হযরত হাজী আবদুল মুকীত ছাহেব (রহঃ)এর সরাসরি নির্দেশ, দিলি তামান্না ও ঐকান্তিক আগ্রহই কিতাবখানি তরজমার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা ও সাহস জোগাইয়াছে। ইন্তিকালের তিন মাস পূর্বেও তিনি এই বলিয়া বিশেষ তাম্বীহ ও খাছ হেদায়েত দিয়াছেন যে, তরজমা এমন সরল সহজ হইতে হইবে, যেন সাধারণ মানুষ অনায়াসেই পড়িতে ও তালীম করিতে পারে।
আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের ছাহেব ও মাওলানা রবিউল হক ছাহেবকে, তাঁহারা কাকরাইলের বর্তমান মুরুব্বীগণের মাশা মােতাবেক পাণ্ডুলিপির আগাগােড়া মূল কিতাবের সহিত অক্ষরে অক্ষরে মিলাইয়া প্রয়ােজনীয় পরিবর্তন ও পরিমার্জন করিয়া দিয়াছেন। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.