বই:ইমান ভঙ্গের কারণ
লেখক :ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব(র.)
অনুবাদ :শাইখ সুলাইমান ইবনু নাসির আল উলওয়ান
প্রকাশনী:সীরাত পাবলিকেশন
মূল্য :১৭৬ টাকা
★প্ররম্ভিকা:
———————–
যুগে যুগে মহান সত্ত্বার এককত্ব থেকে আামাদেরকে সরিয়ে দিতে ষড়যন্ত্রের অন্ত নেই। কালের পরিক্রমায় কূটকৌশল, উপায়-উপকরন কিংবা রূপরেখা বদলায়।কিন্তু শয়তানের লক্ষ্য স্থীর। আামাদেরকে জাহান্নামে তার সঙ্গী বানানো। তাই নিজেকে তার ফাঁদ থেকে বাঁচাতে হলে জানতে হবে ইমান,শিরক ও আল্লাহর এককত্ব বলতে কী বোঝায়?কিভাবে তা অক্ষুণ্ন রাখা যায় বলনে-করনে-মননে?আলোচ্য বইটিতে ইমান ভঙ্গের ১০টি কারণ দেখানো হয়েছে।
পাঠাপর্যালোচনা ও গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
—————————————————————
একজন বান্দার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী? ঈমান! আবার সেই বান্দা যদি ঈমান হারা হয়ে পড়ে, তবে তার চেয়ে বড় দুর্ভাগা আর কে আছে! মণি-মুক্তা, হীরে-জহরত, মূল্যবান সম্পদ, টাকা-পয়সা কত যত্ন করে আমরা আগলে রাখি, নিরাপত্তার কত সব আয়োজন। কিন্তু ঈমানের সুরক্ষায় আমরা কতটুকু সচেতন হই? সেই মূল্যবান ঈমান আছে কি নেই, নষ্ট হয়ে গেলো কি না, শিরক আর কুফরের ফাঁদে পড়ে কলুষিত হয়ে গেলো কি না, কতটুকু খবর রাখি আমরা? অথচ ঈমানহীনতা আমাদের জন্য নিয়ে আসবে ভয়াবহ দুর্ভোগ, জ্বলতে হবে জাহান্নামের লেলিহান শিখায়। এই বইটি ঈমানের সেই অস্তিত্ব পরীক্ষার মানদণ্ড। এখানে এমন দশটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে, যার কারণে একজন মানুষ ঈমানহারা হয়ে পড়তে পারে। হয়ত সে জানেও না, হয়ত সে একেবারে বেখবর, বুঝতেও পারছে না কখন সে জাহান্নামের পথে হাঁটা ধরেছে। এসব বিষয় জেনে নিয়ে ঈমান রক্ষার শক্ত এক রক্ষাকবচ তৈরি করা তাই প্রতিটি মুসলিমের জন্য অতীব জরুরী।
নিচে ইমান ভঙ্গের কিছু কারণ তুলে ধরা হলো:
——————————————————————
১.আল্লাহর সাথে শিরক বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো
২. মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফরির কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা। ৩.রাসূল-এর আনীত দ্বীন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা। ৪.দ্বীন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা
৫.দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা ৬.কিছু অর্জন কিংবা বর্জনের জন্য যাদু করা (ব্ল্যাক ম্যাজিক), যাদুর উপর সন্তুষ্ট থাকা, মনে প্রাণে যাদুকে পছন্দ করা।
৭. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা
৮.কাউকে শরীয়তে মুহাম্মাদ এর ঊর্ধ্বে বলে মনে করা ও আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
★পাঠ প্রতিক্রিয়া:
—————————-
বইটি পড়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম।বারবার মনে পড়ছিল প্রিয় রাসূলের সেই হাদিস খানা-“যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে সে জান্নাতে যাবে”।অথচ এই ফিতনার যুগে সত্যিকারের সরিষা পরিমাণ ইমান ধরে রাখাও ভীষণ কঠিন।
শেষ কথন :
———————-
বইয়ের প্রচ্ছদ,পেইজ কোয়ালিটি, এবং বাইন্ডিং সবকিছুই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রাহিম
বই:ইমান ভঙ্গের কারণ
লেখক :ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব(র.)
অনুবাদ :শাইখ সুলাইমান ইবনু নাসির আল উলওয়ান
প্রকাশনী:সীরাত পাবলিকেশন
মূল্য :১৭৬ টাকা
★প্ররম্ভিকা:
———————–
যুগে যুগে মহান সত্ত্বার এককত্ব থেকে আামাদেরকে সরিয়ে দিতে ষড়যন্ত্রের অন্ত নেই। কালের পরিক্রমায় কূটকৌশল, উপায়-উপকরন কিংবা রূপরেখা বদলায়।কিন্তু শয়তানের লক্ষ্য স্থীর। আামাদেরকে জাহান্নামে তার সঙ্গী বানানো। তাই নিজেকে তার ফাঁদ থেকে বাঁচাতে হলে জানতে হবে ইমান,শিরক ও আল্লাহর এককত্ব বলতে কী বোঝায়?কিভাবে তা অক্ষুণ্ন রাখা যায় বলনে-করনে-মননে?আলোচ্য বইটিতে ইমান ভঙ্গের ১০টি কারণ দেখানো হয়েছে।
পাঠাপর্যালোচনা ও গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
—————————————————————
একজন বান্দার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী? ঈমান! আবার সেই বান্দা যদি ঈমান হারা হয়ে পড়ে, তবে তার চেয়ে বড় দুর্ভাগা আর কে আছে! মণি-মুক্তা, হীরে-জহরত, মূল্যবান সম্পদ, টাকা-পয়সা কত যত্ন করে আমরা আগলে রাখি, নিরাপত্তার কত সব আয়োজন। কিন্তু ঈমানের সুরক্ষায় আমরা কতটুকু সচেতন হই? সেই মূল্যবান ঈমান আছে কি নেই, নষ্ট হয়ে গেলো কি না, শিরক আর কুফরের ফাঁদে পড়ে কলুষিত হয়ে গেলো কি না, কতটুকু খবর রাখি আমরা? অথচ ঈমানহীনতা আমাদের জন্য নিয়ে আসবে ভয়াবহ দুর্ভোগ, জ্বলতে হবে জাহান্নামের লেলিহান শিখায়। এই বইটি ঈমানের সেই অস্তিত্ব পরীক্ষার মানদণ্ড। এখানে এমন দশটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে, যার কারণে একজন মানুষ ঈমানহারা হয়ে পড়তে পারে। হয়ত সে জানেও না, হয়ত সে একেবারে বেখবর, বুঝতেও পারছে না কখন সে জাহান্নামের পথে হাঁটা ধরেছে। এসব বিষয় জেনে নিয়ে ঈমান রক্ষার শক্ত এক রক্ষাকবচ তৈরি করা তাই প্রতিটি মুসলিমের জন্য অতীব জরুরী।
নিচে ইমান ভঙ্গের কিছু কারণ তুলে ধরা হলো:
——————————————————————
১.আল্লাহর সাথে শিরক বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো
২. মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফরির কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা। ৩.রাসূল-এর আনীত দ্বীন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা। ৪.দ্বীন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা
৫.দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা ৬.কিছু অর্জন কিংবা বর্জনের জন্য যাদু করা (ব্ল্যাক ম্যাজিক), যাদুর উপর সন্তুষ্ট থাকা, মনে প্রাণে যাদুকে পছন্দ করা।
৭. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা
৮.কাউকে শরীয়তে মুহাম্মাদ এর ঊর্ধ্বে বলে মনে করা ও আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।
★পাঠ প্রতিক্রিয়া:
—————————-
বইটি পড়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম।বারবার মনে পড়ছিল প্রিয় রাসূলের সেই হাদিস খানা-“যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে সে জান্নাতে যাবে”।অথচ এই ফিতনার যুগে সত্যিকারের সরিষা পরিমাণ ইমান ধরে রাখাও ভীষণ কঠিন।
শেষ কথন :
———————-
বইয়ের প্রচ্ছদ,পেইজ কোয়ালিটি, এবং বাইন্ডিং সবকিছুই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।
রিভিউ দাতা :
Umme Suraiya