Copyright © 2024 Seanpublication.com
বান্দার ডাকে আল্লাহর সাড়া (হার্ডকভার)
Author : সাঈদ ইবনে আলী আল কাহতানী
Translator : জিয়াউর রহমান মুন্সী
Publisher : মাকতাবাতুল বায়ান
Category : আমল ও আমলের সহায়িকা
৳500 ৳350
You Save TK. 150 (30%)
বান্দার ডাকে আল্লাহর সাড়া (হার্ডকভার)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for বান্দার ডাকে আল্লাহর সাড়া (হার্ডকভার)
Add a review Cancel reply
আব্দুর রহমান –
বইয়ের নাম : বান্দার ডাকে আল্লাহর সাড়া
লেখক : ড. সাঈদ ইবনু আলি কাহতানি (রহিমাহুল্লাহ)
অনুবাদক : শাইখ জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনী :
মুদ্রিত মূল্য : ৫০০টাকা
পৃষ্ঠা সংখ্যা : ৩৬০
.
আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু অনেকদিন হয়ে গেলেও সেই দোয়া কবুলের লক্ষণ দেখতে পায় না। কিন্তু আল্লাহ তো পবিত্র কুরআনে বলেছেন “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’’ (সূরা গাফির : ৬০) তাহলে দোয়া কেন কবুল হচ্ছে না? এর একটাই কারন আর তা হলো যেভাবে যে পদ্ধতিতে তাকে ডাকতে বলেছেন আমরা সেভাবে ডাকতে পারছি না। দোয়া কবুল না হওয়ার অন্যতম কারন হলো আমরা রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়া করতে পারি না।
এছাড়া ভণ্ড পীরদের দেয়া কিছু ভ্রান্ত অজীফা সংক্রান্ত বই পাওয়া যায়। যা পড়ে পাঠক কোন কোন উপকার তো পায় না বরং উল্টো বিভ্রান্তির সমুক্ষীন হচ্ছে।
এমতাবস্থায় মুসলিম উম্মাহর জন্য এমন একটি নির্ভরঘোগ্য দোয়ার বইয়ের প্রয়োজন যেখানে সকল প্রয়োজনীয় দোয়াসমূহের পাশাপাশি দোয়া সংক্রান্ত যাবতীয় বিধিবিধান আলোচনা করা হবে।
আলহামদুলিল্লাহ! আনন্দের বিষয় হচ্ছে সকল প্রয়োজনীয় দোয়া ও তার দিকনির্দেশনা নিয়ে প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল বায়ান থেকে খুব শিঘ্রই প্রকাশিত হয়েছে ” বান্দার ডাকে আল্লাহর সাড়া ” বইটি। বইটি শাইখ ড. সাঈদ ইবনু আলী ইবনি ওয়াহাফ কাহতানি রাহিমাহুল্লাহর লেখা “আয যিকর ওয়াদ দু’আ ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ” এর অনুবাদ। বইটি অনুবাদ করেছেন শায়খ জিয়াউর রহমান মুন্সী।
.
▶ সার-সংক্ষেপঃ-
বইটিকে লেখক মূলত তিন পর্বে বিভক্ত করে আলোচনা করেছেন । পর্বগুলো হলো- “জিকর ও আল্লাহর স্মরণ”, “দুআ”, এবং “রুকাইয়া বা ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা” । প্রতিটি পর্বে যোগ হয়েছে অসংখ্য অধ্যায় ও পরিচ্ছেদ।
.
* ১ম পর্ব- জিকরঃ-
প্রথম পর্বের আলোচনা শুরু হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে যিকর বা আল্লাহর স্মরণ এর মহত্ব ও তাৎপর্য বর্ণনার মধ্য দিয়ে। তুলে ধরা হয়েছে কুরআন ও হাদীসে বর্ণিত জিকরসমূহ। এই অধ্যায়ে পাঠক বুঝতে পারবেন সকাল হতে সন্ধ্যা, জন্ম হতে মৃত্যু, সুস্থ অসুস্থ সহ সর্বাবস্থায় রাসূল (স:) আমাদেরকে আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া করতে বলেছেন।
আমরা অপ্রত্যাশিত ভাবে বা অনেক সময় শয়তানের চক্রান্তে পড়ে এমন অনেক ভুল করে করে থাকি। কিন্তু পরক্ষনেই আবার অস্থির হয়ে যাই এই ভেবে যে এই ভুল আল্লাহ ক্ষমা করবেন কি না। ঠিক সেই মুহুর্তে আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হবে সে সম্পর্কেও বইটিতে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়া বা আল্লাহর স্মরণের মাধ্যমের অতিবাহিত করতে পারি তাহলেই কেবল দুনিয়া ও আখিরাতে সফলকাম হওয়া সম্ভব।
.
* ২য় পর্ব- দুআঃ-
এই অধ্যায়ে লেখক দোয়া সম্পর্কিত বেশকিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচিত হয়েছে দুআর গুরুত্ব, মর্মকথা, প্রকারভেদ ও মহত্ব সম্পর্কে। একজন মানুষ দোয়া করলে কেন কবুল হয়না। কি করলে, এবং কি কি শর্ত পালন করলে দোয়া কবুল হবে, কোন স্থান এবং কোন সময়ে দোয়া করলে কবুল হবে, ইত্যাদি বিস্তারিত জানতে হলে বইটির দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই পড়ুন।
.
* ৩য় পর্ব- রুকইয়াহঃ-
আমরা দৈনন্দিন জীবনে অনেক অসুখ-বিসুখের সমুক্ষীন হয়ে থাকি। অনেক রকম ঔষধ সেবন ও চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেও কিছুতেই অসুখ সারছে না। কিন্তু আমরা চিন্তাও করিনা যে মানব প্রদত্ত এসব পদ্ধতির বাইরেও একটা আলাদা পদ্ধতি রয়েছে। মহান আল্লাহ প্রদত্ত সেই চিকিৎসা পদ্ধতির নাম রুকইয়াহ।
রুকইয়াহ নামক এ পর্বটি দুটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে কুরআন ও সুন্নাহর মাধ্যমে চিকিৎসা করার গুরুত্ব সম্পর্কে। আর দ্বিতীয় অধ্যায়ে পড়ে পাঠক জানতে পারবে কুরআন হাদীসের মাধ্যমে কিছু সমস্যা ও অসুখের চিকিৎসা পদ্ধতি নিয়ে। যেমন- জাদু-টোনা, কুদৃষ্টি, বদ-নজর, জ্বীনে ধরা, বিষাক্ত প্রাণীর দংশন, রোগ ব্যাধি, বিপদ মুসিবত ইত্যাদি। এছাড়াও কালোজিরা, মধু ও জমজমের পানি দ্বারা চিকিৎসা গ্রহন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
.
▶ বইটি কেন পড়বেন এবং কি পাবেন?
১। আপনি যদি দৈনন্দিন জীবনে দোয়া সম্পর্কিত কোন বিস্তারিত বই সম্পর্কে জানতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন।
২। আপনি যদি জানতে চান যে রাসূল (স:) হাদীসে বর্ণিত দোয়াগুলো কখন, কাকে এবং কোন প্রেক্ষাপটে শিক্ষা দিয়েছেন তাহলে বইটি আপনার জন্যই।
৩। বইটি পড়ে বিভিন্ন অসুখ বিসুখ, জাদু, জীনের আসর সহ অনেক রুকইয়াহ নিজে নিজেই করতে পারবেন।
.
▶ যা কিছু ভালো লেগেছেঃ-
১। দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রচ্ছদ।
২। পৃষ্ঠাসজ্জা ও অধ্যায় বিন্যাস।
৪। উপস্থাপনার ধরন। দোয়াগুলো একপাশে আরবী ও একপাশে বাংলা দিয়ে লাইন বাই লাইন অনুবাদ করা। যার কারনে দোয়া ও অনুবাদ একই সাথে পড়তে সুবিধা হচ্ছে।
২। প্রতিটি দু’আয় তাহকীক সহ হাদীস গুলোর রেফারেন্স।
.
▶ ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী রাখা হয়েছে। প্রতিটি পাতায় রয়েছে লেখক ও অনুবাদের কঠোর পরিশ্রমের ছোয়া। বইতে লেখক মুসলিম উম্মাহর সামনে রাসূল (স:) হতে বর্ণিত দোয়া সমূহ সগৌরবে তুলে ধরার চেষ্টা করেছেন ।
বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে রাসূল (স:) হতে প্রাপ্ত দোয়ার ভাণ্ডার কত বিস্তৃত। তার থেকে অল্প পরিমানই আমরা জানি। অথচ প্রত্যেকটি দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।
তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ “বান্দার ডাকে আল্লাহর সাড়া” বইটি একবার হলেও পড়ুন এবং নিজের প্রিয় মানুষ গুলোকেও পড়তে দিন। সেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। দোয়াই হোক নির্ভরতার সোপান।