fbpx
হারিয়ে যাওয়া মুক্তো (পেপারব্যাক)
হারিয়ে যাওয়া মুক্তো (পেপারব্যাক)

হারিয়ে যাওয়া মুক্তো (পেপারব্যাক)

Author : শিহাব আহমেদ তুহিন
Category : ইসলামি আদর্শ ও মতবাদ

180

You Save TK. 60 (25%)

হারিয়ে যাওয়া মুক্তো (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

শিহাব আহমেদ তুহিন

Reviews (4)

4 reviews for হারিয়ে যাওয়া মুক্তো (পেপারব্যাক)

  1. Muhammad Tamimul Ihsan

    ||বুক রিভিউ||

    ▪︎ একটা সময় ছিলো যখন মুসলিমরা রাজত্ব করতো পুরো দুনিয়া। তারা ছিলো সবার উপরে। কেন ছিল,কী কারণে ছিল ??কারণ সে সময়ে তারা আল্লাহর কিতাব ও রাসূল সা. এর সুন্নাহ ভালোভাবে আঁকড়ে ধরেছিলেন আর আল্লাহও তাদেরকে সম্মানিত করেছিলেন । তাই তারা যেখানেই গিয়েছিলেন বিজয় তাদের পদচুম্বন করেছে। আর যখনই আমরা ইসলাম ব্যতীত অন্য কিছুতে পা দিয়েছি,সম্মান সেখানে খুঁজেছি তখনই আমরা পদে পদে লাঞ্ছিত হয়েছি। রাসূলের সুন্নাহ ব্যতীত অন্য কোথাও পা দিয়েছি মানেই পদচ্যুত হয়েছি।সাহাবারা রাসূলের সুন্নাহ মানার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতেন।তাই একজন মুসলিম হিসেবে সুন্নাহ মানার গুরুত্ব স্পষ্ট।আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই হারিয়ে যাওয়া মুক্তো বইটি রচনা করেছেন লেখক শিহাব আহমেদ তুহিন।

    ▪︎ মূলত বইটি ইমাম নববী রহিমাহুল্লাহর হাদিসুল আরাবাইন বা চল্লিশ হাদিস নামের বইটির অনুকরণে রচিত। এছাড়া উস্তাদ আলী হাম্মুদার লেকচার সিরিজ Daily Revivals এর অনুকরণ করেও বইটি কিছুটা লেখা। মোট কথা ইমাম নববী রহিমাহুল্লাহর বই এবং উস্তাদ আলী হাম্মুদার লেকচার অবলম্বনেই বইটি লেখা।

    ▪︎ বইটিতে মূলত আলোচনা করা হয়েছে রাসূল সা.-র হারানো সুন্নাহগুলো নিয়ে।হারানো সুন্নাহগুলো কীভাবে পুনরুজ্জীবিত করা যায় তা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে বইটিতে। কীভাবে আমাদের জীবনে সুন্নাহগুলো বাস্তবায়ন করে জীবনকে সুন্দর করে সাজাবো তা নিয়েও আলোচনা করা হয়েছে বইটিতে।

    ▪︎ রাসূল (সা.)-র বিলুপ্তপ্রায় ৪১ টি হাদিস নিয়েই সাজানো বইটি।রাসূল সা. বৃষ্টির সময় কি করতেন,কোনো খাবার পছন্দ না হলে তিনি কি করতেন, গুনাহর পর ২ রাকাত নামাজ আদায় করা, আনন্দ হাসির মুহুর্তে, খালি পায়ে হাঁটা,আমি না জানা বলতে পারা,যে ঋণ জান্নাতে নিয়ে যায়, ঝগড়া মিটিয়ে দেওয়া, মাঝরাতের দুঃস্বপ্ন ঠেকানো, কবরস্থানে যাওয়া, মাল্টিটাস্কিং এরকম অসাধারণ অসাধারণ বিলুপ্তপ্রায় হাদীসগুলো দিয়ে সাজানো বইটি।

    ▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন…..??? বইটি তারা পড়বেন যাদের সুন্নাহ পালনে অলসতা আছে,এছাড়া প্রত্যেক মুসলিমেরই উচিৎ বইটি পড়া।বইটি পড়লে সাধারণ মানুষের না জানা অনেক সুন্নাহ সম্পর্কে জানা সম্ভব হবে।বইটি পড়লে সুন্নাহর ব্যাপারে অনেকের আগ্রহ সৃষ্টি হবে।সুন্নাহ কেন মানতে হবে, কী কারণে আপনি সুন্নাহর ব্যাপারে অগ্রবর্তী হবেন তা বইটি পড়লে ভালোভাবে জানতে পারবেন।

    ▪︎ ব্যক্তিগত অনুভূতি : বইটি পড়ার পর সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজা সহ অনেক হাদীস জানা হয়েছে। আগে বৃষ্টিতে ভিজতাম শখ করে আর হাদীস জানার পর সুন্নাহ পালনের জন্য হলেও বৃষ্টিতে ভিজা হয়। এছাড়া শুধু বৃষ্টিতে ভিজার হাদীস পালনই নয়,অনেক অজানা হাদীস পালনের ব্যাপারে আগ্রহ জন্মানো শুরু করেছে। এত অসাধারণ বই খুব কম সময়ই পড়া হয়েছে।হাদীসের বই অনেকে ভয়ে এড়িয়ে যায়,কিন্তু এটা হাদীসের বইই মনে হয় না। এত অসাধারণ ভাবে সাজানো পড়লে মনে হয় কোনো সাধারণ বই।
    দিনশেষে শুধু এতটুকুনই বলবো, বইটি সবার পড়া উচিৎ। বিশেষ করে যাদের অজানা বিষয় সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের জন্য অসাধারণ বই এটি।

    ▪︎ ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫

    মাআসসালাম………..!!

  2. Meher Afroz

    📗বুক রিভিউ📕

    বইঃ হারিয়ে যাওয়া মুক্তো
    লেখকঃশিহাব আহমেদ তুহিন

    ➤ঝুমবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পালিয়ে না গিয়ে, গায়ের শার্ট বা পাঞ্জাবির বোতাম কিছু অংশ খুলে ঝুমবৃষ্টিতে ভেজা নবীজির [স.] সুন্নত।

    ➤নিশিতে দুজনে (স্বামী-স্ত্রী); খালি পায়ে, হাতেহাত ধরে হাটা সুন্নত।

    ➤ঊযু করার পর আকাশের দিকে তাকিয়ে, কালেমা’য় শাহাদাত পাঠ করা সুন্নত।
    ➤দাড়িয়ে জুতো না পড়ে বসে জুতো পড়া সুন্নত।

    এমনি– নবী [সল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম]-এর অনেক সুন্নাহ আছে যেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। এমনকি অনেক কাজ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করি কিন্তু জানিনা এটা যে সুন্নাহ’র অন্তর্ভূক্ত। জানলে হয়ত আমরা আরো ভালোবেসে, আদর করে, মন থেকে কাজটি করতাম। সে কাজের ভালোবাসাতে মূখ্য উদ্দেশ্য থাকত নবি (সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’এর প্রতি ভালোবাসা! আফসোস আমরা তা জানিনা।জানলেও অনাদরে অবহেলা করি।
    আলহামদুলিল্লাহ! আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জ্ঞ্যাপন করছি এবং সালাম জানাচ্ছি শ্রদ্ধেয় দ্বীনি ভাই- ‘শিহাব আহমেদ তুহিনকে’ যিনি উস্তাদ আলী হাম্মুদারে’র ‘Daily Revivals’ সিরিজ অবলম্বনে-“হারিয়ে যাওয়া মুক্তো” বইটি রচনা করেছেন।

    বইটির বিষয়বস্তুঃ—
    নবী ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )-এর কিছু সুন্নাহ, যেগুলো আজ হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার পূনরূজ্বীবিত করার লক্ষ্যে- একচল্লিশটি মুক্তো [অবহেলিত সুন্নাহ] নিয়ে আলোচনা করা হয়েছে।যা বইটির মূল উপজীব্য বিষয়।

    পাঠপ্রতিক্রিয়াঃ–
    আমিও বৃষ্টিতে ভিজতাম কিন্তু জানা ছিলো না এটি একটি সুন্নাহ।আশ্চর্য হলেও এটাই সত্য- বইটি পড়ার আগে কখনো ওজু করার পর পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত পাঠ করা হয়নি। অনেক সময় খাবার পরে গেলে ইতস্তবোধ করেছি,‘ উঠিয়ে খেলে মানুষ কী বলবে?’ অথচ, এখন যখন জানতে পেরেছি খাবার পরে গেলে উঠিয়ে খাওয়া সুন্নাত, এখন তাই নিঃসংকোচে পরে যাওয়া খাবার উঠিয়ে খাই।
    সত্য বলতে বইটি যেন জাদুর স্পর্শের মত সুন্নাত পালনের প্রতি এখন অনেক বেশি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিটি পাঠকের প্রতি বইটি পড়ার অনুরোধ থাকবে।
    জ্বাযাকুমুল্লাহু খয়ইরুন।

    রিভিউ দাতাঃ Meher Afroz

  3. Mahbuba Islam Disha

    “হারিয়ে যাওয়া মুক্তো” বইটা মূলত অন্য কোনো বই থেকে অনুবাদ করা না, এটা একটা লেকচার সিরিজ থেকে নেওয়া। উস্তাদ আলী হাম্মুদার “Daily Revivals” সিরিজ এর অনুবাদ। এখানে তিনি এমন চল্লিশটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবি রাদিআল্লাহু আনহুদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু এখন হারিয়ে গেছে। এ কারণেরই (সম্ভবত) অনুবাদক বইটির নাম দিয়েছেন “হারিয়ে যাওয়া মুক্তো”।

    ইসলামের প্রথম যুগটা ছিল স্বর্নযুগ। মুসলিমরা ছিলো সবার ওপরে। সে সময়ে আমরা কুরআন ও সুন্নাহকে আকঁড়ে ধরেছিলাম। তাই আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আর এখন আমরা কুরআন ও সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদের থেকে ধার করা সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি এজন্য আমাদের সম্মানও কমে যাচ্ছে।
    অধুনা এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিকিয়ে দিচ্ছি নিজেদের ঈমান ও আমল।

    আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, “বল, যদি তোমরা আল্লাহকে ভালবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। পরম দয়ালু।”
    (সূরাহ আল- ইমরান ৩ঃ৩১)

    কেন সুন্নাহ অনুসরণ করতে হবে?
    শায়খ সালিহ আল মুনাজ্জিদ এই প্রশ্নের উত্তরে লিখেছেন, ” রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হচ্ছে আমাদের মুক্তির বাহন। নিরাপদ আশ্রয়স্থল।”
    রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ অনুসরণ করতে বলেছেন। অবহেলা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন,” তোমরা অবশ্যই আমার ও আমার পরে খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ মেনে চলবে এবং শক্ত করে আঁকড়ে ধরবে। আর (ধর্মের ব্যাপারে) সকল নতুন উদ্ভাবিত বিষয়ে সাবধান। কেননা সকল নব- উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। আর সকল বিদআত হচ্ছে পথ ভ্রষ্টতা।”

    সাহাবি রাদিআল্লাহু আনহুদের জিবনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে সুন্নাহ পালনের ব্যাপারে তারা কতটা আগ্রহী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গাছের নিচে বসে বিশ্রাম নিতেন,আব্দুল্লাহ ইবনে উমার রাদিআল্লাহু আনহুও সেই গাছের নিচে বসে বিশ্রাম নিতেন। কতটা ভালবাসা ও শ্রদ্ধা থাকলে এমনটা করা যায়!!!

    চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ দিয়ে সাজানো বইটা।
    এই বইটাতে যে সুন্নাহ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে কিছু কিছু হয়তো আমারা অনেকেই জানি কিন্তু মানি না। লেখার ধরণটা ভীষণ সুন্দর, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো, পড়ার পরে সেই সুন্নাহ গুলো মানার প্রতি আগ্রহ বাড়বে, ইনশাআল্লাহ।

    এই বইটা পড়ে সুন্নাহকে নতুন ভাবে জানতে পেরেছি,আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন ইনশাআল্লাহ।
    সুন্নাহ মানে শুধু বসে পানি পান করা না, ঝুম বৃষ্টিতে ভেজাও সুন্নাহ। মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটাও সুন্নাহ, চাঁদনী রাতে প্রিয়তমার সাথে গল্প করতে করতে হাঁটাও সুন্নাহ।

  4. Umme Suraiya

    হারিয়ে যাওয়া মুক্ত
    শিহাব আহমেদ তুহিন
    ———————————–
    চৌদ্দশত বছর পূর্বে আমাকে, আপনাকে একজন মানুষ খুব ভালবেসেছেন। আমাদের দেখতে চেয়ে কান্না করেছেন। সব সময় আমার,আপনার কথা ভেবেছেন। তাও আবার পুরোপুরি নিঃস্বার্থ ভাবে, নিখাঁদ ভাবে….।
    তিনি হলেন আমাদের প্রিয় হাবিব রাসূল(সা:)

    আর যেই মানুষটা আমাদের জন্মের আগেই আমাদের এত এত ভালবেসেছেন, তাকে আমারা কিভাবে ভালো না বেসে থাকতে পারি?কিভাবে তাকে অনুসরণ না করে থাকতে পারি? কিভাবে তাকে ভুলে থাকতে পারি?

    আমার মনে হয়েছে, হারিয়ে যাওয়া মুক্ত বইটা রাসূল (সা:)এর সেই হারিয়ে যাওয়া সুন্নাহ গুলোকেই আবার পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় লেখা হয়েছে। যা এখন বিলুপ্ত প্রায়।পবিত্র কুরআন এ আল্লাহ বলেন,

    قل إن کنتم تحبون اللهَ فاتبعو ني يحببكم اللهُ ويغفر لكم ذنو بكم واﷲُ غفور یحيم.
    “বল,যদি তোমরা আল্লাহকে ভালবাসো,তাহলে আমার অনুসরণ করো।আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং পাপ সমূহ ক্ষমা করে দিবেন।আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।[৩;৩১]

    রাসূল(সা)এর কথা কাজ গুলো হলো এক একটা মুক্ত। আর অবহেলায় মুক্ত গুলো হারিয়ে যায়।আমরা তখন মুক্ত গুলো ফেলে জঞ্জালকে ধরি।কিন্তু, মুক্ত আর জঞ্জাল কি কখনও এক হয়?একমাত্র মুক্ত গুলোই পারে এ নোংরা পৃথিবীতে আমাদের পথ চলতে সাহায্যে করতে। হতাশ জীবনে এক চিলতে আলো হতে। এ বইটি আমাদের ডাকছে,আকড়ে ধরা জঞ্জালকে ফেলে মুক্ত গুলো খুঁজে বের করতে। পৃথিবীটাকে আবার মুক্তোর আলোয় আলোকিত করতে।

    উম্মে সুরাইয়া

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।