শিশুদের মন আয়নার মতো স্বচ্ছ। ওদের সামনে যা-ই দাঁড়ায়, তার অবিকল প্রতিচ্ছবি এতে ভেসে উঠে। শিশুকালে আমাদের সন্তানরা যাদের সঙ্গ পায়, বয়োবৃদ্ধির সাথে সাথে তাদের আচরণই পাকাপোক্ত-ভাবে গেঁথে যায় ওদের মনে। স্বভাবে এর প্রতিক্রিয়া দেখা যায় স্পষ্টত। ফলে কেউ হয় মার্জিত স্বভাবের, কেউ আবার জেদি। কেউ হয় মানসিকভাবে ধৈর্যশীল, সাহসী, কেউ আবার প্রচণ্ড স্পর্শকাতর, ভীত।
.
বইয়ের শিক্ষা সন্তানের মানসিক বিকাশে যতটা ভূমিকা রাখে, বড়দের আচরণ তার চেয়ে বহুগুণে প্রভাব সৃষ্টিকারী। ছেলেবেলায় বড়দের কাছে শিশুরা যে আচরণ পেয়ে আসে, যৌবনে সেটাই প্রতিস্ফূট হয়। তাদের সুপথে থাকা কিংবা বিপথে যাওয়া—এর পেছনে আমরা বড়রাই সবচেয়ে বেশি ভূমিকা রাখি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের মানসিক বিকাশে আমরা অভিভাবকরা ওদের কতটুকু সময় দিই? খাদ্য-বাসস্থান-শিক্ষার চাইতেও এখন বড় প্রশ্ন: আমাদের শিশুরা আমাদের কাছে কেমন আচরণ পাচ্ছে? তারা আমার, আপনার কাছ থেকে কী শিখছে? বয়োবৃদ্ধির সাথে সাথে তারা কি আমাদের আপন করে নিতে পারছে না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? কী সেই জিনিস, যা আপনার ও আপনার সন্তানের মাঝে পাঁচিল হয়ে দাঁড়াচ্ছে?
.
বক্ষ্যমাণ গ্রন্থটি শায়খ সালেহ আল-মুনাজ্জিদের অনবদ্য গ্রন্থ ‘যাদুল মুরব্বি’ এর বঙ্গানুবাদ, অর্থাৎ গুরুজনদের পাথেয়। শুধু বাবা-মাদের জন্যই নয়, সার্বিকভাবে গুরুজন হিসেবে আমাদের সমাজের সন্তানরা কীরূপ আচার ব্যবহার আমাদের কাছে পাবার অধিকার রাখে, এ বিষয়ে কুরআন সুন্নাহ থেকে চমৎকার সব শিক্ষা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। আজকের এই সম্পর্কচ্ছেদের যুগে সম্পর্কোন্নয়নে এবং নতুনভাবে গড়তে বইটি ব্যাপক ভূমিকা রাখবে ইন শা আল্লাহ্।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.