Copyright © 2024 Seanpublication.com
বিপদ যখন নিয়ামাত (পেপারব্যাক)
- লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
- পাবলিকেশন : সমর্পণ প্রকাশন
- বিষয় : ইবাদত—আমল ও আমলের সহায়িকা, একুশে বইমেলা ২০২২, সকল প্রকাশক
Author : উস্তাদ আলি হাম্মুদা, উস্তাদ শাওয়ানা এ. আযীয, শাইখ মূসা জিবরীল
Translator : মুহাম্মাদ ইবনে আব্দুল ফাত্তাহ, বিনতে ইবরাহীম
Publisher : সমর্পণ প্রকাশন
Category : আমল ও আমলের সহায়িকা
৳120 ৳84
You Save TK. 36 (30%)
Out of stock
বিপদ যখন নিয়ামাত (পেপারব্যাক)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (5)
5 reviews for বিপদ যখন নিয়ামাত (পেপারব্যাক)
Add a review Cancel reply
Muhammad Tamimul Ihsan –
||বুক রিভিউ||
▪︎ জীবনে চলার পথে এমন কোনো ব্যক্তি কি আছে যার কোনোদিন কোনো বিপদ হয়নি…?? এমন কি কোনো ব্যক্তি আছে যিনি কখনো বিপদ থেকে পালিয়েও থাকতে পারেননি।প্রত্যেকটি বিপদই পূর্বনির্ধারিত।আল্লাহ রাব্বুল আলামীন যদি মুমিনের পরীক্ষা নিতে তখনই তাকে বিপদে পতিত করেন আর মুমিনরাই পারে শুধু বিপদকে উতরে যেতে। বিপদের সময় সালাফদের ঈমান আগের চেয়ে অনেকগুনে বেড়ে যেত,হাজারটা শঙ্কা মাথায় নিয়েও তারা বিপদের মোকাবিলা করে যেতেন। আর আমাদের ঈমান প্রায় নিভু নিভু হয়ে যায়।আবার এমন অনেক ব্যক্তিকেও দেখা যায় যারা বিপদের সময় দ্বীন পালনে বিতৃষ্ণ হয়ে পড়েন,তাকদীরের উপর বিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে। তাদের জন্যই মূলত “বিপদ যখন নিয়ামাত” বইটি।
▪︎ বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফযীলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায়সমূহ মূলত এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়। বিপদ সংক্রান্ত বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করা হয়েছে বইটিতে। বিপদের সময়কালে কীভাবে অবিচল থাকা যায়,কীভাবে রবের সন্তুষ্টি অর্জন করা যায় তা নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
▪︎ বইটির লেখক তিনজন। শাইখ মূসা জিবরীল,শাওয়ানা এ আযীয এবং উস্তাদ আলী হাম্মুদা যারা সবাই-ই এক একজন দ্বীনের পথে অবিচল দায়ী।তাদের মেহনতেই রচিত “বিপদ যখন নিয়ামাত” বইটি।বইটি মূলত অনুবাদকৃত বই।অনুবাদের স্বার্থে বইটিতে অনেক সময়ই মূল লেখার সাথে পুরোপুরি সাদৃশ্য রাখা সম্ভব হয়নি।যেটা অনুবাদক প্রথমেই স্বীকার করে নিয়েছেন। অনেক সময় মূল লেখকদের জটিল বক্তব্যকে বোধগম্য করার স্বার্থে ভাবানুবাদ করা প্রয়োজন ছিল।তাই অনুবাদক বেশ কিছু জায়গায় নিজের মতো করে মূল লেখার কাছাকাছি রেখে পরিবর্তন করেছেন।
এছাড়াও বইটিতে কীভাবে একজন মুসলমান সঠিক দৃষ্টিভঙ্গি, উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরষ্কার অর্জন করে নিতে পারে, তা কুরআন এবং সুন্নাহর আলোকে বইটিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
▪︎ মাত্র ৮৬ পৃষ্ঠার ছোট্ট একটি বই।পড়তে একদিনের বেশি কোনোদিনই লাগবে না। তবে এই খোরাক নিয়ে চলতে পারা যাবে আজীবন।বইটিতে উসতাদা শাওয়ানা এ আযীয লিখেছেন মোট ৯ টি অধ্যায়,শাইখ মূসা জিবরীল লিখেছেন ৩ টি অধ্যায় এবং উস্তাদ আলী হাম্মুদা লিখেছেন দুইটি অধ্যায়।
▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন?বইটি তারাই পড়বেন যারা চান বিপদকে আলিঙ্গন করতে,বিপদে ভয় না পেয়ে ধৈর্য্য ধরতে। এছাড়া যারা নিজের জীবনে হাজারটা বিপদ আসার কারণে হতাশ হয়ে পড়ছেন তাদের জন্য বইটি অনেক কার্যকর বলে মনে করে থাকি।
▪︎ ব্যক্তিগত অনুভূতি :বইটি পড়ার আগে বিপদকে প্রচুর ভয় পেতাম,বিপদ আসলে নিজেকে অসহায় মনে হতো, মনে হতো দুনিয়া চারপাশে ফাঁকা হয়ে গিয়েছে। কিন্তু বইটি পড়ার পর দিন দিন মনোবল বৃদ্ধি পাচ্ছে।মনে হচ্ছে, নিজের ঈমান আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়েছে।আমি সাজেস্ট করবে যারা হতাশায় নিমজ্জিত হয়ে নিজের জীবন নিয়ে সংশয়ে পড়ে যাচ্ছেন তারা বইটি পড়ুন, নিজের জীবনকে সালাফদের মতো অবিচল গড়ে তুলুন।
▪︎ ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫
মাআসসালাম………..!!
Shahriar Mohammad Aqib –
বিপদ আপদ মানুষের নিত্যসংগী।অবিশ্বাসীরা বিপদে ধৈর্যহারা হয়ে পড়েন, অস্থির হয়ে পড়েন। কূল কিনারা হারিয়ে ফেলেন। কিন্তু বিশ্বাসী মানুষ বিপদে পড়লে আল্লাহ তায়ালার দিকে আরো বেশি মনোনিবেশ করে। হা-হুতাশ করেন না, অস্থীর হয়ে যান না। কারণ তিনি জানেন এ বিপদ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। তিনি হয়ত পরীক্ষা করার জন্য বিপদ দিয়েছেন। তাই মুমিন বান্দা আল্লাহর প্রতি অভিযোগ করেন না। বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেন। ফলে কষ্টের মাঝেও তিনি এক অপার্থিব সুখ অনূভব করেন।মুমিনের জীবনে বিপদ আপদ কেন আসে, বিপদ আপদে মুমিনের কী করা উচিত, বিষণ্ণতা থেকে বাঁচার উপায়-ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে ” বিপদ যখন নিয়ামত” গ্রন্থে। বইটির পাঠ একজন মুমিনকে বিপদের সময় মানসিক শক্তি যোগাবে বলে আমার বিশ্বাস।
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রহিম
বই : বিপদ যখন নিয়ামত (এক)
লেখক : শাইখ মূসা জিবরীল, উসতাজ আলি হাম্মুদা,
উসতাদা শাওয়ানা এ.আযীয
প্রকাশনী:সমর্পণ
মুদ্রিত মূল্য :১২০ টাকা
★প্রাক কথন:
———————–
” বিপদ যখন নিয়ামত ” একটি অনুপ্রেরণা এবং আত্ম-উন্নয়ন মূলক বই।
•
জীবন চলার পথে আমাদেরকে প্রতিনিয়ত নানা বিপদ -আপদের সম্মুখীন হতে হয়। আর বর্তমানে দ্বীন পালনের পথটা তো আরও বেশি বিপদসংকুল।বিপদের সময় সালাফাদের ঈমান বেড়ে যেত,অথচ আমাদের ঈমান তখন নিভু নিভু হয়ে যায়।কি অদ্ভুত টাইপের মানুষ আমরা, তাই না…?
•
গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
——————————-
বিপদের বাস্তবতা, বিপদের পরিচয় ও ফজিলত এবং পরীক্ষার সময় অবিচল থাকার উপায় সমূহ এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়।বিপদ এবং দুঃখ-দুর্দশার সময় কিভাবে একজন মুসলিম সঠিক দৃষ্টিভঙ্গি,উত্তম আচরণ এবং দৃঢ় মানসিকতার দ্বারা সবচেয়ে উত্তম পুরুস্কার অর্জন করে নিতে পারে, তা কুরআন সুন্নাহের আলোকে এখানে আলোচনা করা হয়েছে।
•
আমাদের সম্পূর্ণ উম্মাহই আজ বিপদের ঘোর অমানিশায় দিন কাটাচ্ছেন। সাফল্যের সূর্যোদয় তখনই হবে, যখন আমরা সেই বিপদরূপী অন্ধকারের স্বরূপ অনুধাবন করতে পারব।
তাই আমরা যেন রাসূল (সা:)এর সেই হাদিসটি ভুলে না যায় —”….আর তোমাদের উপর যদি কোন বিপর্যয় আসে, তখন এমনটা বলবে না যে-ইশ,যদি এমন না করতাম, তাহলে তো আজ এমন পরিণামে ভুগতে হতো না।বরং বলবে, আল্লাহ তাকদীরে যা নির্ধারন করে রেখেছিলেন তা-ই হয়েছে। “যদি ” কথাটা শয়তানের দরজা খুলে দেয়।”
•
★প্রশান্তিকর কথন:
————————–
…..কোন কিছু চাওয়ার পরেও যখন পাবেন না, তখন জেনে রাখবেন এই জিনিস আপনার নয়।আর যে জিনিস আপনারই নয়,তা আপনি কিভাবে পাবেন?
★মতামত ও পাঠ প্রতিক্রিয়া:
——————————————
বইটি পড়ার পর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে নিজের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করলাম।তারপর অন্তর থেকে আল্লাহ প্রশংসা ছাড়া কিছুই বের হলো না।বইটি অসম্ভব ভাল লেগেছে।অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল তাদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রমে এই বইটি বের করেছন।
রিভিউ দাতা :
Umme Suraiya
Shahidul Islam –
📗 বুক রিভিউ : বিপদ যখন নিয়ামাত
◾পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বিপদকে মুমিনের জন্য পরীক্ষা বলে ঘোষণা দিয়েছেন। তাই বিপদ আসলে একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হতাশ হবে না, ঘাবড়ে যাবে না। বরং ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং সফলতা লাভ করবে।
◾ বিপদে পড়লে যারা হতাশ হয়ে পড়েন, হাল ছেড়ে দিয়ে ভাগ্যকে দোষারোপ করতে থাকেন, তাদের হতাশা, জীবনের প্রতি বিতৃষ্ণা দূর করতেই সন্দীপন প্রকাশনের ‘বিপদ যখন নিয়ামাত’ বইটি।
◾ বইটি ৩ জন লেখকের সম্মিলিত প্রচেষ্টার ফল।
১. শাইখ আহমাদ মূসা জিবরীল হাফি.
২. উস্তায আলী হাম্মুদা হাফি.
৩. উস্তাযা শাওয়ানা এ. আযীয
তাঁরা তিনজন মনের মাধুরী দিয়ে প্রত্যেক হতাশাগ্রস্থ মুমিন-মুসলমান ভাই-বোনদের বিপদে মানসিকভাবে শক্ত, দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন।
◾ সবচেয়ে খুশির খবর হলো, বইটি আমি একটি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি। আর যখন বইটি আমার হাতে আসে, তখন আমি বিভিন্ন দিক থেকে একেরপর এক বিপদে জর্জরিত। ঠিক তখনই আল্লাহ আমাকে বিপদের পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য বইটির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
📗 পাঠ অনুভূতি :
আলহামদুলিল্লাহ বইটি পড়ে আমার মনে হয়েছে, বইটি প্রত্যেক মানুষেরই পড়া উচিত। কারণ এমন কোন আদম সন্তান পাওয়া যাবে না, যে কোন দিন, কোন সময় বিপদে পতিত হয়নি বা হবে না। বিপদের সময় বইটি বিপদগ্রস্ত মানুষটির দাওয়াহ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
ব্যক্তিগত রেটিং : ৪.৮/৫
📗 উল্লেখযোগ্য বৈশিষ্ট্য :
✅ বইটিতে সংক্ষিপ্ত এবং বোধগম্য ভাবে বিপদের কারণ, বিপদের সময় করণীয় বর্জনীয়, বিপদের ফজিলত ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।
✅ পবিত্র কুরআন-হাদীস থেকে বিপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে।
✅ বিপদের সময় পূর্ববর্তী আকাবীরগণের আমল কী ছিল, সে সম্পের্কেও আলোচনা করা হয়েছে।
✅ বিভিন্ন নবী, সাহাবায়ে কেরাম ও সালাফদের বিপদ সম্পর্কিত উক্তি, বাণী আলোচনা করা হয়েছে।
📗 বইটি কেন পড়বেন :
আপনি যদি বিপদে জর্জরিত হন, চারদিক থেকে বিপদের ঘনঘটা দেখতে পান, বিপদে কোন বন্ধু পাশে না পান, জীবনের প্রতি হতাশ হয়ে পড়েন; তাহলে বইটি আপনার জন্য একটি সময়োপযোগী ও অমূল্য সংগ্রহ হবে ইনশাআল্লাহ।
📗 একনজরে বইটি :
বই : বিপদ যখন নিয়ামাত
লেখক : শাইখ আহমাদ মূসা জিবরীল, উস্তায আলী হাম্মুদা, উস্তাযা শাওয়ানা এ আযীয
অনুবাদক : মুহাম্মাদ বিন আব্দুল ফাত্তাহ, বিনতে ইবরাহীম
সম্পাদনা : মুহাম্মাদ জুবায়ের
প্রকাশক : সন্দীপন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
মুদ্রিত মূল্য : ১২০
বাঁধাই : পেপারব্যাক।
আল্লাহ তায়ালা বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন।
Meher Afroz –
📙বুক রিভিউ📗
বই : বিপদ যখন নিয়ামাত
মূল : উস্তাদ আলী হাম্মুদা, উস্তাদা শাওয়ানা এ. আযীয, শাইখ মুসা জিবরিল
অনুবাদ : মুহাম্মাদ ইবনে আব্দুল ফাত্তাহ, বিনতে ইবরাহীম
মুদ্রিত মূল্য : ১২০ টাকা
মাঝে মাঝে কিছু দুঃখ দুর্দশা এসে মনের ঘরে হানা দেয়। কেঁড়ে নেয় প্রিয় মানুষদের অথবা সখের বাড়ী- গাড়ি- বিভিন্ন উপাদান সামগ্রী। পৃথিবীতে আসা এমন কোনো আদম-সন্তান নেই, যার জীবনে বিপদের ছোঁয়া লাগে নি। এখনও প্রতি- নিয়ত মোকাবেলা করতে হয় বিভিন্ন প্রতিকূল অবস্থার। বাকিরা যখন এই প্রতিকূল অবস্থাকে বিপদ হিসেবে দেখছে, বিপদে মুষড়ে পড়ছে; ঠিক তখনই আল্লাহর মুমিন বান্দার চোখে তা আল্লাহর অশেষ নিয়ামাত হিসেবে ধরা দেয়। তখন বান্দা প্রশান্তচিত্তে আল্লাহকে আরও বেশি করে স্মরণ করে!
“বিপদ যখন নিয়ামাত” বইটিতে লেখক বর্ণনা করেছেন
আমাদের জীবনে বিপদগুলো যে কেবল ক্ষতিই বয়ে আনে তা নয় বরং এগুলো আমাদের জন্য নিয়ামাত স্বরূপ। তাই লেখক পাঠকদের কুরআন ও সুন্নাহর আলোকে বিপদে অস্থির, অধৈর্য আর হতাশ না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন।আমাদের আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন যে — আমাদের রব কত মহান, কত অনুগ্রহশীল!
পাঠ্যানুভূতিঃ—
আমার স্ব-চক্ষে দেখা একটি স্মৃতি দুই লাইনে বলি—
আমার বড় আপার প্রথম সন্তান হওয়ার পর সাতদিন বাঁচে। ডেলিভারির প্রথম দিনই সন্তানকে হাসপাতালের আইসিউতে নিয়ে যাওয়া হয়। দুলাভাই আপার হাতে তুলে দেন এই বইটি। সেই দুইদিন আমি আপাকে একবারও কাঁদতে দেখিনি।সাত দিনের দিন আপার সন্তান মারা যায়।সেদিনও স্থির ছিলেন তিনি। লোক জানা-জানি হয়,‘ মহিলার সন্তান মরেছে তবুও মহিলা কাঁদেনি।’ আশ্চর্য হলেও সত্য! প্রকৃত মুমিন এমন বিপদ অবস্থায় হাউমাউ করে কাঁদে না বরং সবর আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনে সাফল্য। বোন আমার ধৈর্যশীলা হলেও, আমার দৃঢ় বিশ্বাস এই বইটি সবরকারী হিসেবে অটল থাকায় আংশিক হলেও উছিলা হিসেবে কাজ করেছে।
তাছাড়া, আমার জীবনেও বহুবার নানা রকম বিপদ নামক নিয়ামতে এ বইটির নসীহা গুলো ঢাল স্বরূপ কাজ করেছিলো।এখনো করে।আলহামদুলিল্লাহ।
আমি মনে করি বইটি সকলের পড়া প্রয়োজন। বিপদকে দুঃখরূপে নয় বরং নিয়ামত হিসেবে বিবেচনা করা উচিৎ।
রিভিউদাতাঃ Meher Afroz