প্রিয় মানুষ মরে গেলে আমরা হতাশ হয়ে পড়ি। ভাবি, কী হতো এখন না গেলে! মৃত্যু নামক জীবনের এই কঠিন বাস্তবতাকে আমাদের মেনে নিতে বড্ড কষ্ট হয়। অথচ এর চেয়েও কঠিন অবস্থা হচ্ছে যখন আত্মার অপমৃত্যু ঘটে। অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ডাক্তারের অভাব হয় না, অভাব হয় না কল্যাণকামী মানুষদের। সবাই তখন দৌড়ে আসে রোগীকে দেখতে। ডেকে আনে শুভাকাঙ্ক্ষীরা দেশের সেরা থেকে সেরা চিকিৎসকদের। কিন্তু আত্মা যখন মৃত প্রায়, আছে কি কোনো শুভাকাঙ্ক্ষী, যে রোগীকে বাঁচাবে অপমৃত্যুর হাত হতে?
আত্মার এই অপমৃত্যু রোধে তাই নিজেকেই সবার আগে সোচ্চার হতে হয়। নিতে হয় জরুরী ব্যবস্থা। আজ থেকে শত বছর আগে এমন একজন সচেতন রোগী শরণাপন্ন হয়েছিল আত্মার চিকিৎসক ইবনুল-কাইয়্যিম (রহ.)-এর। ইমামের কাছে করেছিল একটি যুগান্তকারী প্রশ্ন, যার উত্তর দিতে গিয়ে উঠে এসেছে আত্মার খুঁটিনাটি, রোগের গভীর থেকে গভীর পর্যালোচনা এবং কার্যকরী সব ওষুধ। এভাবে তৈরি হয়ে গেছে একটি যুগান্তকারী একটি বই, যার বাংলা রূপ ‘আত্মার ওষুধ’। আত্মার ব্যাধি, রিজিকে সংকীর্ণতা, কাজে কর্মে বরকত হারিয়ে ফেলা, মনের কাঠিন্য, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা—মোট কথা মুমিনের হৃদয়-রাজ্যে আসা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মূলে যে পাপাচার দায়ী থাকে, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।
আছে কি কোনো নিরাশ বান্দা, যে ফিরে পেতে চায় আশার ফোয়ারা? আছে কি কোনো ভগ্ন হৃদয়, যে মুছে ফেলতে চায় জীবনের সব কালো ঝঞ্ঝা? আছে কি কোনো সাহসী মুমিন, যে হতে চায় লাগাম ছাড়া প্রবৃত্তির ওপর বিজয়ী? যদি থেকে থাকো, তাহলে এটাই তোমার জন্য ব্যবস্থাপত্র, তোমার আত্মার ওষুধ।
Amit Hasan –
■ বইয়ের নাম- আত্মার ওষুধ
■ শুরুর কথা-
মানুষের দেহের প্রাণদানকারী মৌলিক উপাদান হলো আত্মা বা রূহ। যা মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা ও ইচ্ছা শক্তিকে চালিত করে। এই আত্মা নানা সময়ে নানা ব্যাধিতে জর্জরিত হয়। যার ফলে আমাদের সামগ্রিক দেহে তার প্রভাব পরিলক্ষিত হয়। যা আমাদের হতাশাগ্রস্ত করে ফেলে। আমাদেরকে আল্লাহবিমুখ করে ফেলে। তাই এই মানব আত্মা যেন কোনো ব্যাধিতে আক্রান্ত না হয় এবং আক্রান্ত হলেও আমরা কি উপায়ে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি তা নিয়েই আলোচনা করা হয়েছে আলোচ্য বইটিতে।
■ বই কথন-
বইটি ইমাম ইবনুল কাইয়্যিম রহি. এর মুখতাসার আল জাওয়াবুল কাফী, আদ দাউ ওয়াদ-দাওয়া গ্রন্থের অনুবাদ। বইটি মূলত ইমাম ইবনুল কাইয়্যিম রহ এর কাছে এক ব্যক্তির করা একটি প্রশ্নের মলাটবদ্ধ রূপ। বইটি ভিন্ন ভিন্ন ৪৭ টি অধ্যায়ে সুসজ্জিত। প্রতিটি অধ্যায়ের আলোচনা একটি থেকে অন্যটি স্বতন্ত্র। তবে একটি আরেকটির পরিপূরক।
বইটিতে মানব রূহ যেসব ব্যাধিতে আক্রান্ত হয় সেটি সম্পর্কে এবং এসকল ব্যাধি থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কারণ প্রতিটি রোগের চিকিৎসা আছে এবং এ সকল রোগের চিকিৎসাতে কুরআনের অতুলনীয় গুরুত্ব বা ভূমিকা আলোচনা করা হয়েছে।
মুমিনের অস্ত্র হচ্ছে দুআ। দুআর শক্তি,দুআ কবুল না হওয়ার কারণ এবং দুআ কবুলের উপায় বাতলে দেয়া হয়েছে।
মুমিনের আশা রাখতে হবে আল্লাহ্র প্রতি তাঁর দেয়া ওয়াদার প্রতি। আল্লাহর প্রতি সুধারণা রাখার প্রতিফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে ।
আল্লাহ ভীতি আমাদের সকল রোগের অন্তরায় হতে পারে। সাহাবীরা উওম চরিত্রের অধিকারী হয়েও অন্তরে আল্লাহ ভীতি পোষণ করতেন তা আলোচনা করা হয়েছে।
দুনিয়ার প্রতি মোহ এর কুফল এবং মোহ থেকে বের হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শরীর ও অন্তরের ওপর পাপের কুপ্রভাব, পাপের বংশবিস্তার, জমিনে পাপের কুপ্রভাব, আমাদের বাহ্যিক জীবনে পাপের কুফল গুলো আলোচনা করা হয়েছে।
বিভিন্ন প্রকার গুনাহ, শিরকের নানা প্রকার, শিরকের নানা বাস্তবতা তুলে ধরা হয়েছে।
মানব হত্যার পরিণতি, যিনার পরিণতি, সমকামিতার পরিণতি বিষয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়াও প্রবৃত্তির চিকিৎসা, ভালোবাসার প্রকার, প্রেমরোগ, এর ওষুধ সংক্রান্ত আলোচনার মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে।
■ পাঠ পরবর্তী পর্যালোচনা-
বইটির প্রতিটি আলোচনাই কুরআন ও হাদিস এবং সালাফ-সালেহীনদের কথামালার আলোকে চয়িত। বইটির অনুবাদ, শব্দচয়ন ও শব্দবিন্যাস যথেষ্ট সাবলীল মনে হয়েছে। বইটির পৃষ্ঠাসজ্জা ও বিন্যাস ও বেশ আর্কষণীয়। এই আর্কষণীয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে বইটির নামের সাথে মানানসই দৃষ্টিনন্দন প্রচ্ছদ। তেমন ভুলত্রুটি দৃষ্টিগাহ্য হয়নি।
■ বইটির প্রয়োজনীয়তা-
বইটি একজন পাঠককে তার আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করবে। তাই অন্তরকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহ মুখী হতে একজন পাঠকের উচিত বইটি পড়া।
■ শেষ কথা-
আল্লাহর দিকে ফিরে যাওয়াতেই রয়েছে মহাকল্যাণ। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তিই আমাদের অন্তরের যাবতীয় রোগ নিমূল করতে পারবে। যা এই বইটির মূল শিক্ষা হতে পারে বলে মনে করি।
■ এক নজরে বই-
বই- আত্মার ওষুধ
লেখক- ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ.
অনুবাদক- মহিউদ্দিন রূপম
ধরন- আত্নশুদ্ধি ও আত্মউন্নয়ন মূলক
বাইন্ডিং- হার্ড কভার
মুদ্রিত মূল্য- ৩৩৪
পৃষ্ঠা- ২৩২
প্রকাশনী- সন্দীপন প্রকাশন