আমরা এমন যুগে অবস্থান করছি, যখন একদল মুসলিম দাবিদার হাদীস অস্বীকার করছে। আধুনিক যুগে ইসলাম বিদ্বেষী ও অমুসলিমদের চক্রান্তে পড়ে নানাবিধ কূটকৌশল অবলম্বন করে হাদীসশাস্ত্রের উপর সন্দেহ সৃষ্টি এবং শেষমেশ হাদীসকে অস্বীকার করার আধুনিক ফাঁদ খুব বেশি দিনের নয়। সেসব কূটকৌশলের একটি হচ্ছে, কুরআন ও হাদীসকে পরস্পর বিরোধী হিসেবে উপস্থাপন করে হাদীসকে অস্বীকার করা।
বইটিতে বর্তমানে নতুন করে ঢেউ তোলা হাদীস অস্বীকারের ফিতনার খণ্ডন করা হয়েছে। কুরআন মাজীদের মাধ্যমেই প্রমাণ করা হয়েছে হাদীসও ওহি এবং অবশ্যই হাদীস মানতে হবে। আলহামদুলিল্লাহ। রাসূল ﷺ এর প্রতি ও তাঁর হাদীসের প্রতি মুহাব্বাতের নিদর্শন স্বরূপ বইটিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমীন।
Reviews
There are no reviews yet.