সার্বিক সম্পাদনা : মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফিযাহুল্লাহ
কোভিড ভ্যাক্সিনের বৈজ্ঞানিক বিষয়ে সম্পাদনা : ড. মোহাম্মাদ সারোয়ার হোসেন
- বক্ষ্যমাণ গবেষণায় মৌলিকভাবে কেবল বাংলাদেশে ব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হয়েছে। অন্য কোনো ভ্যাকসিন নিয়ে নয়।
- এটি একটি একাডেমিক শরীয়াহ গবেষণাপত্র
- বক্ষ্যমাণ গবেষণামূলক বিশ্লেষণটি উস্তাযে মুহতারাম মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ (হাফি.), মাওলানা আব্দুল মালেক (হাফি.) প্রমুখ আলেমগণের কাছে পেশ করা হয়েছে। এর মূল কথাগুলো উস্তাযবৃন্দকে শোনানো হয়েছে। গবেষণার ফলাফলের সাথে তাঁরা একমত পোষণ করেছেন। তাঁরা কিছু পরামর্শ ও সংশোধনী দিয়েছেন, সেগুলো গ্রহণ করা হয়েছে।
- মূলত এটি ছিল মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া, ঢাকা কর্তৃক ২০ ফেব্রুয়ারী, ২০২১ ইং তারিখে করোনা ভ্যাকসিন বিষয়ে আয়োজিত একটি ঘরোয়া ফিকহী বৈঠক। সেখানে মূল প্রবন্ধ হিসেবে বক্ষ্যমাণ গবেষণা পেশ করা হয়। এরপর এর উপর পর্যালোচনা হয়েছে।
- গবেষণামূলক বিশ্লেষণটি তৈরি করতে বিভিন্ন ডিসিপ্লিনের বিজ্ঞানী (পাবলিক হেলথ, ফার্মাসি, নিউরোলজি) এবং চিকিৎসক সহযোগিতা করেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন টিমের বিজ্ঞানীদের সাথেও যোগাযোগ হয়েছে। এক্ষত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়য়ে অধ্যয়নরত বাংলাদেশী বংশোদ্ভুদ ডা. তাসনিম জানা আমাদেরকে বিশেষ সহযোগিতা করেছেন।
- গবেষণামূলক বিশ্লেষণটি প্রস্তুত হওয়ার পর চিকিৎসক ও গবেষকদের সাথে আলোচনা করা হয়েছে।
- অক্সফোর্ডের টিকার ব্যাপারে ইংল্যান্ডের আলেমগণের মতামত ও ফতোয়া জানতে এবং তাদের সাথে মতবিনিময় করতে ইংল্যান্ডের আইনজীবি ও আলেম মাও. আব্দুল্লাহ ফাহাদ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন।
- গবেষণামূলক বিশ্লেষণটি প্রস্তুত করতে হানাফী মাযহাব সহ অন্যান্য ফিকহও সামনে রাখা হয়েছে।
Reviews
There are no reviews yet.