ডার্ক ডকট্রিন
- লেখক : আবু সুফিয়ান
- প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
- বিষয় : অনুসন্ধানী মূলক প্রতিবেদন
- ISBN : 978-984-3921-25-3
- পৃষ্ঠা : 176
- কভার : পেপারব্যাক
- সংস্করণ : 1st
৳340.00 Original price was: ৳340.00.৳255.00Current price is: ৳255.00.
আপনি সাশ্রয় করছেন 85 টাকা। (25%)
ডার্ক ডকট্রিন : বাংলাদেশে জ*ঙ্গি-নাটকের নেপথ্যে
ডার্ক ডকট্রিন বইটি কোনো রূপকথার গল্প নয়। এটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার জমানার এক নির্মম সত্যের দলিল। একটি রাষ্ট্র কীভাবে তার নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, কীভাবে তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের’ নামে জনগণকে নিরাপত্তাহীন করে তোলে, আর কীভাবেই বা ‘অপরাধী’ বানানোর নীলনকশায় গড়ে তোলে ভয়ের সংস্কৃতি—বইটিতে রয়েছে তার বিশদ বর্ণনা।
আমি বিশ্বাস করি, এই বই বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। পাঠকদের প্রতি আমার অনুরোধ, বইটি পড়ার সময় নিজ নিজ বিচার ও মানবিক বোধ এবং প্রশ্ন করার মনোভাবকে জাগ্রত রাখুন। কারণ, এই বইয়ের মূল উদ্দেশ্য হলো প্রশ্ন তোলা—আপনি যেটি সত্য ভাবছেন, সেটি আদৌ সত্য কি না। আমরা যারা রাষ্ট্রের অপতৎপরতার মুখোমুখি দাঁড়াতে চাই, তাদের জন্য সত্য জানা শুধু অধিকার নয়—দায়িত্বও। এই বই সেই দায়িত্ব পালনের এক ক্ষুদ্র প্রয়াস।- আবু সুফিয়ান
রিলেটেড বই
উসমান ইবনু আফফান
আপনি সাশ্রয় করছেন 195 টাকা। (25%)
আবু বাকর আস-সিদ্দীক
আপনি সাশ্রয় করছেন 206.25 টাকা। (25%)
সভ্যতার সংকট
আপনি সাশ্রয় করছেন 87.5 টাকা। (25%)
সকাল-সন্ধ্যা এবং নিরাপত্তা লাভের দুআ
আপনি সাশ্রয় করছেন 42.5 টাকা। (25%)
নট ফর সেল
আপনি সাশ্রয় করছেন 45 টাকা। (25%)
মাযহাব
আপনি সাশ্রয় করছেন 112.5 টাকা। (25%)
এক
আপনি সাশ্রয় করছেন 98.75 টাকা। (25%)











sulyman –
আসলে আমি কখনো জানতাম না যে রাজনীতিতে এতো প্যাচ আছে আর আমাদের দেশ এবং বিভিন্ন দেশের রাজনীতির পিছনে এরকম বাস্তব ঘটনা থাকতে পারে। আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান স্যারের লেখা ডার্ক ডকট্রিন বই পড়ে আমি অনেক গভির কাহিনি বুঝতে পেরেছি।
jkmasud44 –
ডার্ক ডকট্রিন এর মতো বই এই মূহুর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক দরকার ছিলো।
তা আমাদের আবু সুফিয়ান ভাই সিয়ানের মাধ্যমে আমাদেরকে উপহার দেয়।
বইটি এবার আন্তজার্তিক বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে।
বিগত জাহিলিয়াতে অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার আমলে সাজানো জঙ্গি নাটক বইটিতে উঠে আসছে।
বিগত জালেম সরকার যেভাবে মানুষকে সাজা দিত।
তিনিই মূলত ইসলাম বিদ্বেষের বীজ বোনে।
আল্লাহ তাআলা সিয়ানকে কবুল করুক।
আমিন
Sazzad H Limon –
ডার্ক ডক্ট্রিন।
এই বইটি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার জামানার এক নির্মম সত্যের দলিল।এ বইটিতে স্বৈরাচারী হাসিনার গুপ্ত গনহত্যা ও মজলুমদের নির্যাতন সম্পর্কে অজানা তথ্য তুলে ধরেছপ। এই বইয়ে লেখক তুলে ধরেছেন রহস্যজনক হামলা,কথিত জঙ্গি তৎপরতা বা হঠাৎ উঠে আসা আতঙ্ক। এই বইয়ে লেখক ব্যবহার করেছেন নির্ভর যোগ্য দলীল , আদালতের নথি ইত্যাদি ইত্যাদি। এই বই কেবল তথ্যের সংকলন নয়। একটি সতর্কবার্তা। পাঠকদের সুবিধার্থে QR code এর মাধ্যমে বইয়ের শেষে বিভিন্ন তথ্যের লিংক সংযুক্ত করেছে। বইয়ের প্রথমে আহমেদ রফিক হাফি: এর কাহিনীটা পড়ে স্তব্ধ 🙂। এরকম আরও আজানা তথ্য রয়েছে এই বইয়ে। তাই তো লেখক এই বইকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা হিসবে আখ্যায়িত করেছেন।
সকলকে এই বইটি পড়ার বীনিত অনুরোধ রইলো অনেক অজানা ইতিহাস জানতে পারবেন এই বইটি থেকে।
আল্লাহ তায়ালা কবুল করুক
✍️Sazzad H Limon