Copyright © 2024 Seanpublication.com
হাইয়া আলাস সালাহ
Author : শাইখ আবু আব্দিল আজিজ মুনির আল-জাযাইরি
Translator : শাইখ মুহাম্মাদ সাইফুল্লাহ মুরতাযা
Publisher : সমকালীন প্রকাশন
Category : ইবাদত—আমল ও আমলের সহায়িকা
৳175 ৳129
You Save TK. 46 (26%)
হাইয়া আলাস সালাহ
Share This Book:
M. Hasan Sifat –
প্রতিদিন মসজিদের মিনার থেকে পাঁচ ওয়াক্তের আজানে ভেসে আসে হৃদয়গ্রাহী আহ্বান– “হাইয়া আলাস সালাহ” । সেই আহ্বান কারো কারো হৃদয়কে আন্দোলিত করে, হৃদয় গহীনে তাঁরা খুঁজে পায় নির্মল প্রশান্তির ছায়া । প্রতি ওয়াক্তেই তাঁরা প্রতীক্ষায় থাকে, কখন আসবে সে আহ্বান?! অন্যদিকে, কারো কারো কাছে সে আহ্বান কেবলই বিদেশি কিছু শব্দের সমষ্টি । সত্যিই কি কেবলই তা বিদেশী কিছু শব্দ সমষ্টি নাকি এ শব্দ সমষ্টিই আমাদের অসীম জীবনের পাথেয়? সেসব আলোচনা নিয়েই এই বই– “হাইয়া আলাস সালাহ” । বইটি লিখেছেন আরব বিশ্বের প্রখ্যাত আলিম শাইখ আবু আব্দিল আযিয মুনির আল জাযারিয়া ।
–
চমৎকার ও পরিপাটি একটি বই । আমাদের জেনারেল পড়ুয়া ভাইদের জন্য খুবই জরুরী একটি বই । দ্বীনকে মোটামুটি বোঝার পর এখনো যাদের সালাতের প্রতি অনাগ্রহ আছে কিংবা অলসতা চলে আসে এ বইটি তাদের জন্য । দ্বীনে প্রত্যাবর্তনের পর সালাতকে আঁকড়ে ধরার জন্য এ বইটি হতে পারে একটি অসাধারণ ম্যানুয়াল । বইটিতে সালাতের গুরুত্ব বোঝাতে কোনো গৎবাঁধা স্টাইলের আশ্রয় নেয়া হয়নি । সুন্দর, সহজবোধ্য, সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী করে তুলে ধরা হয়েছে । শুধু ভয়ই নয়, আছে একরাশ আকুতি, স্নেহ, দরদ আর ভালোবাসার অপূর্ব সংমিশ্রন । হৃদয়গ্রাহী অনুবাদে বইটি আরো সুখপাঠ্য হয়ে উঠেছে । সরল-সুন্দর অনুবাদ । অনুবাদ করেছেন উস্তাদ মুহাম্মাদ সাইফুল্লাহ মুরতাযা । কোনো বানান ভুল চোখে পড়েনি । অবশ্য সমকালীন প্রকাশনের সবগুলো বইয়েই বানানের ব্যাপারে বেশ শুদ্ধতার পরিচয় পেয়েছি । প্রচ্ছদও সুন্দর!
–
বইটি পড়তে গিয়ে সালাত নিয়ে অসাধারন কিছু অনুভূতি জন্ম নিয়েছে । এমনকি অনেক বছর ধরে মনে চেপে থাকা একটা প্রশ্নের উত্তরও খুঁজে পেয়েছি এ বইটিতে । আজানের জবাব দেয়ার সময় মুয়াজ্জিন যা বলেন, শ্রোতার জন্য হুবহু সেগুলো বলে জবাব দেয়া সুন্নত । ব্যতিক্রম কেবল দুটি বাক্যে । “কেন এ ব্যতিক্রম?” শাইখ এটার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন বইয়ে ।
–
শাইখ আবু আব্দিল আযিয মুনির আল জাযারিয়া তার হৃদয়ের সবটুকু আকুতি ঢেলে এ বইটিতে সেই প্রশান্তির সন্ধান দিয়েছেন, যে প্রশান্তির সন্ধান পেয়েছিলেন সাহাবীরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) । অথচ আজ আমরা হারাম মিউজিক দিয়ে নিজেদের অন্তরকে মিথ্যে প্রশান্তি দিতে চাই ।
–
বইয়ের শেষে প্রিয় সন্তানের কাছে লেখক একটি কাল্পনিক চিঠি লিখেছেন । হৃদয়ের আকুতি কলমের কালি হয়ে উঠে এসেছে সে চিঠিতে । যে চিঠির প্রতিটা শব্দে জড়িয়ে আছে একজন স্নেহময় পিতার একরাশ আবেগ আর ভালোবাসা । হৃদয় নিংড়ানো উপদেশ । লেখক এমনভাবে চিঠিটা লিখেছেন, যেভাবে একজন বাবা তার সন্তানের মাথায় হাত রেখে স্নেহের সাথে কথা বলেন ঠিক সেভাবে । যেসব বাবা-মায়ের সন্তানরা এখনো সালাতে উদাসীন তাদের জন্য এ চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ ।
আপনি হয়তো আপনার সন্তানটিকে বারবার সালাতের জন্য তাগিদ দিচ্ছেন, কিন্তু সে কিছুতেই আপনার কথা শুনতে চাচ্ছে না, এ নিয়ে আপনি খুবই চিন্তিত । তাহলে এ বইটা তাকে পড়তে দিন । পুরো বইটা পড়তে না চাইলে অন্তত এ চিঠিটা পড়তে দিন । আলিমদের কথায় নূর থাকে, মুক্তো ঝরে । তাদের কথা খুব সহজেই অন্তরে গিয়ে লাগে । আশা করি, এ চিঠিটা পড়লে আপনার সন্তানের অন্তরেও সালাত নিয়ে আগ্রহ জন্মাবে । প্রভাবিত করবে । সালাতের গুরুত্ব ও মর্ম উপলব্ধি করতে পারবে । সেই সালাত, যে সালাত আপনার পরিবারকে জান্নাতেও একত্রিত করবে । সেই জান্নাত, যে জান্নাতে দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই, মন খারাপও নেই ।
–
যারা সালাত আদায় করে না কিংবা করলেও নিয়মিত না, অলসতা এসে ভিড় করে তাদের জন্য এ বইটা অমূল্য সম্পদ । ১১০ পৃষ্ঠা মাত্র । প্রিয় কোনো বন্ধু বা ভাই, যার সাথে আপনি জান্নাতেও ঘুরতে চান অথচ সে কিনা সালাতে উদাসীন, তাহলে এ বইটা তাকে উপহার দিন । সালাত ছাড়া কি জান্নাত কল্পনা করা যায়!?
–
পরিশেষে,
এ বইটি আমাদেরকে ও আমাদের প্রিয়জনদেরকে মসজিদমুখী হতে সাহায্য করবে । অবহেলার চাদর সরিয়ে সত্যিকারের চোখের শীতলতা আর অন্তরের প্রশান্তির সন্ধান দেবে ।
সালাতের প্রতি যত্নশীল হতে সাহায্য করবে ইন শা আল্লাহ্ । পাশাপাশি সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য আরেকটি অবশ্য পাঠ্য বই সংগ্রহে রাখতে পারেন– “খুশু খুযু” ।
–
–
বই— “হাইয়া আলাস সালাহ”
প্রকাশনী— সমকালীন প্রকাশন ।
Shahriar Mohammad Aqib –
একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত।আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক গড়তে সালাত অপরিহার্য।সালাতকে রাসুল (স) তাঁর চোখের শীতলতা বলেছেন।কুরআন কারীমে আল্লাহ তায়ালা বারবার সালাতের কথা বলেছেন।বিনয়ের সাথে সালাত আদায় মুমিনের সফলতার উপায় বলেছেন।মুয়াজ্জিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে দৈনিক পাঁচবার আহ্বান জানান- “হাইয়্যা আলাস সালাহ;হাইয়্যা আলাল ফালাহ ” -এসো নামাযের দিকে এসো কল্যাণের দিকে। কিন্তু আমরা অনেকেই গাফলতির কারণে কিংবা না জানার কারণে সালাতের যথাযথ গুরুত্ব দেই না।অনেকের তো সালাত আদায়েই অনীহা। আমরা যারা সালাত এর ব্যাপারে উদাসীন তাদের জন্য “হাইয়া আলাস সালাহ” বইটি। বইটিতে দরদের সাথে সালাতের গুরুত্ব বুঝানো হয়েছে।সালাত আদায় না করে কিংবা যথাযথ গুরুত্ব না দিয়ে আমরা যে নিজেদেরই ক্ষতি করছি সে বিষয়টা এখানে সুন্দরভাবে বুঝানো হয়েছে।সালাত পরিত্যাগের শাস্তি সম্পর্কেও বলা হয়েছে বইটিতে। তাই আর অলসতা নয়,সালাতের গুরুত্ব জেনে এখন থেকেই শুরু করে দেই সালাত আদায় আর প্রভুত কল্যাণের ভাগী হই।