হতে হতে ৪০০ বছরের উপর হয়ে গেল রাজধানী হিসেবে ঢাকার বয়স। কিন্তু এই ঢাকাকে আমরা কতটুকু জানি। ঢাকার অলিতে গলিতে লুকিয়ে আছে কতশত ইতিহাস। অথচ বাংলাদেশের কেন্দ্রবিন্দু এই শহরটাকে আমরা খুব মানুষই ভালোভাবে জানি।
ঢাকা মধ্যযুগের প্রাচ্যের সমৃদ্ধ শহরগুলোর একটি। খ্রিস্টীয় সপ্তম শতকের কাছাকাছি সময়েও ঢাকার বিশেষ একটি এলাকার বাণিজ্যিক গুরুত্ব ছিল। এই ঐতিহাসিক ঢাকা সম্পর্কে জানার আগ্রহ যাদের প্রবল তাদের জন্য ‘ঢাকা অভিধান’ গ্রন্থটি হবে অনন্য। ঢাকা বিষয়ক এটিই প্রথম ও একমাত্র অভিধান। ঢাকা নগরীর গোড়াপত্তনের ইতিবৃত্তসহ ইতিহাস-ঐতিহ্য, পুরাকীর্তি, কৃষ্টি-সংস্কৃতি, চিত্রকলা, পরিবেশ, খাল-নদী, জলাশয়, খাদ্য, বিনোদন, যাত্রা, নাটক, চলচ্চিত্র, শিক্ষা, ভাষা-সাহিত্য, পত্রিকাসাময়িকী, ধর্ম, লোককাহিনি, ব্যক্তিত্ব, গবেষণাকর্ম, স্থাপনা, যোগাযোগ-যাতায়াত, বিজ্ঞান-প্রযুক্তির প্রয়োগ, সমাজ-রাজনীতি, ভাষা আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে আড়াই সহস্রাধিক বিষয়ের ভুক্তিবিন্যাসে সমৃদ্ধ এ আকর গ্রন্থটি। এই গ্রন্থটিতে ক্ষেত্রবিশেষ দুষ্প্রাপ্য গ্রন্থ-সাময়িকীর উদ্ধৃতি বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তুর গভীর পর্যালোচনাও সন্নিবেশিতে হয়েছে, যা জাতীয় ইতিহাসের ক্ষেত্রে অশেষ গুরুত্বসম্পন্ন। এককথায় ঢাকা সংশ্লিষ্ট যাবতীয় খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে এ অমূল্য গ্রন্থটিতে।
Reviews
There are no reviews yet.