fbpx
ছোটদের ঈমান সিরিজ (পেপারব্যাক)
ছোটদের ঈমান সিরিজ (পেপারব্যাক)

ছোটদের ঈমান সিরিজ (পেপারব্যাক)

Category : শিশু-কিশোরদের বই

750

You Save TK. 210 (22%)

ছোটদের ঈমান সিরিজ (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Reviews (2)

2 reviews for ছোটদের ঈমান সিরিজ (পেপারব্যাক)

  1. mahmud03

    ছোটবেলা থেকেই যেমন একটা শিশুকে “অ,আ,ক,খ, A,B,C” শেখানো হয় যাতে সে পরবর্তীতে জ্ঞানের তত্ত্বগুলোকে সহজে বুঝতে পারে, তেমনি সেই একই বয়স থেকে শিশুদের মনে ঈমান-আকাইদের পরিচর্চা করতে হবে। আর দশটা শিশুর মত তাকে শুধু দুনিয়া শিখালে চলে না বরং তার আখিরাতের বুনিয়াদি ভিত্তিও এসময়ই স্থাপন করে দিতে হয়।

    যেখানে আমাদের আইডল হওয়া উচিত নবী-রাসুল, সাহাবী গন, সেখানে অস্তিত্বহীন কিছু কার্টুন তাদের আইডলের স্থানে ভরপুর। ছোট থেকেই তারা পরিচিত হয় অশ্লীল গান-বাজনা, কার্টুন এর সাথে যা শিক্ষনীয় তো নয় ই বরং ঈমান নস্ট করে ছোট থেকেই দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে এক ব্যর্থ প্রজন্মের জন্ম দেয়।বাবা মা নিজেরাই এসব গান বাজনা শিশুর মনে ঢুকিয়ে দেন, গর্বিত হন যদি বাচ্চা গান গাইতে পারে, নাচতে পারে। তাই এই বেড়াজাল থেকে বাঁচতে এমন কিছুর সন্ধান করছিলাম যে শিশুদের অজান্তেই তাদের মনে ইসলামের মৌলিজ ভিত্তিগুলোকে গেঁথে দিবে।
    আল্লাহ মিলিয়ে দিলেন তেমন কিছু আলহামদুলিল্লাহ। ”সমর্পণ টিম” প্রকাশ করেছে ছোটদের শৈশবের দ্বীনি তালিমের প্রয়োজনে অসাধারণ ৬টি বই এর সমন্বয়ে “ছোটদের_ঈমান_সিরিজ”

    ❒ যা যা জানতে পারবেনঃ
    “ছোটদের ঈমান সিরিজ” মোট ৬টি বইয়ের সমন্বয়ে তৈরি। এই ৬টি বই ইসলামের সর্বপ্রথম খুঁটি ‘ঈমান’ এর মৌলিক ৬টি বিষয়ে আলোকপাত করে। এ বইগুলোতে—আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও পুনরুত্থান দিবস এবং তাকদীর বিষয়ে গল্প বলা হয়েছে। বইগুলোর ইলাস্ট্রেটেড ফ্রন্ট ও ব্যাক কভার প্রাথমিক অবস্থায় শিশুদের কৌতুহলী করে তুলবে, বইটিতে কি আছে তা জানার জন্য।

    ❒ বৈশিষ্ট্যঃ
    ***ছোটদের ঈমান সিরিজ এর বই গুলোতে খুব সাবলীল ভাবে গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। যার কারণে আশা করা যায় বানান করে পড়তে পারা বাচ্চাও বইটিকে সহজে পড়তে সক্ষম হবে।

    *** রং ও ছবি হলো মানুষকে আকৃষ্ট করার অন্যতম সহজ পথ। শিশুদের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটে। রঙিন বস্তুর প্রতি তারা সহজেই আকৃষ্ট হয়। তার সাথে ছবি সংযুক্ত থাকলে তো কোন কথাই নেই রং-বেরঙের ছবি মিশ্রিত এ্যানিমেশনগুলো যেমন শিশুদের মন জয় করে নেয় ঠিক সে কাজটি করা হয়েছে এই সিরিজের বইগুলোতে। প্রতিটি গল্পের সাথে তদনুযায়ী ছবি সংযোজন করা হয়েছে। যেমনঃ মূর্তির কথা তুলে ধরা হলে মূর্তির ছবি, রাজার কথা বলা হলে রাজপ্রাসাদের ছবি, হজ্বের কথা বলা হলে কাবা শরীফের ছবি, মরুভূমি, ঘোড়া, হেরাগুহা অর্থাৎ প্রতিটি গল্পকে আংশিকভাবে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, আর আমাদের মস্তিষ্ক কোন তথ্য ছবি আকারে সংরক্ষণ করতে বেশি ভালোবাসে। মস্তিষ্ক শব্দের তুলনায় ছবিকে বেশি মনে রাখতে সক্ষম। আরেকটি মজার বিষয় হচ্ছে গল্পগুলোকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য লেখার সাথে পৃষ্ঠার রং পরিবর্তন করা হয়েছে। যেমনঃ রাতের দৃশ্য ফুঁটিয়ে তোলার জন্য সম্পূর্ণ পৃষ্ঠাতে রাতের চিত্ত ফুঁটিয়ে তোলা হয়েছে ইলাস্ট্রেশনের মাধ্যমে।

    ***প্রতিটি গল্পের যথাযথ রেফারেন্সও দেওয়া হয়েছে এই বইগুলোতে। প্রায় প্রতিটি গল্পই কুরআন, হাদীস কিংবা তাফসীর গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে।

    ***বইগুলোর সূচিপত্র কে করা হয়েছে শিশুদের জন্য বোধগম্য। কেবলমাত্র গল্পের শিরোনাম পড়ার দ্বারাই সম্পূর্ণ গল্প পড়ার ইচ্ছা জাগ্রত হবে ইন শা আল্লাহ।

    ❒ পাঠ্যানুভূতিঃ
    “ছোটদের ঈমান সিরিজ” নাম দেওয়ায় বইগুলো কেবল ছোটদের পড়ার জন্য তৈরি একথা বলা যায় না। বড়ভাই হিসেবে ছোটভাইকে প্রায় সময়ই গল্প শুনাতে হয়। কিন্তু যেসব ইসলামিক গল্প আমরা জানি সেগুলো ঐ শিশুর মাথায় ঢুকবে না। তাই এই বইগুলো থেকে নিজে ছোটদের গল্প শিখে ছোটদের শোনানো যাবে। মা-বাবা, দাদী-নানী, বড় ভাই-বোন সকলেই এটি পড়তে পারেন। নিজ সন্তানকে, নাতি-নাতনি কিংবা ছোট ভাই-বোনকে রাজা রাণীর অবাস্তব গল্প শুনিয়ে ঘুম না পাড়িয়ে বাস্তবমুখী কুরআন ও হাদীসের গল্প শুনান। আমার মতে নানা রােগের কবল থেকে বাঁচানাের উদ্দেশ্যে যেমন নানা ভ্যাকসিন দেওয়া হয়, তেমনি এই বিশ্বায়নের যুগে বেশি বেশি করে সন্তানদেরকে ঈমানী টীকার শুরু হিসেবে এই বইটি যথোপযুক্ত।

    প্রতিবছরই তো জন্মদিন, ঈদ বা কোনো বিশেষ কারণে বাচ্চাদের খেলনা, জামা কিনে দেন। এইবার সেগুলোতে ইনভেস্ট না করে, বইগুলো কিনেই দেখুন। অর্থ বৃথা যাবে না।

  2. রবিউল ইসলাম

    বইয়ের নাম : ছোটদের ইমান সিরিজ
    বইয়ের সংখ্যা : ৬টি
    লেখক : সমর্পণ টিম
    শারঈ সম্পাদনা : শাইখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
    পৃষ্ঠা সংখ্যা : প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা
    গল্প : প্রতি খণ্ডে ১১-১৩ টি গল্প
    ছাপা : ৪ কালার (আর্টপেপার)
    বইয়ের সাইজ : ৮ X ৯ ইঞ্চি
    মুদ্রিত মূল্য : ৯৬০ টাকা (৬টি বই একত্রে)
    .
    বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ অধিকাংশ পরিবার থেকে শিশুরা তাদের প্রাথমিক ইসলামি জ্ঞানটুকুও পায় না।এতে তাদের নৈতিকতার ভিত্তিও মজবুত হয় না। এই অবস্থা শুধুমাত্র একটি পরিবারে সীমাবদ্ধ নয় বরং অধিকাংশ পরিবারের একই অবস্থা। বড় হয়ে যে সন্তান বিপথে যাবে না তা কিন্তু নয়। তবে শিশুদের নৈতিকতার ভিত্তি তৈরি হওয়া উচিত পরিবার থেকেই। যে বয়সে শিশুরা জানার কথা ছিল আল্লাহ, নবী-রাসূল, ইমান, জান্নাত জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি সম্পর্কে। কিন্তু এসবের বিপরীতে আজ সেই পরিবার থেকেই তারা জানছে ভিন্ন কিছু, ভিন্ন পদ্ধতিতে। ছোটবেলা থেকে পরিবার তাদের ভালো গল্প ও উত্তম পদ্ধতিতে শিক্ষা দিতে পারছি না। এতে ছোট অবস্থা থেকে তার নৈতিকতার ভিত্তিও  মজবুত হয় না। কেননা ছোট্ট শিশুরা সাধারণত গল্প ও অনুকরণপ্রিয় হয়। তারা গল্প পড়তে ও শুনতে ভালোবাসে। আর সেই গল্প যদি হয় আল্লাহর পরিচয়, রাসূল (স:), ও ফেরেশতাদের সাথে সম্পর্কিত তাহলে তো কথাই নেই।
    আর তাই তো এসব দিক বিবেচনা করে সকলের প্রিয় প্রকাশনী সমর্পন প্রকাশন থেকে বাজারে আসার অপেক্ষায় আছে ছোট্ট সোনামণিদের জন্য অসাধারণ এক উপহার। যার নাম “ছোটদের ইমান সিরিজ”।

    কি আছে এই ইমান সিরিজে?
    ইমান সিরিজে আছে আকর্ষণীয় ছয়টি বই। বইগুলো হলো-
    ১. আল্লাহ আমার রব
    ২. আসমান থেকে এলো কিতাব
    ৩. বিচার হবে আখিরাতে
    ৪. দুনিয়ার বুকে নবি-রাসূল
    ৫. ফেরেশতারা নূরের তৈরী
    ৬. তাকদির আল্লাহর কাছে
    প্রতিটি বইয়ে আছে সংক্ষিপ্ত পরিসরে ১১ থেকে ১৩টি গল্প। গল্পগুলোর নামকরণ করা হয়েছে আকর্ষণীয় শব্দ দ্বারা। যাতে বাচ্চাদের গল্পের নাম পড়েই পুরো গল্পটি পড়তে ইচ্ছা করবে। গল্পের নামগুলোর একটু নমুনা দেখুন – শয়তান যখন চোরের বেশে, এলাকাবাসী দৌড়ে এলো, ফেরেশতা এলেন ঘোড়ায় চড়ে, নবির পাশে বীরের বেশে, মাঝি ছাড়া নৌকা চলে ইত্যাদি। 

    কেন বাচ্চাদের ইমান সিরিজ কিনে দিবেন?
    ১। ইমান সিরিজ আপনি বাচ্চাদের কিনে দিবেন তার অন্যতম কারণ হলো এখানে বাচ্চারা পাবে সুন্দর সব গল্প। এবং গল্পে গল্পে ইসলামের বেশকিছু বিষয় সম্পর্কে জানতে পারবে।
    ২। বইতে বাচ্চাদের উপযোগী করে খুর সুন্দর ইলাস্ট্রেশন সমৃদ্ধ ছবি  ব্যবহার করা হয়েছে। যাতে বাচ্চারা দেখেই পড়ার জন্য আগ্রহী হয়।
    ৩। শিশুদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে হলে ইমান সিরিজ হতে পারে অন্যতম নিয়ামক।

    যেসব দেখে বাচ্চারা ইমান সিরিজ পড়তে আগ্রহী হবেঃ-
    ১। বইয়ের সৌন্দর্যমন্ডিত কভার।
    ২। আকর্ষণীয় শব্দের মাধ্যমে গল্পের নামকরণ ।
    ৩। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী উপযুক্ত ছবির ব্যবহার।

    ব্যক্তিগত অনূভুতিঃ-
    ছোটদের ইমান সিরিজের প্রতিটি বই শিশুদের জন্য উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এবং বাচ্চারা পরিপূর্ণভাবে এটা ধারণ করতে পারবে বলে আমার বিশ্বাস। একই সাথে গল্পগুলো পড়ে আনন্দিত ও বিনোদিত হবে এবং অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারবে।
    প্রতিটি গল্পের শেষে ছোট্ট করে রেফারেন্স যুক্ত করা হয়েছে। যা বইয়ের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয় বহুগুণে। তাই সকলের প্রতি অনুরোধ শিশুদেরকে মিথ্যা, বানোয়াট গল্প পড়ানো বাদ দিন। এবং  ইসলাম থেকে দূরে ঠেলে দেয় এমন কিছুর প্রতি আসক্ত না করে তাদের হাতে তুলে দিন ইমান সিরিজ। সেই সাথে ইমান সিরিজের বইগুলো নিজেও পড়ুন। শিশুরা পড়তে না পারলে গল্পগুলো তাদের পড়ে শোনান। কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা বাবা মায়ের প্রধান দায়িত্ব।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।