ছোট্ট খোকা! ছোট্ট খুকি!
তোমাদের মনে তো অনেক দুঃখ! আব্বুর কথা, আম্মুর কথা তোমরা বুঝতে পারো। আব্বুকে আম্মুকে নিজের মনের কথা বলতে পারো। কিন্তু বইয়ের কথা! কালো হরফের বইগুলো তোমাদের কি বলতে চায় সে কথা বুঝতে পারো না। আবার তোমাদের মনের কথাগুলো কলম দিয়ে কালো হরফের মালা গেঁথে কারো সামনে তুলে ধরতে পারো না! তাই তো! ভারি কষ্টের কথা তো! আমিও ভেবেছি কিভাবে তোমাদের মনের ‘এততো বড়’ কষ্ট দূর করা যায়। শেষে উপায় একটা পেয়েছি। কী উপায়? বাংলায় বিসমিল্লাহ নামে তোমাদের জন্য একটা বই লিখেছি। একটু সময় অবশ্য লেগেছে, কষ্টও হয়েছে কিছুটা। তা আমার সময় তো তোমাদেরই জন্য। আর কষ্ট! তোমাদের জন্য তো কষ্ট করতেও আনন্দ! এখন শোনো! তোমরা যদি বইটি যত্নের সাথে পড়ো, ইনশা-আল্লাহ তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কালো হরফের সব রহস্য তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আর ‘সুন্দর বইগুলো’ তোমাদের কী বলতে চায়, বুঝতে পারবে, তোমাদের কলমের ঝরনায়ও ‘কুলকুল শব্দসঙ্গীত’ শুরু হবে।
তা এক কাজ করো, আব্বুকে, আম্মুকে অথবা ভাইয়াকে, আপুকে বলো না বইটা একটু পড়িয়ে দিতে। বলবে কী! আমি একটুও দুষ্টুমি করবো না, যেভাবে বলবে ঠিক সেভাবে পড়বো, একটুও সময় নষ্ট করবো না, আর একটুও বিরক্ত করবো না।
যদি এভাবে বলো, আর কথাটা ঠিক রাখো, তাহলে দেখো, ঠিকই তোমাকে পড়িয়ে দেবে, আর তোমাদের না, বইয়ের বিশাল জগতের সঙ্গে এবং কলমের কালো কালির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়ে যাবে। বলো দেখি, তখন কেমন মজা হবে!
.
-মাওলানা আবু তাহের মিছবাহ
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.