Copyright © 2025 Seanpublication.com
হিস্নুল মুসলিম (বাংলা)
- লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
- পাবলিকেশন : আহসান পাবলিকেশন
- বিষয় : বিবিধ বই
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
প্রকাশনী : আহসান পাবলিকেশন
৳100 ৳70
You Save TK. 30 (30%)
হিস্নুল মুসলিম (বাংলা)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for হিস্নুল মুসলিম (বাংলা)
Add a review Cancel reply
Farzana Ashrafi –
♦বই পরিচিতি:
মিশরীয় আলীম সাঈদ ইবনে আলী আল কাহতানীর অমর সৃষ্টি এই ‘হিসনুল মুসলিম’।মূল বইটি বিশাল কলেবরে লেখা হলেও এর একটি সুলভ,ছোট্ট সংস্করণ ও আছে।মূল আরবীতে লেখা বইটি প্রায় ৫৮টি ভাষায় অনুদিত হয়েছে।সারা পৃথিবীতেই সুন্নাহ মেনে চলা মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি দুআ ও যিকিরের বই এই ‘হিসনুল মুসলিম’।
♦আলোচ্য বিষয়:
রাসূল সা. শেখানো দুআ,যিকিরের সমন্বয়েই বইটি।একজন মুসলিম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিনে প্রত্যেকটি মুহুর্তে সুন্নাহ অনুসারে কিভাবে আল্লাহকে স্মরণ করবে সেটার একটা গাইড লাইন এই বইটি।বোনাস হিসেবে আছে কুরআনে আল্লাহ নবী-রাসূল আ.-দের কে শিখিয়েছেন এমন দুআর সমাহার।
♦বইটি কেন পড়ব?:
আসলে বলা উচিৎ কেন সংগ্রহে রাখব?প্রত্যেক মুসলিমের উচিৎ বইটিকে নিজের সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে নেয়া।বইটির সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এখানে সন্নিবেশিত দুআ,যিকির গুলো কুরআন এবং হাদীস থেকে নেয়া অতএব তা বানোয়াট এবং বিদাত মুক্ত।
মুমিনের জীবনে যিকির এবং দুআর ফযিলত অনেক,অনেক বেশি।
কুরআন কারীমে আল্লাহপাক বলেছেন,
“অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়ো না।”[সূরা আল-বাকারাহ্ – ২:১৫২]
আর আল্লাহকে স্মরণ করার জন্য তো তাঁর রাসূলের বাতলে দেয়া তরীকা নির্দ্বিধায় সর্বোত্তম।
দুআকে রাসূল সা. বলেছেন,ইবাদাতের মগজ।আল্লাহর কাছে তাঁর বান্দা হাত উঠালে তিনি তা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।
মহান আল্লাহ বলেন: “তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দিব।” [আল-মুমিন: ৬০]
আল্লাহ কে ডাকার ভাষা যদি হয় তাঁর প্রিয় রাসূলের ভাষা তাহলে তা;তাঁর কাছে আরো প্রিয় হবে বলায় বাহূল্য।
রাসূল সা. কি ভাষায় আল্লাহর কাছে চাইতেন সেগুলো হাদীসের দুআগুলো বর্ণিত হয়েছে।সেগুলোই শায়খ কাহতানী হিসুনুল মুসলিমে একত্র করেছেন বিভিন্ন শিরোনামে।
♦পাঠক হিসেবে অনূভুতি:
বইটি সংগ্রহ করার পর থেকে আমার নিত্য সঙ্গী।প্রিয় বন্ধুর মত হয়ে গেছে।নিজে পড়ার পর অন্যদেরও গিফট করেছি।এবং দুআ-যিকিরের প্রসঙ্গে সবাইকে এই বইটির কথায় বলি। ভীষণ প্রয়োজনীয় একটি বই।আকার ছোট হওয়া সাথে রাখাও সহজ।
অন্তরকে প্রশান্ত করতে দুআ, যিকিরের বিকল্প নেই। কুর’আনে আল্লাহ বলেন, “যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। ( সূরা রা’দ ২৮)
আর আল্লাহকে স্মরণের জন্য রাসূল সা. শেখানো দুআ-যিকির গুলো আত্মস্থ করার জন্য হিসুনুল মুসলিম অত্যন্ত সহায়ক একটি বই।
আল্লাহ আমাদের কে তাঁর পথে চলা সহজ করে দিন