বিয়ে! কেমন হবে একজন মুসলমানের বিয়ে? বিয়ের সময় একজন মুসলিম পাত্র- পাত্রী বা তাদের অভিভাবকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে? আমাদের সমাজের বিয়েগুলো কতটুকু ইসলামসম্মত? উত্তর আমাদের সবারই জানা। বিয়ের সংকল্প করা, পাত্র-পাত্রী নির্বাচন, পাত্র-পাত্রীর গুণাবলি, পাত্র-পাত্রী দেখা, বিয়ের সমস্ত কার্যকলাপ থেকে বাসর রাত পর্যন্ত সমস্ত বিষয়াদির ইসলামসম্মত গাইডলাইন এই বই। বিবাহ ইসলামের এমন এক বিধান, যা দেহ-মন-আত্মা-প্রজন্ম-সমাজ-পরিবারের সুস্থতা নিশ্চিত করে। বিপরীতে বিবাহের অনুপস্থিতি বা বিবাহ-প্রক্রিয়ার জটিলায়ন জন্ম দেয় শারীরিক-মানসিক অসুস্থতা, পরিবার-সমাজে অস্থিরতা, অসুস্থ হতাশ প্রজন্মের; পশ্চিমা সমাজ যার প্রকৃষ্ট উদাহরণ। ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা। এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আগাম-সমস্যা এড়ানোর এবং উদ্ভূত-সমস্যা নিরসনের নির্দেশনা রয়েছে। জীবনের যতগুলো সেক্টরের মুখোমুখি মানুষকে হতে হয়, সবগুলো। বিবাহ সম্পর্কিত সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে।
তাই, আমাদের ঘরে ঘরে বরকতময় পরিবেশ নিশ্চিত করার জন্য ইসলামের গাইডলাইন অনুসারে পাত্র-পাত্রী নির্বাচন থেকে শুরু করে বিবাহের অনুষ্ঠান সবকিছু সম্পন্ন করা উচিত। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেকের অবশ্যপাঠ্য একটি বই হতে যাচ্ছে ‘বিবাহ-পাঠ’।
Copyright © 2024 Seanpublication.com
Najmul Hasan Sajib –
#অনুভূতির_প্রকাশক
বিয়ে…
১.
আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের মুসলিম পরিবারগুলোর বিয়ে কতটা ইসলামসম্মত? উত্তর কমবেশি সবারই জানা।
‘উপমহাদেশে ইসলাম আসার পর আমাদের পূর্বপুরুষরা ইসলামের ছায়াতলে এসেছিল। বিশাল হিন্দু জনগোষ্ঠীর মাঝে মুষ্টিমেয় মুসলিম ব্যক্তিজীবনে ইসলামকে ধারণ করেছি ঠিকই,কিন্তু পারিবারিক-জীবন, সমাজ জীবনে হিন্দুয়ানি স্বভাব ছাড়তে পারিনি। বরং বংশ-পরম্পরায় সেই মানসিকতা বয়ে চলেছি,শিখিয়েছি সন্তানদের।'(ডাবল স্ট্যান্ডার্ড ২.০)
আমাদের সমাজে বিয়েগুলোতে হিন্দুয়ানি প্রভাব সুস্পষ্ট। পাত্রী দেখতে চলে পাত্রের মুরব্বিরা- এ থেকে শুরু করে -এনগেজমেন্ট,ওয়েডিং ফটোগ্রাফি,ডান্স ইভেন্ট,গায়ে হলুদ, কাবিন নিয়ে ধাক্কাধাক্কি, আগাম জানিয়ে দেওয়া এতজন বরযাত্রী আসছি, মেয়ের বাপকে খসিয়ে আবার সমালোচনা-গিবত, গেট ধরা, শালিকার হাত ধুয়ে দেওয়া, বৌভাত, অগ্রিম যৌতুক ইত্যাদি এসব সংস্কৃতি কি ইসলামসম্মত? কখনই না।
আমাদের ইসলামে ‘বিয়ে’ কতটা সহজ ভেবে দেখুন । মেয়ের বাপের একটা টাকাও খরচ নাই। উপরের কিছুই করা লাগে না।
“কনের বাবা মেয়ের অনুমতি নিয়ে মাসজিদে যাবেন। ছেলের কাছে প্রস্তাব পেশ করবেন ঈমাম সাহেব। ছেলে জোরে বলবেন, “আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম “। ব্যস, এটুকুই। আল্লাহর খাতায় আপনারা বৈধ স্বামী-স্বামী।” (বিবাহ পাঠ)
বর্তমানের দ্বীনি ছেলেমেয়েদের মধ্যে এসব অপসংস্কৃতি থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। হয়তো আমাদের ও পরের প্রজন্ম এসব হতে বের হয়ে আসবে আল্লাহ চাহেন তো।
২.
একজন মুসলিম পরিবারের বিয়ে কেমন হবে? করণীয়+বর্জনীয়সহ বিস্তারিত জানতে পারবেন বইটা পড়ার মাধ্যমে।
বইটা একজন বিবাহ ইচ্ছুক মানুষের জন্য একটা সুস্পষ্ট ও সবিস্তার গাইডলাইন বলতে গেলে। হয়তোবা আপনি প্রাক্টিসিং মুসলিম নন তবুও কৌতূহলে হাতে নিন। পাল্টে যেতে পারে আপনার জীবনপথ।
বিয়ের সময় মুসলিম পাত্র-পাত্রী বা পরিবারগুলোর কী কী বিষয় মাথায় রাখা উচিত? বিয়ের সংকল্প থেকে শুরু করে পাত্র-পাত্রী নির্বাচন, পাত্র-পাত্রীর গুণাবলি যাছাই, পরস্পরকে দেখা, বিয়ের সামগ্রিক কার্যকলাপসহ বাসররাত পর্যন্ত সমস্ত বিষয়াদির ইসলাম-সম্মত গুরুত্বপূর্ণ গাইডলাইন এই বই!
বিয়ে ইচ্ছুক ভাই-বোনদের জন্য বইটা পড়া ফরজ!
৩.
‘বিয়ে তো অনুষ্ঠান না রে! বিয়ে হলো একটা আমল। অনেক বড়ো সুন্নাত আমল। বিয়ে হলো দ্বীনের অর্ধেক।এই এক জিনিসের কারণে দুনিয়া জান্নাত হতে পারে,আবার এই কারণেই দোযখ হতে পারে পৃথিবী।’
”এতগুলো ফরজ-সুন্নাহ নষ্ট করে নতুন জীবন শুরু? বলি, আকল বুদ্ধি কি সব ইউরোপে-বলিউডে মশাই? আল্লাহকে নারাজ করে কার কাছে সুখী দাম্পত্য জীবন চাচ্ছেন? লোক দেখানোটাই বড়ো, নাকি বিয়ে করে সংসারে সুখ বড়ো?”
চিন্তা করুন কেমন?
বই ~ বিবাহ পাঠ
লেখক ~ শাইখ মাহমুদ আল-মিসরী ও Shamsul Arefin Shakti
প্রকাশনী ~ মাকতাবাতুল আসলাফ
মূল্য ~ ২৪০/-
পৃষ্ঠা ~ ১৬৫
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রাহিম
বই:বিবাহ পাঠ
লেখক:১.শাইখ আল- মিসরী এবং
২.ডা.শামসুল আরেফীন
প্রকাশনী:মাকতাবাতুল আসলাফ
মূল্য:২৪০ টাকা (মুদ্রিত)
★প্রারম্ভিকা:
——————-
‘বিয়ে’ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর একটি।যেই অধ্যায়ে পা দিলেই আমরা সম্মুখীন হতে থাকি নানা রকম অভিজ্ঞতার!কখনো এই পবিত্র বন্ধনের জালে নিজেদের বেঁধে আমাদের জীবন হয়ে যায় সুখের আবার কখনো কালো মেঘ ভারী হয়ে ঘনিয়ে আসে জীবনে। যা কখনোই কাম্য নয়।তাই ইসলাম আমাদের বিয়ের বিষয়ে খুঁটিনাটি শিক্ষা দিয়েছে। সেই কথাগুলোই লেখক প্রেসক্রিপশন আকারে তুলে ধরেছেন আলোচ্য বইটিতে।
★পাঠ পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
————————————————————–
বইটিতে সর্বমোট এগারোটি অংশ রয়েছে। যার প্রতিটি পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং বিস্তারিত আলোচনা। নিচে সংক্ষেপে কিছু পয়েন্ট তুলে ধরা হলো-
১.পূর্ণবতী নারীদের জীবনের গল্প।
২.পাত্র নির্বাচন।
৩.পাত্রী নির্বাচন।
৪.নিকাহ এবং বাসর রাত।
৫.তালাক।
★কিছু তথ্যবহুল লাইন:
————————————-
[১] ২০১৬ সালে ইউরোপ -আমেরিকার অর্ধেক শিশুর জন্ম বিবাহ ছাড়া।তাহলে আজ থেকে ২০/৩০ বছর পর এই শিশু গুলো যখন এডাল্ট হবে তখন পশ্চিমের জনসংখ্যার প্রায় অর্ধেক হবে জারজ।
[২]নারীর রক্তের গ্রুপ নেগেটিভ আর গর্ভস্থিত বাচ্চার গ্রুপ পজিটিভ হলে প্রথম বাচ্চার কোন সমস্যা হয় না।কিন্তু দ্বিতীয় বাচ্চার গ্রুপও পজিটিভ হলে সেই বাচ্চার সমস্যা হয়।রক্তকোষ ধ্বংস হয়ে প্রচুর জন্ডিস হয়,বাচ্চা মারাও যেতে পারে। এজন্য আগে সমস্যা হতো, এখন নেগেটিভ মায়ের প্রথম বাচ্চার রক্তের গ্রুপ পরীক্ষা করে ৭২ ঘন্টার ভেতর একটা ইনজেকশন দিলে পরের বারও আর সমস্যা হয় না।
[৩]দিনে পাঁচ কাপ কফি,এলকোহল,মাদক ও ধুপপান বন্ধ্যাত্বের কারণ।
[৪]কদাকার অন্তর নিয়ে সৌষ্ঠব চেহারার অধিকারী হওয়া,অগ্নিপূজকের কবরের ওপর প্রদীপ জ্বালানোর নামান্তর।-[কবির কথা]
[৫]তিন ভাবে মানুষকে চেনা যায়। প্রতিবেশী হলে,আর্থিক লেনদেনে গেলে আর একসাথে সফরে গেলে।-[উমার (রা.)]
★পাঠ প্রতিক্রিয়া:
————————-
বিবাহ আল্লাহর পক্ষ থেকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত গুলোর একটি।কিন্তু, হায় আফসোস! বর্তমান সমাজে আমাদের বিয়ে গুলো মোটেও সুন্নাহ সম্মত নয়।বইটি পড়ার পর সবচেয়ে বেশি যেই কথাটা অনুভব করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তা হলো আল্লাহ যদি আমার ভাগ্যে বিয়ে লিখে রাখেন তবে সকল প্রকার লৌকিকতা এবং কুসংস্কার পরিহার করে চলবো ইনশাআল্লাহ।
★মন্তব্য :
—————
আমাদের ঘরে ও পরিবারে বরকতময় পরিবেশ নিশ্চিত করার জন্য বিবাহের যাবতীয় আয়োজন ও অনুষ্ঠান ইসলামের গাইডলাইন অনুসারে সম্পর্ণূ করা উচিত। আর এ উদ্দেশ্য বাস্তবায়নে বইটি অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। সর্বোপরি বইটি আমার অসাধারণ লেগেছে। আলহামদুলিল্লাহ।
★শেষের কথা:
————————
বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।
রিভিউ দাতা :
Umme Suraiya