Copyright © 2024 Seanpublication.com
ফুল হয়ে ফোটো (হার্ডকভার)
- লেখক : কায়সার আহমদ, মোহাম্মাদ হোবলস, শাইখ আহমাদ মুসা জিবরিল
- পাবলিকেশন : পথিক প্রকাশন
- বিষয় : অনুপ্রেরণা মোটিভেশন আত্ম-উন্নয়ন আত্মশুদ্ধি, সকল প্রকাশক
Author : শাইখ আহমাদ মুসা জিবরিল, মোহাম্মাদ হোবলস
Translator : মুহসিন আব্দুল্লাহ, কায়সার আহমাদ
Publisher : পথিক প্রকাশন
Category : অনুপ্রেরণা
৳400 ৳280
You Save TK. 120 (30%)
ফুল হয়ে ফোটো (হার্ডকভার)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for ফুল হয়ে ফোটো (হার্ডকভার)
Add a review Cancel reply
সিরাজাম বিনতে কামাল –
❀ ফুল হয়ে ফোটো ❀
📚প্রাককথন:
——————–
ঘুমন্ত মুসলিম উম্মাহ ধীরে ধীরে জেগে উঠছে। পথহারা, দুনিয়ালোভী ও বস্তুবাদে ডুবে থাকা অসংখ্য মুসলিম মহান রবের দিকে প্রত্যাবর্তন করছে। অমুসলিমদের সিরাত্বল মুস্তাকিমের পথ চিনে নেওয়ার সংখ্যাটাও নেহায়েত কম নয়। আলহামদুলিল্লাহ!
মুসলিম উম্মাহর এখন উত্থানের সময়। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে খেই হারিয়ে ফেলা ক্লান্ত মানুষগুলো আশ্রয় নিচ্ছে ইসলামের সুশীতল ছায়ায়। আত্মিক পিপাসা মেটাতে তারা ইসলামের দাঈ’গণের শরণাপন্ন হচ্ছে। ইলম অর্জন করে ইসলামি জীবন পন্থার দিকে ফিরে আসছে। রাসুলুল্লাহর (সা:) সুন্নাহ পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে।
বেলা ফুরাবার আগেই রব্বের দিকে প্রত্যাবর্তন করা এ’মানুষগুলোকে সাহায্য করছে উম্মাহ দরদী দাঈগণ। যুগের চাহিদার আলোকে যারা পথভোলা, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়া উম্মাহর মানুষকে ইসলাহ এবং তরবিয়ত করে এগিয়ে চলেছেন। যারা হিকমাহ এবং প্রজ্ঞার সহিত মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। ইমান আকিদা সহিহকরণের ক্ষেত্রে জোর দিচ্ছেন আবার বস্তুবাদের অসাড়তাগুলোও সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরছেন।
উম্মাহের প্রয়োজনীয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়েও যারা সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করছেন। যারা দরদী কন্ঠে, হৃদয়ভরা মমতায় উম্মাহকে ডেকে যাচ্ছেন। এমনই দুজন উম্মাহ দরদী দাঈ শাইখ আহমাদ মুসা জিবরীল এবং উস্তাদ মোহাম্মদ হোবলস হাফি.।
যাদের লেকচার ও প্রবন্ধ দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচ্য বই “ফুল হয়ে ফোটো”।
📚রিভিউ কথন:
————————
আপনি আপনার জীবন সম্পর্কে, দৈনন্দিন জীবনের কার্যকলাপ সম্পর্কে, উম্মাহের প্রতি আপনার কী করণীয় সম্পর্কে, এক মুসলিম অন্য মুসলিমের প্রতি আচরণ কেমন হওয়া উচিত তা সম্পর্কে জানতে চান!
কেমন হয় যদি উল্লিখিত বিষয়সমূহ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আদ্যোপান্ত আলোচনা সংশ্লিষ্ট মলাটবন্দী একটা বই আপনি হাতে পেয়ে যান! খুবই ভালো হয় না! ঠিক এইরকমই একটা বই “ফুল হয়ে ফোটো”।
বইটা ছোট ছোট অনেকগুলো মুক্তোসদৃশ গ্রন্থমালা দিয়ে সাজানো হয়েছে। যেগুলো আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, নতুন নতুন দিক উন্মোচিত করবে আপনার দৃষ্টিপটে। আপনার জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে এবং ইসলামের পথ চলা সহজ করবে, ইন শা আল্লাহ!
📚বই অভ্যন্তরে:
———————–
বইটিতে মোহাম্মদ হোবলস এর ৩০টি লেকচার রয়েছে। শাইখ আহমাদ মুসা জিবরীল এর লেকচার ১৪টি।
বইয়ে আলোচিত বিষয়সমূহ এতটাই গুরুত্বপূর্ণ যে, এগুলোই আমাদের সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আর ধীরে ধীরে আমরা নিমজ্জিত হচ্ছি অন্ধকারের অতল গহ্বরে। আশা করি এই বইটি আমাদের জন্য, বিশেষ করে আমাদের যুবসমাজের জন্য খুবই উপকারী হবে। তারা নিজের ভুল বুঝতে পেরে অন্ধকার ছেড়ে আলোতে ফিরে আসতে পারবে, ইন শা আল্লাহ!
মোহাম্মদ হোবলস এর কিছু উল্লিখিত টপিক:
🔸 হতাশা এবং সোশ্যাল মিডিয়া
🔸 ইংরেজি নবর্বষ উদযাপন ও মুসলিম সমাজ
🔸 ডিভোর্সের মহামারি
🔸 দ্বীনের জন্য সমালোচনা
🔸 ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র শক্তি
🔸 উম্মাহ জাগবে যখন
🔸 উম্মাহের অবস্থা
🔸 আল্লাহর পক্ষ হতে সেরা উপহার
🔸 আমাকে আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু আল্লাহকে আমার প্রয়োজন
শাইখ আহমাদ মুসা জিবরীল এর কিছু উল্লিখিত টপিক:
🔸 কুফফারদের উৎসব উদযাপন
🔸 আমাদের বোনদের মুক্ত করুন
🔸 আসুন প্রতিযোগিতা করি!
🔸 কোন আত্মসমর্পণ নয়
🔸 ওহে ইসলাম!
🔸 ১০টি বিষয়—যা ইসলামকে ধ্বংস করে দেয়
📚যা ভালো লেগেছে:
—————————
বর্তমান যুগে আমাদের মধ্যে পশ্চিমাদের অনুকরণ অনুসরণ যেনো অত্যাবশকীয় হয়ে যাচ্ছে। অথচ আমরা আমাদের ইসলামি সংস্কৃতি কী তা জানি না, জানার চেষ্টাও করি না৷ আমরা মুসলিম সন্তানরাও আমাদের জ্ঞানের অপর্যাপ্ততার দরুন মেনেই নিচ্ছি ইসলাম কঠিন। ইসলাম মেনে চলা মানে সমাজে ছোট হয়ে যাওয়া (আল্লাহুম্মাগফিরলি)।
এই বইটা পড়ার মাধ্যমে আমাদের মনে বন্দী হয়ে থাকা ভুল ধারণাগুলো মুক্তির দেখা পাবে। আমরা পশ্চিমা সংস্কৃতি ছেড়ে ইসলামি সংস্কৃতির দিকে আকৃষ্ট হবো এবং কিছু করার আগে তো অবশ্যই ভাববো, এটা ইসলামে জায়েজ কিনা!
আরেকটা বিষয় হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই দু’দিন পর পর ইসলামের দাঈগণ একে অন্যকে কাদা ছুড়াছুঁড়ি করছে। আসলে আমরা যারা দ্বীনের পথে নতুন তখন আমরা কনফিউজড হয়ে যাই আসলে কে সঠিক আর কে ভুল! এই বিষয়টি নিয়ে বইয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যা খুবই ভালো লেগেছে।
📚 বই থেকে কিছু মণিমুক্তো:
————————————–
💠 শুধুমাত্র বাহ্যিক ধার্মিকতা দেখেই কারো কাছে ইলম শিখতে চাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি।
💠 আমরা আল্লাহর একত্ববাদে একমত, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবি হওয়ার ব্যাপারে একমত। আমাদের নবির (সা:) অসংখ্য বিষয়ে আমরা একমত। সেই বিষয়গুলোকে আমাদের একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে, ঐক্য তৈরিতে কাজে লাগান। অল্প কিছু দ্বিমতকে কল্পনা করে বিভক্তি সৃষ্টি করবেন না।
💠 আজকাল কেউ কেউ বলে ইসলাম সংস্কার করতে হবে। বন্ধু আমার, ইসলাম আপনার বাবার পকেট থেকে বের হওয়া কোন চিরকুট নয়, যে যখন তখন ইচ্ছেমতো তা পরিবর্তন করবেন। এই দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার পক্ষ থেকে এসেছে। আল্লাহ নিজে স্বয়ংসম্পূর্ণ, এই দ্বীনও তিনি স্বয়ংসম্পূর্ণ করে নাজিল করেছেন।
💠 ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে আত্মসমর্পণ। যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারে সে মুসলিম। আল্লাহর কাছে ব্যক্তি নিজেকে যতটা সঁপে দিতে পারে ততটাই শান্তি সে পায়।
💠 আমাদের আছে তাওহিদ। আমরা একই ইসলামি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি। আর এটাই আমার উম্মাহ। যে আন্তরিকভাবে পড়বে “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ” সে এই উম্মাহর অংশ।
💠 আজকের পৃথিবীতে মুসলিমরা অত্যন্ত ভীত একটি জাতিতে পরিণত হয়েছে। কুফফারদের ভয়, পশ্চিমাদের ভয়, বৈশ্বিক আইন কানুনের ভয়, এই ভয় সেই ভয়, নানান ভয়ে ভীত। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার কোন ভয় নেই।
📚পরিশেষে:
——————–
আমরা তো সেই উম্মাহ, যে উম্মাহ আল্লাহ তা’আলার দৃষ্টিতে শ্রেষ্ঠ উম্মাহ। আমাদের রয়েছে সোনালী অতীত। আমরা যদি আবার আমাদের সফলতা ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে কুরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। হাদিস এবং আয়াত বুঝতে হবে শুধুমাত্র ঐ বুঝ হতে, যা আল্লাহ ও তাঁর নবি অনুমোদন করেছেন এবং সালাফগণ যা বুঝেছেন।
বইয়ে কুরআন ও হাদীসের বাণী সংযোজন, ফুটনোটে রেফারেন্স এড করা, ভাষা ব্যবহার, প্রচ্ছদ, বাইন্ডিং এগুলো নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বরাবরের মতোই প্রশংসনীয়। মাশা’আল্লাহ!
একবার পড়ে ফেলে রাখার মতো বই এইটা না। বারবার পড়ে নিজেকে গড়ে তোলার বই। অজানা অনেক কিছু জানার বই। আর অবশ্যই নিজে পড়ে অন্যকেও পড়ার সুযোগ করে দিবেন। ইন শা আল্লাহ!
বইয়ের নাম ‘ফুল হয়ে ফোটো’। একটি ফুল নিজে নিজেই ফুটে উঠে না। তার জন্য যত্ন-আত্তির দরকার হয়। এজন্য প্রয়োজন অভিজ্ঞ মালীর নিবিড় পরিচর্যা। ঠিক তেমনি একটা নড়বড়ে উম্মাহকে শক্তপোক্ত করে গড়ে তুলতে দরকার অভিজ্ঞ ও মমতাময়ী দাঈ। এই বইয়ে এমনই দু’জন দাঈ আমাদেরকে সত্যের দিকে আহ্বান করছেন। চলুন আমরা বইটি পড়ে আমাদের চলার পথ আরোও মসৃণ করে নিই। হয়ে উঠি সুন্দর মানুষ, মুমিন।
পৃষ্ঠা সংখ্যা: ২৪