আরবি ভাষা শেখার কী দরকার? আমরা কি কুরআন পড়তে পারি না?
জি, পড়তে পারি, কিন্তু বুঝতে কি পারি? আমরা কি কুরআন পড়তে পড়তে জান্নাতের সুখবর শুনে আপ্লুত হই? জাহান্নামের ভীতিকর অভিজ্ঞতা শুনে হুঁশিয়ার হই? হই না৷ কারণ, আমরা আরবি ভাষা জানি না৷
কী করে সহজে আরবি ভাষা শিখবেন, সেই কথাগুলো নিজেদের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন একঝাঁক আরবি-ভাষা প্রেমী৷ এদের সবাই এক সময় ছিলেন ইসলাম-বিমুখ৷ পরে ইসলামে এসে বুঝতে পেরেছেন আরবি ভাষার কদর৷ নিজ আগ্রহে শত বারের চেষ্টায় দেখেছেন আলোর মুখ৷ থাকছে তাদের চড়াই-উৎরাইয়ের সেসব রোমাঞ্চকর গল্প৷
Shahriar Ahammed –
📚বই নিয়ে আলোচনা📚
বই – আরবী ভাষা অভিযান
সংকলক – মুহাম্মদ সাজেদুল ইসলাম
বিষয়বস্তু –
১. কেন শিখবেন
২. কীভাবে শিখবেন
৩. সফল অভিযাত্রীদের গল্প
সাজানোর ক্রমটা খুব ভালো হয়েছে। প্রথমে এটি একজন ব্যক্তিকে আরবী ভাষা শেখার বিষয়ে আগ্রহী করে তুলবে এবং দ্বিতীয় অংশে তাকে এই ভাষা শেখার পথ দেখিয়ে দেবে। সবশেষে থাকবে কিছু বাস্তব ঘটনা যা তাকে অনুপ্রেরণা দেবে তার মাকসাদে পৌঁছাতে।
এমন হয়তো একজন মুসলিমও খুঁজে পাওয়া যাবে না যাবে না যে কুরআনকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। তবে, কুরআনের প্রতি আমাদের সম্মান হলো রমাদান মাসে এক খতম দিয়ে, চুমু দিয়ে গিলাফে মুড়িয়ে উপরের তাকে তুলে রাখা। উঁহু, আগামী রমাদানের আগে একদম নামানো যাবে না।
আল্লাহ বলেন, “আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো।” (সুরা ইউসুফ, আয়াত: ২)
আল্লাহ কুরআন তো শুধু রমাদানে তিলাওয়াতের জন্য নাজিল করেননি। আমরা যেন কুরআনের বাণী উপলব্ধি করে নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি, তাই এই কুরআন নাজিল করা হয়েছে। আর, কুরআনের সকল অনুবাদকই একমত যে কুরআনকে শুধুমাত্র আরবী ভাষায়ই হৃদয়ঙ্গম করা সম্ভব। অন্য কোনো ভাষায় তা সম্ভব নয়।
আপনার ইঞ্জিনিয়ার হতে হবে, এর জন্য অনেক ইংরেজি বই পড়তে হবে তাই ইংরেজি শিখেছেন। বিদেশি ক্লাইন্টদের সাথে কথা বলতে হবে তাই ইংরেজি শিখেছেন। কিন্তু, আল্লাহ কুরআন আরবীতে নাজিল করেছেন, তা পড়লে সওয়াব হয়। না বুঝলে সমস্যা নেই। তাই, আরবীও শিখতে হবে না। How hypocrite you are! আল্লাহর সাথে কথা বোঝার বিন্দুমাত্র আগ্রহও কি নেই আপনার?
বর্তমান সময়ে আরবী শেখা যতটা সহজলভ্য, আজ থেকে ১০ বছর আগেও তা এতটা সহজলভ্য ছিল না। তবুও মানুষ আরবী শিখেছে। তাহলে আপনি আমি কি অজুহাত দেখাব আর…
উপরের বইটা আপনাকে আরবী শেখাবে না। তবে, হ্যাঁ আরবী শেখার যে বন্ধুর পথ তা পার হতে আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
জানেন তো, একটা ভালো বই একজন ভালো বন্ধুর সমান।