আমরা দাঈ জাতি। আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্যে। চাই সে হিন্দু হোক, হোক খ্রিস্টান, কিংবা মুসলমান। দুনিয়ায় আমাদের পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন—
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
কিন্তু আজ আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গেছি। ফলে আমরা ‘দাঈ’ জাতি রূপান্তরিত হয়েছি ‘মাদউ’তে। আমাদের দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্টবাদের দিকে। মুসলিমদের বানানো হচ্ছে খ্রিস্টান। কাদিয়ানি, বাহায়ি, শিয়া—আরও কত বাতিল ফিরকায় মুসলিমদের জাহান্নামি বানানো হচ্ছে! আর আমরা যারা নিজেদের ওয়ারিসে আম্বিয়া দাবি করি, পৃথিবীতে এসেছি মানুষের কল্যাণের জন্য, তারা আছি ঘুমিয়ে। আল্লাহ যদি কাউকে দ্বিনের কিছু খেদমত করার সুযোগ দিয়ে থাকেন, তাতেই আমরা তৃপ্তির ঢেকুর তুলি!
মজার বিষয় হলো, মুসলিমদের যারা খ্রিস্টান বানাচ্ছে, তাদের নিজেদের ধর্মের দিকে মুসলিমদের আকর্ষণ করার মতো কিছু তাদের কাছে নেই। ফলে কুরআনের অপব্যাখ্যা করেই তারা মুসলিমদের বিভ্রান্ত করে। আমরা দাওয়াতের ময়দানে দেখেছি এবং এমনও পেয়েছি যে, ইমাম সাহেব খ্রিস্টান। মানিকগঞ্জ এবং ঝিনাইদহে পেয়েছি পীর সাহেব খ্রিস্টান। শেরপুরে পেয়েছি এক মৌলভি সাহেব খ্রিস্টান। তারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে ইসলামি পরিভাষা ব্যবহার করে মুসলমানদের খ্রিস্টান বানায়। বিভিন্ন জায়গায় মানুষকে টাকার লোভ দেখিয়ে দলে দলে মুরতাদ বানায়। কোথাও আবার অন্য কোনো কৌশলের আশ্রয় গ্রহণ করে। মোটকথা, নানান রকম প্রতারণা করে মুসলিমদের ধর্মহীন করে।
এই যে আমাদের বিপর্যয়, এর মূল কারণ হলো আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা আমাদের কাজ ভুলে গিয়েছি, ফলে তারা দাওয়াত দিয়ে মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বাংলায় বাজে গির্জার বাঁশি বইতে। লেখক ওমর আলী আশরাফ ভাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দাওয়াতের কথা। বইতে তার দাওয়াতি এবং ব্যক্তিগত সফরের বাস্তব চিত্র ও নির্ভুল তথ্য তুলে ধরেছেন। নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি পেশ করেছেন। তিনি যেমন এনজিও ও মিশনারি সমস্যা তুলে ধরেছেন, তার থেকে উত্তরণের উপায়ও বাতলে দিয়েছেন। আমি আশাবাদী, এই বই পড়ে পাঠকের দাওয়াতি স্পৃহা তৈরি হবে, ঈমান-রক্ষার চেতনা জাগ্রত হবে এবং উম্মতের প্রতি অন্তরে দরদ সৃষ্টি হবে। আল্লাহর পথে কাজের আগ্রহ তৈরি হবে এবং অনেক অজানা তথ্য জানতে পারবে।
দাঈ ইলাল্লাহ, মুফতি যুবায়ের আহমদ (দাওয়াহ ইনস্টিটিউট, মান্ডা, ঢাকা)-এর লিখিত বাংলায় বাজে গির্জার বাঁশি র ভূমিকাংশ।
রবিউল ইসলাম –
বাংলায় বাজে
মানবতার মুখোশ পড়ে খ্রিস্টান মিশনারীরা বর্তমানে খুবই তৎপর। তারা মুসলমানসহ অন্যান্য ধর্মের লোকদের বিভিন্ন কৌশলে খ্রিস্টান বানাচ্ছে। মিশনারীদের এসব অপকৌশল নিয়ে লেখা অন্যতম একটি বই হলো “বাংলায় বাজে গির্জার বাশি”। বইটি লিখেছেন বর্তমান সময়ের প্রখ্যাত লেখক ওমর আলী আশরাফ।
সার-সংক্ষেপঃ-
“বাংলায় বাজে গির্জার বাশি” বইটি মূলত লেখক ওমর আলী আশরাফের একটি ব্যক্তিগত সফরনামা। বাংলার জমিনে খ্রিস্টানদের সূদুরপ্রসারী মিশন ও সবরকম অপকৌশল বিস্তারিত ফুটিয়ে তুলেছেন তার এই সফরনামায়। এগুলো তুলে ধরতে গিয়ে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেন। তারই গ্রন্থবদ্ধ রুপ হলো “বাংলায় বাজে গির্জার বাশি”। সফরনামা হলেও বইটিকে লেখক ভাগে বিভিন্ন পর্বে ভাগ করেছেন। যাতে পড়তে গিয়ে পাঠকের ক্লান্তিবোধ হবে না।
খ্রিস্টান মিশনারীরা পার্বত্য অঞ্চল সহ সারা দেশের তারা দরিদ্র পীড়িত সরলমনা মুসলমানদের সামান্য অর্থ প্রদানের মাধ্যমে খ্রিস্টান বানাচ্ছে। এভাবে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে হাজারো মানুষ। কখনো কখনো সেসব অঞ্চলের মানুষকে খৃষ্টধর্ম গ্রহন করতে বাধ্য করা হচ্ছে। বইটি একটি সফরনামা হলেও বইয়ের পরতে পরতে উঠে এসেছে খ্রিস্টান মিশনারীদের অপতৎপরতার কথা। বাংলাদেশ কে নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা। সেই সাথে লেখক তুলে ধরেছেন এসব অপতৎপরতা কে মুসলিম সমাজ কিভাবে রুখতে পারবে সেই কথাও।
ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতেই হয় তাহলে বলবো বইটি ইসলামী মনোভাবাপন্ন সকলের একবার হলেও পড়া উচিৎ। কারন ধীরে ধীরে খ্রিস্টান মিশনারীদের ভয়াবহ চক্রান্ত ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। তাই এখনই সচেতন হউন। এবং নিজ নিজ অবস্থান থেকে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর চেষ্টা করুন।
রবিউল ইসলাম –
মানবতার মুখোশ পড়ে খ্রিস্টান মিশনারীরা বর্তমানে খুবই তৎপর। তারা মুসলমানসহ অন্যান্য ধর্মের লোকদের বিভিন্ন কৌশলে খ্রিস্টান বানাচ্ছে। মিশনারীদের এসব অপকৌশল নিয়ে লেখা অন্যতম একটি বই হলো “বাংলায় বাজে গির্জার বাশি”। বইটি লিখেছেন বর্তমান সময়ের প্রখ্যাত লেখক ওমর আলী আশরাফ।
সার-সংক্ষেপঃ-
“বাংলায় বাজে গির্জার বাশি” বইটি মূলত লেখক ওমর আলী আশরাফের একটি ব্যক্তিগত সফরনামা। বাংলার জমিনে খ্রিস্টানদের সূদুরপ্রসারী মিশন ও সবরকম অপকৌশল বিস্তারিত ফুটিয়ে তুলেছেন তার এই সফরনামায়। এগুলো তুলে ধরতে গিয়ে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেন। তারই গ্রন্থবদ্ধ রুপ হলো “বাংলায় বাজে গির্জার বাশি”। সফরনামা হলেও বইটিকে লেখক ভাগে বিভিন্ন পর্বে ভাগ করেছেন। যাতে পড়তে গিয়ে পাঠকের ক্লান্তিবোধ হবে না।
খ্রিস্টান মিশনারীরা পার্বত্য অঞ্চল সহ সারা দেশের তারা দরিদ্র পীড়িত সরলমনা মুসলমানদের সামান্য অর্থ প্রদানের মাধ্যমে খ্রিস্টান বানাচ্ছে। এভাবে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে হাজারো মানুষ। কখনো কখনো সেসব অঞ্চলের মানুষকে খৃষ্টধর্ম গ্রহন করতে বাধ্য করা হচ্ছে। বইটি একটি সফরনামা হলেও বইয়ের পরতে পরতে উঠে এসেছে খ্রিস্টান মিশনারীদের অপতৎপরতার কথা। বাংলাদেশ কে নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা। সেই সাথে লেখক তুলে ধরেছেন এসব অপতৎপরতা কে মুসলিম সমাজ কিভাবে রুখতে পারবে সেই কথাও।
ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতেই হয় তাহলে বলবো বইটি ইসলামী মনোভাবাপন্ন সকলের একবার হলেও পড়া উচিৎ। কারন ধীরে ধীরে খ্রিস্টান মিশনারীদের ভয়াবহ চক্রান্ত ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। তাই এখনই সচেতন হউন। এবং নিজ নিজ অবস্থান থেকে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর চেষ্টা করুন।