হযরত মাওলানা মুফতী সালমান মানসুরপুরী একজন গুণী আলেম। দারুল উলুম দেওবন্দের উল্লেখযোগ্য ও সম্মানিত শিক্ষাসমাপনকারী। তাঁর ফিকহের রুচিবোধ এ-কিতাব থেকেই পাঠক জানতে পারবেন।
.
এ অধম প্রায় পুরো কিতাবই পরিপূর্ণ দেখেছি। কিছু কিছু জায়গায় পরামর্শ দিয়েছি, যা তিনি খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সংযোজন করেছেন।
এ কিতাবের প্রতিটি মাসআলা উদ্ধৃতিসহ দালিলিক লেখা হয়েছে, অধিকাংশ মাসআলাকে দালিলিক করার জন্য ফিকহ ও হাদীসের কিতাব থেকে আরবী পাঠ উল্লেখ করে দেওয়া হয়েছে। এর অধিকাংশ মাসআলাই নেদায়ে শাহী পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়েছে। সাধারণ ও বিশিষ্টজন খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন।
.
কিতাবুত তাহারাত আগে পৃথক ছাপা হয়েছিল। পরে সংযোজন-বিয়োজন করে এর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এখন এই কিতাব কিতাবুত তাহারাত থেকে কিতাবুল জানায়েয পর্যন্ত মোটা ভলিয়মে পূর্ণাঙ্গরূপে প্রকাশ পাচ্ছে।
ইনশাআল্লাহ এ কিতাবের মাধ্যমে সর্বস্তরের মানুষ শরঈ মাসায়েলের উল্লেখযোগ্য দিক-নির্দেশনা পাবে। বিশেষত আধুনিক মাসআলাগুলো সহজ করে দালিলিক আন্দাজে লেখা হয়েছে। আল্লাহ তাআলা লেখকের এই প্রচেষ্টা গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে ধন্য করুন, আখেরাতের প্রতিদান ও সওয়াবের মাধ্যম করুন। আমীন।
Copyright © 2024 Seanpublication.com
Din Muhammad Sheikh –
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ছোটো থেকে বড়ো — জীবনের প্রতিটি সমস্যায়ই রয়েছে ইসলামের সমাধান। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম দিয়েছে তার নিজস্ব বিধিবিধান। তবে দুঃখের বিষয়, হরেকরকম বইয়ে আমাদের বুকশেলফ ভরে গেলেও, দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিধিবিধান জানতে পারার মতো বইপুস্তকের বড়োই স্বল্পতা। কেবল আমরা নই, প্রকাশনীগুলোও এ ধাঁচের বইয়ের দিকে খুব একটা ঝোঁকে না। তাই দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিধিবিধান সংবলিত বাংলা ভাষায় মাসয়ালা-মাসায়েলের কিতাবের প্রয়োজন ছিল অবর্ণনীয়।
এ শূন্যস্থান পূরণের মহৎ লক্ষ্যে এক সাহসী সিদ্ধান্ত নেয় রাহনুমা প্রকাশনী। তারা প্রকাশ করে মুফতি সালমান মানসুরপুরী (হাফি:) এর ‘কিতাবুল মাসায়েল’-এর বঙ্গানুবাদ ‘দৈনন্দিন জীবনে ইসলামের বিধান’। যদিও মূল কিতাবের পূর্ণাঙ্গ অনুবাদ ৩ খণ্ডে সম্ভব হয়নি। বাকি খণ্ডগুলোও হয়তো রাহনুমা শীঘ্রই উপহার দিবে আমাদেরকে।
▪️ সংক্ষেপে জেনে নিই বইটি সম্পর্কে :
• বই : কিতাবুল মাসায়েল (৩ খণ্ড)
• অনূদিত নাম : দৈনন্দিন জীবনে ইসলামের বিধান
• সংকলক : মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী (হাফি:)
• অনুবাদ : মাওলানা মুহাম্মাদ নাঈম (হাফি:)
• প্রকাশনা : রাহনুমা প্রকাশনী
• প্রকাশকাল : ডিসেম্বর, ২০২০
• পৃষ্ঠাসংখ্যা : ১৬৪৮ (৩ খণ্ড মিলিয়ে)
• প্রচ্ছদমূল্য : ২৪০০৳ (৩ খণ্ড মিলিয়ে)
▪️ যা যা থাকছে বইটিতে :
কেবল সূচিপত্রে চোখ বোলালেই বোঝা যায় যে, কীভাবে এবং কী কী দিয়ে সাজানো হয়েছে এ মূল্যবান বইটি। চলুন দেখি, কোন খণ্ডে কী আছে।
• প্রথম খণ্ড :
প্রথম খণ্ডের শুরুর দিকে চমৎকার একটি ভূমিকা সংযুক্ত হয়েছে, যা পড়লে পাঠক ফিকহের সংজ্ঞা, এর হুকুম ও জরুরত এবং মর্যাদা জানতে পারবে অতি সহজেই।
এ খণ্ডের মূল অংশে আছে তাহারাত, নাজাসাত এবং সালাত সংক্রান্ত বিস্তারিত আলোচনা।
পানির বিস্তারিত হুকুম-আহকাম, বিভিন্ন প্রকার পানির বর্ণনা, বিভিন্ন প্রাণী পানিতে পড়লে তার হুকুম এবং এ সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, নানান প্রকার নাজাসাত থেকে আমরা কীভাবে পবিত্রতা অর্জনের উপায়, ওযু সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপস্থাপনা – ওযুর ফজিলত, ওযুর ফরয, ওযু করার ত্বরীকা, ওযু ভঙ্গের কারণসহ তৎসংশ্লিষ্ট অসংখ্য মাসয়ালা-মাসায়েল, গোসল সম্পর্কিত বিস্তারিত আলোচনা – গোসলের ফজিলত, গোসল ফরজ হওয়ার কারণ, গোসলের ত্বরীকা এবং আরো অনেক কিছুই আছে এ খণ্ডে। এছাড়াও আছে তায়াম্মুম সংক্রান্ত বিধিবিধান, হায়েজ-নেফাস সম্পর্কে অতি জরুরি আলোচনা সবিস্তারে।
এ খণ্ডের শেষাংশে আছে নামাজ সম্পর্কিত আলোচনা। নামাজের গুরুত্ব, নামাজ কবুল হওয়ার শর্ত, নামাজের ওয়াক্তসমূহ, আযান-ইকামাতের পরিচয়, তার শর্ত ও পদ্ধতি, নামাজের শর্ত, নামাজের ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ও মাকরূহ কাজ, জামাআত, জুমুআ ও ঈদের নামাজের বিভিন্ন মাসয়ালা-মাসায়েলও বিবৃত হয়েছে এ খণ্ডে।
• দ্বিতীয় খণ্ড :
প্রথম খণ্ডে নামাজের সম্পূর্ণ আলোচনা আসেনি। তাই দ্বিতীয় খণ্ডের অনেকটা অংশ জুড়ে থাকছে নামাজ সম্পর্কিত মাসয়ালা-মাসায়েল। সুন্নত, নফল, তারাবীহ নামাজের গুরুত্ব এবং তৎসংশ্লিষ্ট মাসায়েল, মুসাফির ও অসুস্থ ব্যক্তির নামজের বিধান ও পদ্ধতি, দাফন-কাফন ও জানাযা নামাজ ও শহীদদের হুকুম-আহকাম সংক্রান্ত বিস্তৃত আলোচনাও আছে এ খণ্ডে।
এরপর আছে রোযা সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা – রোযার গুরুত্ব, রোযা ভেঙে যাওয়ার এবং মাকরূহ হওয়ার কারণ ও তৎসংশ্লিষ্ট বৃহৎ-বিস্তৃত বর্ণনা, ইতিকাফ, যাকাত, সদকায়ে ফিতর এবং কুরবানি ও আকীকার মাসয়ালা-মাসায়েল।
• তৃতীয় খণ্ড :
এ খণ্ডটি শুরু হয়েছে হজ্জ ও ওমরার মাসয়ালা-মাসায়েল নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে। আরও থাকছে হজ্জের ইতিহাস ও গুরুত্ব, হজ্জ ফরজ হওয়ার শর্ত, হজ্জ ও ওমরার রোকন, মীকাত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের মাসায়েল। এরপর লেখক তুলে ধরেছেন ইহরাম ও তালবিয়া সংক্রান্ত বিভিন্ন হুকুম-আহকাম, ইহরাম অবস্থায় কী কী কাজ করা যায় না এবং তা করে ফেললে কীভাবে কাফফারা আদায় করতে হয় ইত্যাদি।
বায়তুল্লাহর তাওয়াফ সংক্রান্ত মাসায়েল, সাফা-মারওয়ায় সাঈ, মিনা, আরাফা, মুযদালিফায় অবস্থান করার হুকুম-আহকাম সংক্রান্ত বিস্তারিত আলোচনা, জামরায় কঙ্কর নিক্ষেপ, হজ্জের কুরবানি, মাথা মুণ্ডন, বিদায়ী তাওয়াফ, বদলী হজ্জ, হজ্জ ছুটে গেলে কী করণীয় – এ সংক্রান্ত মাসায়েল উল্লেখ করার পর নারীদের হজ্জ-ওমরায় গমণ সংক্রান্ত মাসায়েল, ওমরার পরিচয় এবং এ সংশ্লিষ্ট মাসায়েল বর্ণিত হয়েছে বিস্তারিতভাবে। হজ্জে গেলে আপনি কী করবেন, কীভাবে হজ্জ আদায় করবেন, হজ্জ-সফরের দোয়া ও যিকির-আযকার, রওযা মুবারক যিয়ারত করার হুকুম-আহকাম এবং সবশেষে থাকবে দরূদ পাঠের ফজিলত ও কিছু গুরুত্বপূর্ণ দরূদ।
▪️ বইটির প্রশংসনীয় দিক :
বইটির কিছু অনন্য বৈশিষ্টের অধিকারী। মোটাদাগে প্রশংসনীয় কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ :
• জীবনঘনিষ্ঠ জরুরি মাসায়েলের বর্ণনা।
• আধুনিক যুগে নবউদ্ভাবিত বিভিন্ন বিষয়ে ইসলামি বিধিবিধানের বর্ণনা।
• সরল উপস্থাপনা, যা সর্বসাধারণের বোধগম্য হওয়ার অধিক নিকটবর্তী।
• কুরআন-হাদিসের দলিলসহ মাসয়ালা উল্লেখকরণ।
• বিখ্যাত ও গুরুত্বপূর্ণ কিতাবাদির সূত্র যুক্তকরণ।
• পূর্ববর্তী ইমামদের কিতাব থেকে সরাসরি ইবারত উল্লেখকরণ।
• বিজ্ঞ আলেমগণ কর্তৃক সত্যায়ন।
• সাবলীল ও সুখপাঠ্য অনুবাদ।
• উন্নত বাইন্ডিং ও পৃষ্ঠা।
▪️ বইটির প্রয়োজনীয়তা :
বইটি আওয়ামদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় হলেও, আলেমদের জন্যও এর প্রয়োজনীয়তা কোনো অংশে কম নয়। বইটি থেকে আমাদের মতো সাধারণ জনগণ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল জানতে পারবে খুব সহজেই। সাধারণের জন্য এটি একটি অত্যন্ত দামি গাইডবুক। আলেমরাও বিশেষভাবে উপকৃত হতে পারবে — পূর্ববর্তী অনেক গুরুত্বপূর্ণ কিতাবের রেফারেন্স পাবে এক মলাটেই। ত্বালিবে ইলমদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বই এটি। তাদের দরসি কিতাব বুঝতে বেশ সহায়তা করবে এ বইটি। ইংশা আল্লাহ।
▪️ লেখকপরিচিতি :
গুরুত্বপূর্ণ এ কিতাবটির সংকলক মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী (হাফি:)। মাওলানা হোসাইন আহমাদ মাদানী (রহি:) এর নাতী। ভারতের বাসিন্দা হলেও তাঁর যশ-খ্যাতি এ উপমহাদেশের সর্বত্রই। বাংলাদেশেও ইলম চর্চাকারীদের কাছে সুপরিচিত এক নাম ‘মুফতি সালমান মানসুরপুরী’। বর্তমানে তিনি জামেয়া কাসেমিয়া শাহি মুরাদাবাদে ফিকহ ও হাদিস শাস্ত্রের খেদমতে শ্রম দিচ্ছেন। হাফিযাহুল্লাহ।
কামরুননাহার মীম –
নানাজনের নানা মতের বিভ্রান্তির নিরসনে সাধারণ মানুষ এই দ্বারে যায় একবার, সেই দ্বারে যায় আরেকবার। তবুও দ্বিধা-দ্বন্দে থাকা এই মন হাতড়ে বেড়ায় সঠিক পথ-পদ্ধতি কে। দৈনন্দিন জীবনে মুসলিম হাজারো সমস্যার মুখোমুখি হয় কিংবা কৌতুহলী হয়ে জানতে চায় কোন মাসায়েল টা আমার মানা উচিত। আজ মুসলমানদের কাছে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। থাকলে সাহাবীদের মতন আমরাও বোধহয় এই সেই প্রশ্ন করে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি কে জ্বালাতন করতাম আর জ্ঞানের তৃষ্ণা মেটাতাম। এত শত প্রশ্ন, প্রচলিত মাসায়েল ইত্যাদি নিয়ে দ্বিধাগ্রস্ত হৃদয়ের কৌতুহলের অবসান ঘটাতে ইসলামের নানা জানা-অজানা বিধান নিয়ে রাহনুমা প্রকাশনীর “কিতাবুল মাসায়েল” নামক বইটি নিয়ে।
তিনখন্ডে সমাপ্ত বইটি রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লজ্জা আর অজ্ঞতার অন্ধকার বেড়াজালের ভিতরে থেকে ইবাদত যেন শূন্যের কোঠায় না থাকে তার খেয়াল ও তো রাখা জরুরী। বইটির প্রথম খন্ডটি পবিত্রতা সম্পর্কিত। প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই পবিত্রতা অর্জন আবশ্যক। অপবিত্রতার মাঝে থেকে ইবাদতের গ্রহণযোগ্যতা যেন হুমকীর মুখে না পড়ে। তাছাড়া নামাজের বিভিন্ন ফরজ, সুন্নত বিষয়ক আলোচনাও বইটির প্রথম খন্ডটিতে স্থান পেয়েছে।
বইটির দ্বিতীয় খন্ড জুড়ে বিভিন্ন সুন্নত, নফল নামাযের বিধান, যাকাত, আকীকা, ইতেকাফ সংক্রান্ত মাসায়েল রয়েছে। কোন নামাজ ছুটে গেলে তার কিরকম মাসায়েল; পূনরায় পড়তে হবে নাকি হবেনা, নামাযের মাঝের দুই রাকাআতের বৈঠকে হঠাৎ সালাম ফিরালে কি হবে, চাশতের নামায, ইশরাক নামায এগুলার নির্দিষ্ট সময়সীমা কতটুকু, সফরে নামায কতটুকু পড়তে হবে, অসুস্থতার কোন পর্যায়ে বসে পড়তে পারবে– এসব প্রশ্ন অনেকের মাথায়ই ঘুরপাক খায় কয়েকশো বার। কিন্তু মাসায়েল জানা হয়না কিংবা জানার নির্ভরযোগ্য উৎস পাওয়া দূর্লভ হয়ে পড়ে। ইবাদত সংক্রান্ত সেসকল বিষয় খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন লেখক এই খন্ডে।
বইয়ের তৃতীয় খন্ড জুড়ে গুরুত্বপূর্ণ ইবাদত হজ্বের নানা মাসায়েল সম্পর্কে চমৎকার বর্ণনা রয়েছে। তাছাড়া উমরাহ’র রুকনও আলোচনা করেছেন। ইহরাম, তালবিয়া, সুগন্ধি ব্যবহার, চুল কাটা, চেহারা ঢাকা, শিকার করা, কুরবানী, মাথা মুন্ডানো, পাথর নিক্ষেপ, কুরবানি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং অভ্যন্তরীণ বিষয়ের খোলাসা ও দূর করেছেন লেখক এই বইয়ের মাধ্যমে।
সমাজের নানা শ্রেণির মুসলিমদের জিজ্ঞাসু হৃদয়ের সহজ আর নির্ভরযোগ্য সমাধান দিতে বইটি সহায়ক হবে বলে আশা রাখছি। রাহনুমা প্রকাশনীর অন্যান্য বইগুলোর মতন একটা মাস্টারপিস বই পেতে যাচ্ছি বলেই মনে করি। বইয়ের সুন্দর প্রচ্ছদ পাঠকের কাছে এর আকর্ষণীয়তা বৃদ্ধি করবে। সহজ বোধগম্য অনুবাদ, নির্ভরযোগ্য তথ্যে ভরপুর থাকায় পাঠকের মনে সন্দেহ থাকবেনা। বইটি সংগ্রহে রাখার তীব্র ইচ্ছে পোষণ করছি। আপনারাও সংগ্রহ করে রাখুন, কারণ প্রতিটি ঘরেই এই মাসায়েল সংক্রান্ত সমস্যার দূরীকরণ আজ জরুরি হয়ে পড়েছে।
একটা অনুরোধ রইলো অন্তত বইয়ের সূচিপত্রে এক নজর চোখ বুলাবেন।
বই সম্পর্কে কিছু তথ্যঃ
মূল বইয়ের নামঃ কিতাবুল মাসায়েল
লেখকঃ মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী
অনুবাদ বইয়ের নামঃ দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড
অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ নাঈম
প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী
প্রচ্ছদ মূল্যঃ ৮০০+৮০০+৮০০=২৪০০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ৫৪৪+৫৪৪+৫৫২=১৬৪০+
প্রচ্ছদঃ মুহাম্মাদ মাহমুদুল ইসলাম
প্রকাশকালঃ ডিসেম্বর ২০২০
নাফিসা ইয়াসমিন –
বিশ্বায়নের এই আধুনিক যুগে তথ্য ও প্রযুক্তির ক্রমবিকাশ মানুষকে যান্ত্রিক করে তুলেছে।
মানুষ বিস্মৃত হয়েছে তার আপন স্রষ্টা সম্পর্কে এবং তার নিজের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সে উদাসীন। কালের পরিক্রমা আমাদের জীবন কাঠামোকে বিলাসিতায় ডুবিয়ে দিলেও শেখাতে ব্যর্থ হয়েছে জীবন পরিচালনার প্রকৃত উদ্দেশ্য।
একটা সময় ছিল মুসলিম জাতি ছিল সকলের উর্দ্ধে কারণ তখন তারা আল্লাহর বিধান আল-কুরআন এবং প্রিয় নবীজির আহকামকে আঁকড়ে রেখেছিলো।
আমরা আল্লাহর পথ ছেড়ে ভুল পথে সুখ হাঁতড়ে বেড়ায়, দুনিয়াবী স্বার্থের দিকে ঝুঁকে পড়ি তখন পদে পদে লাঞ্ছনা আমাদের সঙ্গী হয়। আমরা নিঃস্ব হয়ে পড়ি ধীরে ধীরে। পৃথিবীর বুকে একসময় রাজত্ব করা মুসলিমরা আজ সবথেকে অপদস্থ ।
আধুনিকতার দাপটে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে যেমন সঠিক নৈতিকতাবোধ, মানবিকতা তেমনি আমরা বিচ্যুত হয়েছি মহান রাব্বুল আলামীন কোন উদ্দেশ্যে আদম সন্তানকে পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী-রাসূলেকে পৃথিবীতে পাঠানোর তাৎপর্য সম্পর্কে। সঠিক জ্ঞানের অভাবে হারিয়ে ফেলেছি ইসলামিক জীবনযাত্রার সুফলতা,জীবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মহামহিম রবের নির্দেশ, দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান প্রভৃতি।
রবের গোলামির পরিবর্তে আমরা লিপ্ত হয়েছি বিজাতীয় অনুসরনে, কুফরির দাসত্বে।
মুসলিম জাতিকে কুফরি এবং বিদআতের হাত থেকে রক্ষা করার জন্য ইসলামী হুকুম আহকামের ব্যাপকতার প্রয়োজন যার মাধ্যমে মানুষ জানতে পারে জীবনের প্রতিটা পদক্ষেপে রবের নির্দেশ কিরূপ এবং প্রিয় নবীজির সুন্নাহর অনুসরণ জীবনযাত্রায় ইসলামের আভা ছড়িয়ে দেয়।
ইসলামি জ্ঞানের আলো ছড়াতে বই-পুস্তকের বিকল্প কিছু নেই। ইসলামিক চিন্তাবিদ, গবেষক দাই ও লেখকেরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন কিভাবে তৌহিদের পরশ ছড়িয়ে দিতে পারেন মানব মনের অলিগলিতে।
বর্তমান সময়ে বাংলা ভাষায় ইসলামের অন্যান্য বিষয়ে অসংখ্য কিতাব রচিত হলেও সাধারণ মুসলিম জন্য সহজে বোধগম্য একটি মাসায়েল সম্পর্কিত কিতাবের নিদারুণ অভাব ছিল দীর্ঘদিন যাবৎ যার মাধ্যমে একজন সাধারণ মুসলিম ইসলামের বিধিবিধান অর্থাৎ মাসআলা সহজে উপলব্ধি করতে পারে।
এই উদ্দেশ্যে আমাদের মত সাধারণ মুসলিমদের অভাব পূরণ করতে আমাদের সুপরিচিত রাহনুমা প্রকাশনি অতি সম্প্রতি প্রকাশ করতে চলেছে
“দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড” ।
লেখক পরিচিতি
———————–
“দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড” বইটির লেখক শ্রদ্ধেয় আলেম মুফতি সালমান মানসুরপুরী হাফিযাহুল্লাহ, যিনি দ্বিনী মহলে একজন সুপরিচিত ব্যাক্তিত্ব। তিনি ভারতের সুপ্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদের ফিকহ ও হাদীসের উস্তায।
তাঁর লেখা অসংখ্য কিতাবের মধ্যে ‘কিতাবুল মাসায়েল’ অন্যতম যা মুসলিম উম্মাহর জ্ঞানের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ।
“দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল) ১-৩ খন্ড” বইটির বাংলা ভাষায় অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ নাঈম।
বইয়ের আলোচিত বিষয়
———————————–
📚প্রথম খন্ড
প্রথম খন্ডের দুটি অংশে আলোচনা রয়েছে।
⚫️প্রথম খন্ডের প্রথম অংশ শুরু হয়েছে তাহারাত বা পবিত্রতা দিয়ে। ইসলামি শরীয়াতের দৃষ্টিতে পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্ন গুরুত্ব অপরিসীম।
সূরা বাকারায় ২২২ নং আয়াতে স্বয়ং রাব্বুল আলামীন ঘোষণা দিয়েছেন “নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদের এবং ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।” সুতরাং পবিত্রতা সম্পর্কিত মাসআলা-মাসায়েল জানা আমাদের জন্য কর্তব্য।
পবিত্রতার প্রকার, বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা এবং তাৎপর্য প্রভৃতি আলোচনা করা হয়েছে নিঁখুতভাবে। দলিলসহ আহকামে তাহরাত এবং নাজাসাত ও তাহরাত পবিত্রতার বর্ণনা, পবিত্র হওয়ার সমস্ত উপায় দলিলসহকারে বর্ণনা করা হয়েছে।
⚫️দ্বিতীয় অংশে দলিল সহকারে নামায সংক্রান্ত মাসআলা-মাসায়েল, নামাযের আদব ও মুস্তাহাব, সুন্নত তরীকা, নামায ভঙ্গের কারণসমূহ, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আলোচনায়।
নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও অন্তর্ভুক্ত হয়েছে নামাযের সময়, আযান ও ইকামতের মাসায়েল, নামাযের শর্ত
সতরের আহকাম, ইস্তেকবালে কেবলা-কেবলামুখী হওয়া, নিয়ত সংক্রান্ত মাসায়েল,নামাযের ওয়াজিবসমূহ, কাযা নামাজের বর্ণনা, সাহু সেজদার মাসায়েল, নামাযের আদব ও মুস্তাহাব, সুন্নত তরীকা, নামায ভঙ্গের কারণসমূহ, কাতার সংক্রান্ত মাসায়েল বিতির সংক্রান্ত মাসায়েল, জুমা সংক্রান্ত মাসায়েল।
📚দ্বিতীয় খন্ডঃ
বইটির দ্বিতীয় খন্ডে পাঁচটি অংশে বিভক্ত।
⚫️প্রথম অংশে রয়েছে নামাযের বাকি যেমন অংশ সুন্নাত ও নফল সংক্রান্ত মাসায়েল ,তারাবীহ সংক্রান্ত মাসায়েল, মুসাফিরের নামায, অসুস্থ ব্যাক্তির নামায প্রভৃতি।
⚫️দ্বিতীয় অংশ : জানাযা, দাফন, কাফনঃ
যেমন, জানাযার বর্ণনা, কাফন-দাফন ও জানাযার নামায সংক্রান্ত নির্বাচিত মাসায়েল, কাফন সংক্রান্ত মাসায়েল, দুর্ঘটনার মৃত্যু সংক্রান্ত মাসায়েল, জানাযা বহন করা সংক্রান্ত মাসায়েল এবং দাফন সংক্রান্ত মাসায়েল। এছাড়াও উল্লেখিত হয়েছে শহীদের বর্ণনা এবং শহীদের আহকাম
⚫️তৃতীয় অংশে আলোচিত হয়েছে রোযা ও ইতিকাফঃরোযার বর্ণনা, রোযা সংক্রান্ত নির্বাচিত মাসায়েল, যেসব কারণে রোজা ভাঙ্গে না, যেসব কারণে রোজা ভেঙ্গে যায়, রোযা অবস্থায় যেসব কাজ মাকরুহ, যেসব কারণে রোযা ভেঙ্গে ফেলা যায় , ইত্তেকাফের বর্ণনা প্রভৃতি।
⚫️চতুর্থ অংশে রয়েছে যাকাত ও সদকা বিষয়ক মাসআলা যেমধযেমন যাকাতের বর্ণনা এবং জীব-জন্তুর যাকাত, জমির ফসলের যাকাত, যাকাতের খাত প্রভৃতি। এছাড়াও রয়েছে সদকায়ে ফিতিরের বর্ণনা
⚫️পঞ্চম অংশ:কুরবানি ও আকীকাঃ পঞ্চম অংশে রয়েছে কুরবানি বিষয়ক নির্বাচিত মাসায়েল, কুরবানির মাসায়েল, কুরবানির পশু সংক্রান্ত মাসায়েল, ত্রুটি যুক্ত পশু সংক্রান্ত মাসায়েল, কুরবানির গোশত ও চামড়া সংক্রান্ত মাসায়েল প্রভৃতি।
📚তৃতীয় খন্ডঃ তৃতীয় খন্ড দুটি অংশে বিভক্ত।
⚫️প্রথম অংশে আলোচিত হয়েছে হজ ও ওমরাহঃ যেমন, হজ ও ওমরাহমীকাত বিষয়ক মাসায়েল, হজ ও ওমরার রোকন, ইহরামের বর্ণনা, তালবিয়া সংক্রান্ত হুকুম আহকাম, স্ত্রীর সঙ্গে নির্জন সাক্ষাৎ সংক্রান্ত মাসায়েল, সুগন্ধি মাখা সংক্রান্ত মাসায়েল,
বাইতুল্লাহর তাওয়াফ সংক্রান্ত মাসায়েল,
যমযমের পানি, সাফা-মারওয়ায়ের সাঈ, ওমরা সংক্রান্ত নির্বাচিত মাসায়েল, হাদীসে বর্ণিত হজের সফরের কিছু দোয়া, রওযা শরীফের যিয়ারত এবং
নারীদের হজ ও ওমরার আহকাম।
⚫️দ্বিতীয় অধ্যায় জুড়ে বিশদ আলোচনা রয়েছে দুরুদ শরীফঃদুরুদ শরীফের ফযিলত ও নির্বাচিত কিছু দুরুদ।
বইটির বিশেষত্ব ও গুরুত্ব
————————————
বাংলা ভাষায় মাসায়েল সম্পর্কিত বইয়ের যে অভাব ছিলো, রাহনুমা প্রকাশনি সেই অভাব পূরণ করেছে।
এতে ইসলামের চারটি রোকন তথা নামাজ, রোজা, হজ, যাকাত এর পাশাপাশি তাহারাত, সদকায়ে ফিতর, কুরবানি, আকীকা ও দুরুদ শরীফ নিয়ে দলীলসহকারে বিশদে আলোচনা করেছেন শ্রদ্ধেয় লেখক।
আশা করা যায় বইটি থেকে সকলে দারুণভাবে। উপকৃত হবে।
শর্ট পিডিএফটির সহজ সরল লেখা, সাবলিল অনুবাদ হৃদয় কাড়ে। আশা রাখা যায় বইটির শব্দশৈলি ও ভাষার বিন্যাস এবং প্রাঞ্জতা পাঠককে পড়তে অনুপ্রাণিত করবে ইন শা আল্লাহ।
শেষ কথা
—————
ইসলাম কোন আচার অনুষ্ঠান সম্পর্কিত ধর্ম নয়, স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশিত জীবন বিধান তথা “লাইফ-কোড”।
তাই, একজন মুসলিম হিসাবে আমাদের ইসলামের সকল বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখা ফরয। এবং রবের নির্দেশ ও প্রিয় নবীজির (সাঃ) সুন্নাহ অনুযায়ী ইসলামিক শারীয়াত জীবন-যাপন করতে হলে দৈনন্দিন জীবনে ইসলামের বিধান জানতে হবে।
তবেই সফলতা দুনিয়া ও আখেরাতের।
“কিতাবুল মাসায়েল” অর্থাৎ “দৈনন্দিন জীবনে ইসলামের বিধান” বইটি সকল স্তরের মুমিনদের জন্য অপরিহার্য।
📚বই-পরিচিতি
———————
মূল বইয়ের নাম:- কিতাবুল মাসায়েল
লেখক:- মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী
অনুবাদ বইয়ের নাম:- দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (জরুরি মাসআলা-মাসায়েল)১-৩ খন্ড
অনুবাদক: মাওলানা মুহাম্মাদ নাঈম
প্রকাশনী: রাহনুমা প্রকাশনী
প্রচ্ছদ মূল্য:৮০০+৮০০+৮০০=২৪০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৫৪৪+৫৪৪+৫৫২=১৬৪০+
প্রচ্ছদ: মুহাম্মাদ মাহমুদুল ইসলাম
প্রকাশকাল: ডিসেম্বর ২০২০