fbpx
দুআ বিশ্বাসীদের হাতিয়ার (হার্ডকভার)
দুআ বিশ্বাসীদের হাতিয়ার (হার্ডকভার)

দুআ বিশ্বাসীদের হাতিয়ার (হার্ডকভার)

Author : ড. ইয়াসির ক্বাদি
Translator : মাসুদ শরীফ
Category : আমলের সহায়িকা

228

You Save TK. 97 (30%)

দুআ বিশ্বাসীদের হাতিয়ার (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

ড. ইয়াসির ক্বাদি

মাসুদ শরীফ

Reviews (1)

1 review for দুআ বিশ্বাসীদের হাতিয়ার (হার্ডকভার)

  1. Farzana Ashrafi

    দুআ নিয়ে আমাদের মধ্যে বেশ ভ্রান্তি এবং অজ্ঞতা রয়েছে। দুআর গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কেও অনেকেই জানিনা। ফরজ নামাজ শেষে স্বল্পতম সময়ে প্রচলিত গুটি কয়েক মুখস্ত দুআ কোন রকমে পাঠ করাটাই রেওয়াজে পরিণত হয়েছে। নতুন বাড়িতে ওঠা, ব্যবসায় প্রতিষ্ঠান চালু বা মৃত ব্যক্তির জন্য ‘হুযুর’ ডেকে দুআ করিয়ে দেবার মাঝেই দুআর গুরুত্ব সীমাবদ্ধ হয়ে গেছে।
    অথচ আমাদের রাসূল (সা.) শুধু দুআকেই একটা ইবাদত হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম দুআ।

    দুআ নিয়ে সকল অজ্ঞতা এবং ভ্রান্তি নিরসন করে, দুআর গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কে আমাদের সচেতন করার চমৎকার একটা প্রয়াস ড. ইয়াসীর ক্বাদীর ‘Dua: The Weapon of Believers’ বইয়ের অনুবাদ ‘দুআ: বিশ্বাসীদের হাতিয়ার’ নামক বইটি।
    প্রচলিত অন্য সব দুআর বই থেকে ভিন্ন বইটি দুআর কোন সংকলন নয়। দুআর মর্যাদা, নিয়ম এবং কবুলের আদবকেতার প্রামাণ্য গ্রন্থ এটি। দুআর গুরুত্ব, মাহাত্ম, প্রয়োজনীয়তা নিয়ে নানা সময়ে লেখা আলীমদের বইয়ের সারনির্যাসকে নিজের ভাষায় সহজ করে গুছিয়ে লিখেছেন ড. ক্বাদী। ইংরেজি থেকে বইটির অনুবাদ করেছেন মাসুদ শরীফ।

    পাঠকদের বোঝার সুবিধার্তে পুরো বইটাকে বিভিন্ন শিরোনাম, উপ-শিরোনামে ভাগ করে আলোচনা করা হয়েছে।

    প্রথমেই রয়েছে ‘কিছু বুনিয়াদি বিষয়’ শিরোনামে আলোচনা। দুআ কি, ইবাদাত হিসেবে দুআ, দুআর সাথে ঈমাণের সম্পর্ক, আল্লাহ ছাড়া আর কারো কাছে দুআ করা যাবে কিনা ইত্যাদি বিষয়ে বলা হয়েছে।
    দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে ‘দুআর ধরন’ নিয়ে।
    তৃতীয় অধ্যায়ের শিরোনাম ‘দুআর মর্যাদা ও ফায়দা’। এখানে দুআর মর্যাদা, গুরুত্ব, প্রয়োজনীতা নিয়ে আলোচনা করা হয়েছে।
    অন্যসব ইবাদাতের মত দুআর জন্যও রয়েছে কতগুলো অবশ্য পালনীয় শর্ত, যেগুলো পূরন না করলে দুআ কবুল হয় না। এসব নিয়েই তৃতীয় অধ্যায় ‘দুআর কিছু শর্ত’।
    দুআ কবুলের জন্য দুআ করার সময় কিছু কাজ করতে হয়। সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ‘দুআর আদবকেতা’ শিরোনামে চতুর্থ অধ্যায়ে।
    দুআর সাথে বেমানান এবং আল্লাহর অপছন্দনীয় কাজ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ‘দুআর সময় যা করা ঠিক নয়’ শিরোনামে।
    ‘দুআ করার সুবর্ণ সময়’। কিছু বিশেষ সময় আছে যখন দুআ কবুল হয়। হাদীসে বর্ণিত হয়েছে এ সময়গুলোর কথা। সেই সময়গুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা।
    মুমিনের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন তার আল্লাহ তার দুআ কবুল করে নেন। ‘দুআ কবুলের সম্ভাবনাময় পরিস্থতি’-তে এসেছে তারই বর্ণনা।
    কুরআন-সুন্নাহর ভাষ্যে যে বিষয়গুলো দুআ’যেসব বিষয় দুআ কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়’ শিরোনামের আলোচনায়।
    দুআ কবুল না হওয়ার কারণগুলো গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ‘দুআ কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা’ শিরোনামে।
    ‘দুআ কবুলে দেরি হওয়ার কারণ’ শিরোনামে আলোচনা করা হয়েছে যেসব কারণে দুআ কুবল হতে দেরি হয় সে সমস্ত কারণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
    এছাড়াও দুআর কিছু অনুমোদিত বিষয়, উসিলা, দুআর সাথে তাকদীরের সম্পর্ক, দুআর বিবিধ বিষয়াবলি, দুআর মাঝে বিদআত, দুআ সংক্রান্ত কিছু দুর্বল হাদীস প্রভৃতি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে।

    লেখক ড. ইয়াসীর ক্বাদী আমেরিকার সবচে প্রভাবশালী ইসলামিক পন্ডিতদের একজন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সস্পন্ন করেছেন। ধর্মতত্ত্বে পিএইচডি পেয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ‘আল-মাগরিব ইন্সটিটিউট’- এর এ্যাকাডেমিক বিভাগের ডীন হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি টেনেসির ‘রোডস কলেজ’-র ধর্মশিক্ষা বিভাগেরও একজন অধ্যাপক। Riyaa: Hidden Shirk, An Introduction to the Science of the Qu’raan, Ways to Increase Your Earnings from The Quran and Sunnah, An Explanation of Four Principles of Shirk প্রভৃতি তার লেখা কয়েকটি বই।

    অনুবাদক মাসুদ শরীফ তার দক্ষ অনুবাদ শৈলীর কারণে বোদ্ধা পাঠকের প্রশংসা কুড়িয়েছেন।

    ‘দুআ’ নামক হাতিয়ারটি কে সর্বরকম ভাবে ঘষে মেজে কিভাব শানিত, অভ্যর্থ অস্ত্রে পরিণত করতে পারি ‘দুআ: বিশ্বাসীদের হাতিয়ার’ আমাকে সেটাই শিখিয়েছে। ছোট-বড় প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে হাত পাতার যে অসম্ভব প্রশান্তিদায়ক অনুভূতি বাস্তব অভিজ্ঞতা হবার আগ পর্যন্ত সেটা অজানাই ছিল।

    শুধুমাত্র দুআর গুরুত্ব, মাহাত্ম, আদব নিয়ে লেখা বই আগে চোখে পড়েনি। সেদিক থেকেও বইটা অনন্য। সাথে চমৎকার ঝরঝরে অনুবাদ, নির্ভুল বানান, রুচিশীল প্রচ্ছদ এবং পৃষ্ঠাসজ্জা, উন্নত বাঁধাই। সব মিলিয়ে চমৎকার সুখপাঠ্য একটা বই।

    দুআর মত এত চমৎকার একটা ইবাদাতকে আমরা রীতিমত অবহেলাই করি। অথচ একমাত্র দুআই তাকদীরকে পরিবর্তন করতে পারে। এমনই শক্তিশালী অব্যর্থ অস্ত্র দুআ। বান্দা যখন নিজের সমস্ত দুর্বলতা-অক্ষমতা নিয়ে তার মহামহিম রবের কাছে একটু করুণার আশায় হাত উঠায় তিনি তখন সেই হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। দুআ নামক হাতিয়ারকে শানিত করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে ‘দুআ: বিশ্বাসীদের হাতিয়ার’ বইটি।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।