মার্চ ২০০৩। ইরাকের রাজধানী বাগদাদ। আধুনিকতার অপরূপ সাজে সজ্জিত এ নগরীর অধিবাসীদের মাঝে এক অজানা উদ্বেগ বিরাজ করছে। সাম্প্রতিক কালে উপসাগরীয় অঞ্চলে ইঙ্গ-মার্কিন যৌথবাহিনীর ব্যাপক কর্মতৎপরতা এবং মার্কিন রণতরী মোতায়েন থেকেই মূলত এ উদ্বেগের সৃষ্টি। হয়ত অল্প ক’দিনের মধ্যেই এখানে এমন একটা ঘটনা জন্ম নিবে,যা সমগ্র বিশ্ববাসীকে স্তম্ভিত করে তুলবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে,এর জন্য জাতিসংঘের অনুমোদনেরও অপেক্ষা করা হবে না। তাই দেশি-বিদেশি সাংবাদিকরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছেন। সালমান এই বিদেশি সাংবাদিকদের একজন। সে বাগদাদ এসেছে দিনপনেরো আগে। মার্কিনিরা বিশ্ববাসীকে বোকা বানাতে এবং ইরাকিদের ধোঁকা দিতে তাদের প্রকৃত উদ্দেশ্য গোপন রেখে একদল অনুগত ও মদদপুষ্ট সংবাদকর্মীর দ্বারা দেদারছে অপপ্রচার চালাচ্ছে। এরা যেন বুশ নামক হিটলারের এক একজন প্রোপাগাণ্ডামন্ত্রী বা ‘গোয়েবল্স’। এতদসত্ত্বেও দু-একজন সত্যনিষ্ঠ সাংবাদিক মাঝে-মধ্যেই তাদের এমনসব গোপন তথ্য ও পরিকল্পনা বিশ্ববাসীর সম্মুখে ফাঁস
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.