প্রায়শই আমরা এমন একটি বইয়ের প্রয়োজন অনুভব করি যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় সব মাসআলা থাকবে। একেবারে আক্বীদা থেকে আমল পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে সামাজিক বিষয় পর্যন্ত। এমন একটি গ্রন্থ যা সহজ সরল ভাষায় সব ধরণের তথ্য এবং প্রয়োজনীয় আহকাম যথাসাধ্য একত্রিতভাবে উপস্থাপন করবে। ‘হানাফি’ ফিকহের আলোকে। এরই ভিত্তিতে ‘ফাতাওয়ায়ে রাহমানিয়া’ নামক এ গ্রন্থটি রচনা ও সংকলনের প্রয়াস।
.
একটি গ্রন্থেই দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছু নিয়ে আলোচনা করা ও যাবতীয় হুকুম-আহকাম বিশদ ব্যাখ্যা সহকারে বয়ান করা সম্ভব নয় তা সকলেরই বোধগম্য। তাই এ গ্রন্থে বিরল বিষয়াদি বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যেই আলোচনাকে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং আলোচনা সংক্ষিপ্ত ভাবে করা হয়েছে, দার্শনিক ও বিবরণমূলক আলোচনার বাহুল্য বর্জন পূর্বক ব্যবহারিক ও আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়কেই প্রাধান্য দেয়া হয়েছে।
.
ঈমান আক্বীদার সাথে সম্পর্কিত, ইবাদাত, মুআমালাত তথা লেনদেন কারবার, পারস্পরিক আচার ব্যবহার, অধিকার ও সামাজিকতার সাথে সম্পর্কিত, রয়েছে তাযকিয়া বা আধ্যাত্মিক সংশোধন ও চরিত্রের সাথে সম্পর্কিত বিষয়ে করণীয় বর্জনীয় বিস্তর আলোচনা। অত্যন্ত সাবলীল ভাষায়, যাতে সর্বস্তরের পাঠক এ থেকে উপকৃত হতে পারে। এবং প্রয়োজনের সময় কোথা থেকে জানবে এই আশায় দিক বিদিক না ছুটে সহজেই জানতে পারে।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.