘ইখলাস : ইবাদত নির্মল রাখুন’।

    ▪️ বইটির প্রয়োজনীয়তা :

    বিষয়বস্তুর প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের জন্য বইটির জরুরত অবর্ণনীয়। আজ রিয়ার আধিক্য এবং ইখলাসের অনুপস্থিতি লক্ষ্য করা যায় সর্বত্র। এলাকার অনেক বড় দানশীল ব্যক্তিটিও হয়তো সাওয়াব থেকে মাহরুম হয় তার ইখলাসহীন নিয়তের কারণে। তাই ইখলাসের মাহাত্ম্য এবং রিয়ার মন্দত্ব উপলব্ধি করে নিজ জীবনে ইখলাসের উপস্থিতি আনতে ও রিয়ার প্রভাব দূর করতে আমাদের আলোচ্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ▪️ কাদের জন্য এ বই :

    এক কথায়, বইটি সবার জন্য। আজ আলেম বা আওয়াম প্রায় সবার মাঝেই কমবেশি ইখলাসহীনতার প্রভাব লক্ষ্য করা যায়। মাইক ফাটিয়ে ওয়াজ করা আল্লামার মনেও থাকে ‘বাহবা’ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, ফেইসবুকে দ্বীনি সেলিব্রিটি ভাইটির ভেতরেও থাকে জনপ্রিয় হওয়ার তীক্ষ্ণ বাসনা। সবার মধ্যে না হলেও, ইখলাসহীনতার এ রোগ আজ অনেকের মধ্যেই শেকড় গেড়ে বসেছে। তাই ইখলাসের গুরুত্ব ও প্রদর্শনেচ্ছার ক্ষতি জানতে বইটি আমাদের জন্য অত্যন্ত জরুরি।

    ▪️ ভালোলাগা-মন্দলাগা :

    বিষয়বস্তুর প্রেক্ষিতে বইটি অত্যন্ত দামি। অনুবাদও সাবলীল। সাদাসিধে প্রচ্ছদটিও আমার কাছে ভালো লেগেছে। কাভার এবং পৃষ্ঠামানও বেশ ভালো। বাইন্ডিং আরেকটু ভালো হতে পারতো, তবে একদম মন্দ নয়।

    এত ‘ভালো’ এর মধ্যেও বইটিতে কিছু নেতিবাচক দিক লক্ষ্যণীয়।

    ১. সূচীপত্রে বিষয়-শিরোনাম উল্লেখ আছে ঠিকই, তবে পৃষ্ঠা-নির্দেশিকা নেই। সম্ভবত এটা অনিচ্ছাকৃত ‘ভুল’ নয়, বরং হয়তো প্রকাশনী এ ক্ষেত্রে নতুনত্ব আনতে গিয়ে এমনটা করেছে। তবে আমার দৃষ্টিতে এটা নতুনত্ব নয়, বরং উল্টো দৃষ্টিকটু হয়ে গিয়েছে।

    ২. শিরোনাম-উপশিরোনাম লিখতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে, তা অস্বাভাবিক এবং দৃষ্টিবিভ্রম ঘটায়।

    ৩. কুরআনের আয়াতে হরকত দেওয়া হয়নি। সাধারণত বইপুস্তকে কুরআনের আয়াত হরকতসহ উল্লেখ করাই শ্রেয়।

    ৪. মাঝেমধ্যে দু’-চারটে অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। (যেমন: টেনশন, চেহারা-ফিগার, ফলোয়ার, টিপস) এমন গাম্ভীর্যপূর্ণ একটি বইয়ে ইংরেজি শব্দের ব্যবহার বেমানান লেগেছে।

    ৫. উপদেশ, আদেশ বা নিষেধসূচক বাক্যে ক্রিয়াপদের লেখ্যরূপ হিসেবে সাধারণত ‘দিন, ফেলুন, করুন’ ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু বইটিতে এসব ক্ষেত্রে কথ্যরূপ ব্যবহার করে ক্রিয়াপদ লেখা হয়েছে এভাবে : দেন, ফেলেন, করেন ইত্যাদি। প্রুফ দেখার সময় হয়তো এ বিষয়টা চোখে ধরা পড়েনি।

    ▪️ একনজরে বই পরিচিতি :

    • বই : ইখলাস : ইবাদত নির্মল রাখুন
    • লেখক : শাইখ সায়িদ ইবনু আলী আল কাহতানি
    • অনুবাদক : উবায়দুল্লাহ তাসনিম
    • প্রকাশনী : তাযকিয়া পাবলিকেশন
    • প্রকাশকাল : জানুয়ারি, ২০২০
    • পৃষ্ঠা সংখ্যা : ৭৬
    • প্রচ্ছদ মূল্য : ১০০ টাকা
    • কাভার : ফ্ল্যাপবিহীন পেপারব্যাক
    • ধরণ : আত্মশুদ্ধি

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।