fbpx
আত্মনিয়ন্ত্রণ (পেপারব্যাক)
আত্মনিয়ন্ত্রণ (পেপারব্যাক)

আত্মনিয়ন্ত্রণ (পেপারব্যাক)

Author : শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
Translator : আব্দুল্লাহ ইউসুফ
Publisher : রুহামা পাবলিকেশন
Category : আত্ম-উন্নয়ন

73

You Save TK. 39 (35%)

আত্মনিয়ন্ত্রণ (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

অনুবাদক ও সম্পাদক : আব্দুল্লাহ ইউসুফ
পৃষ্ঠা সংখ্যা : ৮৮

একজন মুসলিম ভালো কাজে আত্মনিয়োগ করেন এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রেখে আত্মনিয়ন্ত্রণ করেন। আত্মনিয়োগ ও আত্মনিয়ন্ত্রণের এ প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ, তা ফিতনা ও শাহওয়াতের এ যুগে অনায়াসে বুঝে আসে। আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে ফিতনার ছড়াছড়ি, কামনা-বাসনার আগুন দাউদাউ করে জ্বলছে। সে জন্য দৃঢ় আত্মনিয়ন্ত্রণ-শক্তি থাকতে হবে প্রতিটি মুসলিমের। এ আত্মনিয়ন্ত্রণ-শক্তি তাকে ফিতনার চোরাবালিতে পতিত হওয়া থেকে রক্ষা করবে। সাহায্য করবে কামনা-বাসনার বিরুদ্ধে অটল-অবিচল থাকতে।

Author

Author

আব্দুল্লাহ ইউসুফ

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

Reviews (1)

1 review for আত্মনিয়ন্ত্রণ (পেপারব্যাক)

  1. Amit Hasan

    ■ বই রিভিউ- আত্মনিয়ন্ত্রণ

    ■ শুরুর কথা-

    আত্মনিয়ন্ত্রণ বলতে বোঝায় নিজেকে কোন কিছু থেকে বিরত রাখা। মুসলিম হিসেবে আমাদের কাজ হবে নিজের নফসকে আল্লাহর বেঁধে দেওয়া যাবতীয় নিষিদ্ধ কর্ম থেকে নিয়ন্ত্রণ করা, বাধা দেওয়া নিজ প্রবৃত্তির দাসত্ব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর তাতেই আছে মহাসাফল্য। কারণ সমস্ত নিষিদ্ধ বস্তুর প্রতি স্বাভাবিক ভাবেই মানব মন কৌতুহলপ্রবণ। সে যদি একটি নিষিদ্ধ কর্ম করে তা তাকে আরও পাপের দিকে আচ্ছাদিত করে।

    ইমাম আল গাযযালি বলেছেন-
    অন্তরের প্রথম ভাবনাকে দূর না করলে কামনা তৈরি হবে। কামনা থেকে তৈরি হবে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থেকে নিয়ত আর নিয়ত থেকে কাজ।আর সেই কাজ বান্দাকে ধ্বংস করবে, আল্লাহর ক্রোধের উদ্রেক করবে। তাই মন্দকে শেকড়েই কেটে ফেলতে হবে। যখন অন্তরে ভাবনা আসবে তখনই থামিয়ে দিতে হবে। কারণ, বাকি সবকিছুর উৎপত্তি এই ভাবনা থেকেই। [১]

    ■ বইটির বিষয়বস্তু-

    মুসলিম হিসেবে আমরা কিভাবে মন্দ কাজ থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেটিই এই বইটির মূল বিষয়বস্তু।

    ■ বইটিতে যা যা আছে-

    বইটি ৬ টি অধ্যায়ে সুসজ্জিত। প্রথম অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায় এর পরিচয় সবিস্তার আলোকপাত করা হয়েছে। এরপর আত্মনিয়ন্ত্রণ যে কঠিন কাজ তা কুরআন ও হাদিসের আলোকে আলোকপাত করা হয়েছে।পরবর্তী অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণে দুর্বল হওয়ার মূল চারটি কারণ আলোচিত হয়েছে। একজন আদর্শ মুমিনের কোন কোন বিষয়ে আত্মনিয়ন্ত্রণ করা উচিত এরকম ১৭ টি বিষয়ের আলোচনা করা হয়েছে। এরপর আত্মনিয়ন্ত্রণ এর প্রকারভেদ সংক্রান্ত অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণের দুটি প্রকারভেদ তথা- প্রবৃত্তি প্রতিরোধক আত্মনিয়ন্ত্রণ ও সন্দেহ সংশয় প্রতিরোধক আত্মনিয়ন্ত্রণ আলোচিত হয়েছে এবং কোন গুলো প্রবৃত্তি প্রতিরোধক আত্মনিয়ন্ত্রণ ও কোন গুলো সন্দেহ সংশয় প্রতিরোধক আত্মনিয়ন্ত্রণ সেগুলো সবিস্তারে আলোচনা করা হয়েছে। সর্বশেষ অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে ও শক্তিশালী করতে ১৩ টি নসিহত প্রদান করা হয়েছে। পরিশেষে, পরিশিষ্ট নামক অংশে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনার মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে।

    ■ পাঠ পরবর্তী পর্যালোচনা-

    বইটির প্রতিটি পাতায় পাতায় আছে আত্মনিয়ন্ত্রণের অমিয় সুধা। সেই সুধা পানের মাধ্যমে একজন পাঠক বা পাঠিকা আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে এর গুরুত্ব ও মর্যাদা এবং ফলাফল সম্পর্কে উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ।

    বইটির প্রতিটি আলোচনা কুরআন হাদিসের আলোকে আলোকপাত করা হয়েছে। সালাফ- সালেহীন এর হৃদয়গ্রাহী উক্তিমালা যেকোনো পাঠকের মনকে বিগলিত করবে মস্তিষ্কে অনুরণন সৃষ্টি করাবে ইনশাআল্লাহ।

    বইটিতে উল্লেখিত কোরআনের-হাদিসসমূহের ও সালাফগণের উক্তিমালার যথাযথ রেফারেন্স উল্লেখ করা হয়েছে। শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ বর্তমান সময়ে একজন জনপ্রিয় স্কলার ও লেখক। তার লেখাতে আলাদা একটা সুমিষ্টতা পাওয়া যায়। এই বইটিও ব্যতিক্রম নয়। বইটির অনুবাদও যথেষ্ট সরল, প্রাঞ্জল ও সাবলীল লেগেছে। ছোট কলেবরের বইটি পেপারব্যাকেই মানানসই মনে হয়েছে। যা একজন পাঠক এক বসাতেই পড়ে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ।

    ■ বইটির প্রয়োজনীয়তা-

    বর্তমান ফিতনার যুগে মানুষ সহজেই শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে বিভিন্ন মন্দ কর্মের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে দুর্বল ঈমানের মানুষ। তাদের এই দুর্বলতাকেই শয়তান কাজে লাগিয়ে কুবৃত্তির পথে ঠেলে দিচ্ছে। বইটি পাঠের মাধ্যমে একজন পাঠক বা পাঠিকা আত্মনিয়ন্ত্রণের পরিচয় থেকে শুরু করে কোন কোন বিষয়ে আত্মনিয়ন্ত্রণ জরুরি? কিভাবে আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে? কিভাবে আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী করা যায়?ইত্যাদি বিষয়ে জানার মাধ্যমে নিজেকে আত্মনিয়ন্ত্রণের শক্তিতে বলীয়ান করতে পারবে ইনশাআল্লাহ।

    ■ শেষ কথা-

    প্রতিটি মানুষকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। যার ধারা শেষ হবে জান্নাতে বা জাহান্নামে। আমরা যদি জান্নাতের পথিক হতে চাই তাহলে আমাদের উচিত আল্লাহ প্রদত্ত বিধিবিধান মেনে চলা সে অনুযায়ী পথ চলা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা আল্লাহ মুখী করা শয়তানের চক্রান্ত থেকে নিজেদের মুক্ত রাখা। যা একমাত্র আত্মনিয়ন্ত্রণ নামক গুণ অর্জন করার মাধ্যমেই সম্ভব হবে। কারণ আত্মনিয়ন্ত্রণই একজন মানুষকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলে। আর তাকওয়াই যাবতীয় অপরাধ থেকে মুমিনকে ঢাল হিসেবে রক্ষা করে।

    ▪রেফারেন্স-
    ১. ইহইয়া উলুমুদ্দীন, ৬/ ১৭

    ■ এক নজরে বই-

    ▪নাম- আত্মনিয়ন্ত্রণ
    ▪লেখক- শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
    ▪অনুবাদক ও সম্পাদক- আব্দুল্লাহ ইউসুফ
    ▪বিষয়- ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
    ▪পৃষ্ঠা- ৮৮ ৳
    ▪মুদ্রিত মূল্য- ১১২ ৳
    ▪প্রকাশনী- রুহামা পাবলিকেশন

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।