১. আকিদা হলো এক বৃক্ষের মতো, আর আমলগুলো তার ডালপালা। বৃক্ষ ছাড়া যেমন ডালের অস্তিত্ব কল্পনাতীত, ঠিক তেমনি আকিদাবিহীন আমলও পুরোপুরি মূল্যহীন।
২. যদি দেখেন মৃত্যুর পর আপনার কোনো আমলই আর কাজে আসছে না, তখন কেমন লাগবে আপনার? হ্যাঁ, ভ্রান্ত আকিদা আমাদের সব আমল নিঃশেষ করে দেয়।
৩. আমল তখনই কবুল হবে, যখন আকিদা হবে বিশুদ্ধ। আর বিশুদ্ধ আকিদা গড়ে তুলতে এবং সে অনুযায়ী আমল করতে আজই পড়ে ফেলুন চমৎকার এ বইটি।
৪. আকিদার দুটি অংশ—মৌলিক ও শাখা-প্রশাখা। শাখাগত অংশে মতপার্থক্য থাকলেও মৌলিক অংশে কারো কোনো দ্বিমত নেই। এ বইটি আকিদার সেই মৌলিক অংশ নিয়েই রচিত।
Jahid Hasan –
বইটা আজকে কিনলাম। প্রচ্ছদটা বেশ সুন্দর।
Meher Afroz –
📙 বুক রিভিউ 📗
বইঃ আকিদাতুত ত্বাহাবি
লেখকঃ শাইখ মুহাম্মদ ইবনু আব্দির রহমান আল- খুমাইস।
প্রকাশনঃ সমকালীন পাবলিকেশন
আকিদাকে যদি একটি গাছ হিসেবে কল্পনা করা হয় তাহলে আমলগুলো হবে তার ডালপালা।গাছ ছাড়া যেমন ডালপালার অস্তিত্ব আশা করা কল্পনাতীত ঠিক তেমনই আকিদা ছাড়া আমল মূল্যহীন। কিন্তু তিক্ত বাস্তবতা হলো— বর্তমানে অনেক জ্ঞানী-গুণী বা সাধারাণ পাঠকদের প্রশ্ন করা হলে তাঁরাও বলতে পারে না ঈমানের স্তর কয়টি, ঈমান ভঙ্গের কারণ কোনগুলো।অনেকের নেই তাকদির, বারযাখ, কিয়ামত, পুলসিরাত, আখিরাত সম্পর্কে স্পষ্ট ধারণা। ‘আকিদাতুত ত্বাহাবি’ বইটিতে মূলত এ বিষয়গুলো সম্পর্কেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে।
বইটিতে যা আছেঃ—
বইটির প্রথম থেকে ষষ্ট অধ্যায় পর্যন্ত তাওহিদ ও শিরক বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো রয়েছে আল্লাহর সিফাত,সৃষ্টির সীমা, পরিমাপ ও অদৃশ্য জ্ঞান এবং আল্লাহর একত্ববাদের স্পষ্ট ধরণা সম্পর্কে আলোচনা।
সপ্তম থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত আছে— রিসালাত, কুরআন, আল্লাহর সিফাত অনন্য ও অতুলনীয়, আল্লাহর দিদার লাভ, ইসরা ও মিরাজ, নবিজির সাফায়াত, তাকদির সহ লাওহে মাহফুজ, আরশ ও কুরসি সম্পর্কিত আলোচনা।
এবং ষোড়শ অধ্যায় থেকে একত্রিংশ অধ্যায় পর্যন্ত রয়েছে — আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ে তোলার উপায়৷ আহলুল কিবলা, আল্লাহর সত্তা নিয়ে ভাবনা-চিন্তা, ঈমানের স্তর ও ঈমানের মূল ভিত্তি সমূহ, ফাসিক- মুরতাদ, ইসলামি শাসক ও খলিফার আনুগত্য, কতিপয় ফেরেশতাদের পরিচয়, আখিরাত বিষয়ক আলোচনা সহ আরো অনেকগুলো বিষয়ে সংক্ষিপ্ত আকারে যৌক্তিক ও নির্ভরশীল আলোচনা।
পাঠ্যানুভূতিঃ—
বইটিতে আকিদা সম্পর্কিত বিষয়গুলো খুব সহজ ভাষা এবং সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে।যা, ছোট বড়, সদ্য দ্বীনে ফেরা ভাই-বোন সকলেরই সুখপাঠ্য হবে বলে মনে করছি। তবে, এতটাও সংক্ষিপ্ত করেনি যে পাঠকের তৃষ্ণা মিটবে না। প্রতিটি টপিকের শেষে সারকথা যুক্ত করায় পঠিত বিষয় স্পষ্ট হয়েছে। তাছাড়া প্রতিটি টপিক শেষে লেখক যে প্রশ্ন রেখে গেছেন তা ঐ বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ সৃষ্টি করেছে।
সর্বপরি বলতে চাই— বইটার ভাষান্তর, সম্পাদনা, বানান ও ভাষারীতি, প্রচ্ছদ সবই মোটামোটি ভালো ছিলো।
রিভিও দাতাঃ Meher Afroz