আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। দেখিয়েছেন সরল-সঠিক পথ। যাকে বলা হয় ‘সিরাতল মুস্তাকিম’। যে পথে রয়েছে চিরশান্তি, রবের সন্তুষ্টি। দুনিয়া ও আখিরাতের সফলতা।
কিন্তু দুনিয়ার চোরাবালিতে আমরা সে পথ হারিয়ে ফেলি। হারিয়ে যাই অন্ধকারের অতলে। হতাশা ও বিষণ্ণতায় ছেয়ে যায় পুরো জীবন। নিমিষেই শেষ করে ফেলি নিজেকে।
কিন্তু কেন? পথহারা কি পেতে পারে না সঠিক পথের দিশা? কী সেই পথ? কীভাবে পাবো আলোর দিশা?
তারই ধারাবাহিক বর্ণনা—‘আই লস্ট মাই ওয়ে : হতাশামুক্ত জীবনের খোঁজে’।
গ্রন্থটি আপনাকে দেখাবে সঠিক পথ। শোনাবে হতাশামুক্ত জীবনের নানা কথা। দেবে হতাশার শ্রেষ্ঠ চিকিৎসা।
Amit Hasan –
■ বই রিভিউ- আই লস্ট মাই ওয়ে
■ ভূমিকা-
আবহাওয়ার মতো পরিবর্তনশীল আমাদের হৃদয়। ভাঙা গড়ার মাঝে সীমাবদ্ধ। নানাবিধ কারণে আমাদের হৃদয় ভাঙতে পারে। ভাঙা হৃদয়ের সঠিক চিকিৎসা না করালে আমরা ডুবে যাই বিষন্নতায়। হতাশা আমাদের আঁকড়ে ধরে।
▪কি কারণেই বা আমাদের হৃদয় ভাঙে বা হতাশাগ্রস্ত হয়?
▪আর এই ভাঙা হৃদয়ের চিকিৎসাই বা কি?
ইসলামিক দৃষ্টিতে তা আলোকপাত করা হয়েছে আলোচ্য বইটিতে।
■ বই কথন-
● দুইটি পর্বে বিভক্ত বইটিতে আমাদের হৃদয় ভাঙ্গার কারণ, ভাঙা হৃদয়ের চিকিৎসা না করে আমরা কিভাবে তাকে আরো বাড়িয়ে তুলি তা তুলে ধরা হয়েছে।
● ভাঙা হৃদয়ের সঠিক চিকিৎসার উপায়গুলো ইসলামের আলোকে ব্যক্ত করা হয়েছে।
● রোগ প্রতিকারের চেয়ে আমরা যেমন রোগ প্রতিরোধে বেশি সচেষ্ট হবো , ঠিক তেমন হৃদয়ের ভাঙা গড়ার খেলায় কিভাবে আমরা হৃদয়কে শক্তিশালী করতে পারি। যাতে কেউ আমাদের হৃদয়ে আঘাত করলে সহজেই ভেঙে না পরি। সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।
■ বইটির শিক্ষা-
● কি কি কারনে আমরা সাধারণত হতাশাগ্রস্ত হই সে বিষয়ে ধারণা লাভ করতে পারবো।
● মূলত হতাশা কিভাবে কাটিয়ে উঠা যায় সে সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।
● একজন মানুষের আত্মউন্নয়নে সর্বোপরি হতাশা উন্নয়নে আশা, সুখ, কৃতজ্ঞতাবোধ এই গুণ গুলোর সর্বোচ্চ ব্যবহার সম্পর্কে অবহিত হতে পারবে।
● সর্বোপরি একজন মানুষের সার্বিক আত্মউন্নয়নে ও অনুপ্রেরণা সৃষ্টিতে বইটি ভূমিকা রাখবে আশা করি।
■ বইটি কেন পড়বো-
বর্তমান জীবন যেন আমাদের হতাশা কেন্দ্রীক।
হতাশাকে ঘিরেই আমাদের বেঁচে থাকা। যা মোটেও সুখকর বিষয় নয়। আর ভাঙা হৃদয় বা আহত হৃদয়ই মূলত হতাশার জন্ম দেয়। তাই হতাশা মুক্ত পরিচ্ছন্ন নির্মল জীবনের খোঁজ পেতে বইটি পড়া উচিত বলে মনে করি।
■ সমালোচনা-
বইটির অনুবাদ আরো সুখপাঠ্য হতে পারত।বইটিতে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা থাকলেও সেগুলোর যথাযথ রেফারেন্স উল্লেখ করা হয়নি। আশা করি পরবর্তী সংস্করণে সেগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ।
■ উপসংহার-
পরিশেষে শেষ করবো বইটির কিছু কথা দিয়ে,
“জীবনটা নিখুঁত নয় এবং মানুষও নিখুঁত নয়। এটা একেবারেই অসম্ভব যে , আমরা জীবনে চলতে থাকব এবং কখনোই পড়ে যাবো না। এটা একেবারেই অসম্ভব যে আমরা কখনোই ভেঙে পড়ব না অথবা আঘাত পাব না। কারণ এটি ক্ষয়িষ্ণু দুনিয়া শাশ্বত জান্নাত নয়।”
(পৃষ্ঠা-১৪)
■ এক নজরে বই-
● বইয়ের নাম- আই লস্ট মাই ওয়ে
● লেখক- ইয়াসমিন মুজাহিদ
● অনুবাদ- সানজিদা সিদ্দিকী কথা
● প্রকাশনী- মুহাম্মদ পাবলিকেশন
● ধরন- আত্মউন্নয়ন ও অনুপ্রেরণামূলক
● বাইন্ডিং- পেপারব্যাক
● পৃষ্ঠা সংখ্যা- ৯৬