fbpx
আলোর সন্ধানে
আলোর সন্ধানে

আলোর সন্ধানে

লেখক : মুমিনুল হক মিহাদ
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক

118

You Save TK. 82 (41%)

আলোর সন্ধানে

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

মুমিনুল হক মিহাদ

Reviews (1)

1 review for আলোর সন্ধানে

  1. সিরাজাম বিনতে কামাল

    ▪️প্রারম্ভিকা:
    _____________

    আচ্ছা নিভৃতে নির্জনে আমরা কী ভাবি? নিশ্চয়ই তখন মাথার মধ্যে রোমান্টিসিজম চলে আসে তাই না! কিন্তু নিভৃতে নির্জনে কি কখনো স্রষ্টাকে নিয়ে ভেবেছেন! জানেন কি, তখন আল্লাহকে স্মরণ করলে হৃদয়ে বিরাজ করে অপার্থিব আনন্দ। হৃদয় প্রশান্ত হয়। আর তখনই আল্লাহর আরও নিকটবর্তী হওয়া যায়।

    এই সুন্দর কথাগুলোই হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে।

    .🔸 আমরা কি ভালো কিছুর আশায় ধৈর্য ধরি? স্বভাবতই আমরা আশাহত হই, ভেঙ্গে পড়ি আর বলতে থাকি আমার সাথেই কেন এমন হয়? ভুলে গেলে চলবে না, দুনিয়া পরীক্ষাকেন্দ্র। এখানে বিপদ আসবেই। মুমিন হবে আশাবাদী। সে আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। আল্লাহর কাছে সাহায্য চাইবে। একদিন বিপদ দূর হবেই। যেকোন সময় যেকোন পরিস্থিতিতে আমাদের আশাবাদী হতে হবে।

    কেননা, আমি আল্লাহকে দয়ালু ভাবলে তিনি আমার জন্য দয়ালু। আর আমি তাঁকে কঠোর ভাবলে তিনি আমার জন্য কঠোর। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা উচিত।

    .
    🔸প্রকৃতির পরতে পরতে কি স্রষ্টাকে খুঁজে পান? কখনো আকাশ দেখেছেন, দেখেছেন কি আকাশের শাদা মেঘ, বনের সবুজ, অনুভব করেছেন কি ভেজা মাটির সোঁদা ঘ্রাণ কিবা বৃষ্টির রিনিঝিনি ছন্দ!

    একজন স্রষ্টাপ্রেমী মানেই হবে একজন প্রকৃতিপ্রেমী। কেননা সৃষ্টির মাঝেই বিচরণ করেন স্রষ্টা। স্রষ্টা আমাদের জন্যই এত্ত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবী। যেন আমরা তা উপলব্ধি করে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারি। যেন আমরা বুঝতে পারি এই পৃথিবী এত্ত সুন্দর না জানি জান্নাত কত্ত সুন্দর।

    সূরা মূলকে বলা হয়েছে,
    ❝তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবেনা; আবার দেখ, কোন ত্রুটি দেখতে পাও কি?❞

    তেমনি কুরআনের বিভিন্ন জায়গায় প্রকৃতির দিকে দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে। আর এই টপিকটিই হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে।

    .🔸 আল্লাহ আমাকে ভালোই বাসেননা। আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এগুলো কমন কথা।

    কিন্তু আমরা জানি কি, আল্লাহ মায়া মমতার একশ ভাগের একভাগ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর বাকি নব্বইভাগ রেখে দিয়েছেন নিজের কাছে। তো স্রষ্টার ভালোবাসা হলো ইনফিনিটি টু দ্যা পাওয়ার ইনফিনিটি। আমাদের চিন্তা, ক্যালকুলেটরের হিসাব যেখানে শেষ হবে সেখান থেকেই রব্বের ভালোবাসার শুরু। তো তিনি আমাদের কতটা ভালোবাসেন!

    আর এজন্যই শত গুনাহের পরেও, পাহাড় পরিমাণ গুনাহের পরেও তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি আমরা তাওবা করি। পৃথিবীর বিশাল মহাসাগরের সব পানির চেয়েও রব্বের কাছে আমাদের চোখের এক ফোটা পানি অধিক প্রিয়। তিনিই তো আমাদের রব্ব, প্রেমময়ী রব্ব।

    🔸 বই অভ্যন্তরে:
    ________________

    মোট ২৯টি অধ্যায়ের সমন্বয়ে আয়ান প্রকাশনের অনবদ্য বই “আলোর সন্ধানে”। অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আলো হয়ে পথ দেখাবে এই বই। ডিপ্রেশনের সাগরে হাবুডুবু খাওয়া মানুষগুলোর মনে প্রশান্তি বইয়ে যাবে এই বই পাঠের মাধ্যমে।

    লেখক, মুমিনুল হক মিহাদ প্রত্যেকটা টপিক হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন। আর বইয়ের ভাষা ব্যবহার বেশ ভালো লেগেছে। কারণ, প্রাঞ্জল ভাষা সহজেই পাঠকের মন কেড়ে নেয়। আর এরকম আত্মউন্নয়ন মূলক বই সহজেই পাঠক গ্রহণ করতে পারবে এটা পাঠকদেরও কাম্য।

    সবকিছু মিলিয়ে বইটা আমার বেশ ভালো লেগেছে। বইটার উপকারিতা কেমন তা পাঠকের বুঝার সুবিধার্থে কয়েকটি টপিকের নাম উল্লেখ করছি:

    > ভরসায় ভুল
    > ভালোবাসার স্রষ্টা
    > সুন্দর প্রার্থনা
    > সমাধানের খোঁজে
    > কুরআন মাথার মুকুট
    > এসো বন্ধু, আল্লাহর রঙে রঙিন হই
    > বেহেশতের ঘ্রাণ
    > এই বন্ধন, অটুট রবে আজীবন
    > মনের দেশে, মুসাফির বেশে

    .
    ▪️বই পরিচিতি:
    ____________________

    বই: আলোর সন্ধানে
    লেখক: মুমিনুল হক মিহাদ
    সম্পাদনা: আবদুল আহাদ তাওহীদ
    প্রকাশনায়: আয়ান প্রকাশন
    পৃষ্ঠা সংখ্যা: ১১২
    মূল্য: ২০০/-

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।