Copyright © 2024 Seanpublication.com
এক দিঘল দিনে নবিজি সা. (পেপারব্যাক)
- লেখক : আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি, মাসুদ শরীফ
- পাবলিকেশন : ওয়াফি পাবলিকেশন
- বিষয় : একুশে বইমেলা ২০২২, সকল প্রকাশক, সিরাহ ও সুন্নাহ
Author : আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি
Translator : মাসুদ শরীফ
Publisher : ওয়াফি পাবলিকেশন
Category : সিরাহ ও সুন্নাহ
৳260 ৳180
You Save TK. 80 (31%)
এক দিঘল দিনে নবিজি সা. (পেপারব্যাক)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for এক দিঘল দিনে নবিজি সা. (পেপারব্যাক)
Add a review Cancel reply
Farzana Ashrafi –
কোন মুসলিমকে যদি হঠাৎ প্রশ্ন করা হয়, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? উত্তরদাতা হয়তো মুহুর্তের জন্য থমকে যেতে পারেন।তবে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাব্য উত্তর হবে ‘নবিজি সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম’।সেই মানুষটি, যাকে আমরা কখনো দেখিনি কিন্তু নি:শ্বাসের মতই মিশে আছেন আমাদের যাপিত প্রতিটি দিনের সাথে ।যাকে অনুসরণের মধ্যেই আমাদের চূড়ান্ত সফলতা।
কেমন লাগবে যদি সেই প্রিয় মানুষটির সাথে পুরো একটি দিন পার করার সুযোগ হয়?
না,কোন টাইম মেশিন বা যাদুমন্ত্রে নয়; আরব জাহানের প্রখ্যাত আলীম এবং দাঈ ড. আবদুল ওয়াহহাব আত-তুরাইরি আমাদের কে প্রিয় রাসূলের সাথে পূর্ণ একটি দিন মন:ভ্রমণের সুযোগ করে দিয়েছেন তাঁর ‘আল ইয়াওমুন-নাবাবি’ বইয়ের পাতায় পাতায় ।যার সফল বাঙলায়ন ‘এক দিঘল দিনে নবিজি (সা.)’, প্রকাশ করেছে ওয়াফি পাবলিকেশন।
‘এক দিঘল দিনে নবিজি সা.’ কোন গতানুগতিক সিরাতগ্রন্থ নয়।এ বইটিতে স্থির ভাবে দৃষ্টি নিবন্ধিত হয়েছে রাসূল সা.-এর দৈনন্দিন জীবনকে ঘিরে। একজন মুসলিম কীভাবে তার প্রাত্যাহিক জীবন নববি সুন্নাতের আলোকে সাজাতে পারেন, নবির মত প্রোডাকটিভ হতে পারেন,সকাল-সন্ধ্যা নবির সাথে কাটাতে পারেন- সেই শিক্ষা নিয়ে বইটি রচিত। রোজনামাচার মত করে নবিজির (সা.) অর্হনিশি-র প্রতিটি মুহুর্তকে নিখুঁতভাবে মলাটদ্ধ করা হয়েছে।নবিজির সারা দিনের প্রতিটি আমল, আযকার, আখলাক ক্রমান্বয়ে সাজানো হয়েছে গল্পের ভাষায়।
নবিজি-র (সা.) জীবন ছিল স্বচ্ছ কাঁচের ঘরের মত।তাঁর ব্যক্তি জীবনে কোন আড়াল ছিলনা।তাঁর জাগরণ, তাঁর নিদ্রা; প্রতিটি সময়-ই কেউ না কেউ তাঁকে দেখেছে। তিনি ছিলেন সবার মনযোগের কেন্দ্রবিন্দুতে।তাঁর যাপিত জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র মুহুর্ত গুলোকেও তাঁর সঙ্গী-সাথীরা অনুক্ষণ সতর্ক দৃষ্টিতে অন্তরে গেঁথে নিয়েছেন।তাঁর ইবাদতের মুহুর্ত গুলো কেমন ছিল?কীভাবে হাটতেন,খেতেন,কথা বলতেন?মুহুর্তের মুচকি হাসি বা মলিন মুখটাও কারো না কারো নজরে পড়েছে। সেই সমস্ত মুহুর্ত গুলোই শায়খ আত-তুরাইরির দক্ষ কলমের আঁচড়ে বাঙময় হয়ে উঠেছে ‘এক দিঘল দিনে নবিজি-র (সা.) প্রতি পাতায়। বইয়ের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ তথ্যসূত্র। পাঠকের জন্য নবি জীবনের বিশুদ্ধ বর্ননায় লেখকের আন্তরিক প্রচেষ্টা বোঝার জন্য এটুকুই যথেষ্ট।
বইটি যারা পড়েছেন সবার অনুভূতি একটা জায়গাতে মিলে যায়।পড়ার সময়টুকুতে মনে হতে থাকে আমি যেন প্রিয় রাসূলের (সা.) ছায়াসঙ্গী! নবিজি-র (সা.)ছায়া হয়ে ঘুরছি তাঁর প্রিয় শহরের অলিতে-গলিতে। কখনো বসে আছি খেঁজুর পাতায় ছাওয়া তাঁর প্রিয় মসজিদের এককোণে। দেখছি নবিজিকে ঘিরে উম্মাহর নক্ষত্রদের আনাগোনা। কখনো তাঁর পর্ণকুটিরে উঁকি দিয়ে সুখী গৃহকোণ দেখে নয়ন জুড়াচ্ছি। কখনো অনুভব করছি নবিজি-র (সা.) স্নেহ সিক্ত শিশু হাসান-হোসাইনের উচ্ছস্বিত কচি মুখ। কখনো চোখ আর্দ্র হচ্ছে উম্মে আয়মানের ধমকির জবাবে স্নেহসিক্ত রাসূলকে (সা.) মুচকি হাসতে দেখে। এটাই রাসূলের জীবনীর ম্যাজিক! যতবার পড়া হয়, নতুন করে অনুভব করতে থাকি সৃষ্টি জগতের রহমতকে।
আমাদের নবিজি-র (সা.) জীবন ছিল কর্ম মুখর। প্রাণচাঞ্চল্যে ভরপুর। একটুখানি সময়ও অকাজে ব্যয় করতেন না। প্রশান্তি আর বরকতে পূর্ণ ছিল তাঁর সরল-সিধা জীবন।
আমাদের জীবনে সেই বরকত আর প্রশান্তির স্পর্শ পেতে নবিজিকে অনুসরণের বিকল্প নেই।
নববি সুন্নাতের আলোকে নিজেদের দৈনন্দিন কর্মসূচীকে সাজাতে হলে অবশ্যই হাতে নিতে হবে ‘এক দিঘল দিনে নবিজি (সা.) ‘।