পরিতাপের বিষয় হলো, তালেবানরা অশিক্ষিত, অসভ্য এবং নিষ্ঠুর বলে বিষাক্ত যেসব বয়ান তৈরি করা হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। আর এ কারণেই মাওলানা সামিউল হকের এ বইটির জরুরত অনস্বীকার্য; বিশেষত সেসব মানুষের জন্য, যারা পাশ্চাত্যের গৎবাঁধা জাতিবাদী ও ইসলামবিদ্বেষী বয়ানের পরিবর্তে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান।পৃথিবীর অন্যতম ও প্রভাবশালী একজন আলিম তালেবানকে কীভাবে দেখেন এবং কীভাবে তালিবানরা সন্ত্রাসের বিপক্ষে ও শান্তির পক্ষে নিরন্তর লড়াই করে গেছেন—সেসব জানার একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে বইটি।
লেখক পরিচিতি
মাওলানা সামিউল হক ছিলেন একজন প্রভাবশালী পাকিস্তানি আলিম ও রাজনীতিবিদ। তিনি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে তিনি ব্যাপক পরিচিত ছিলেন। এ মাদ্রাসা থেকেই অধিকাংশ তালিবান নেতা ও কমান্ডার স্নাতক হওয়ায় তাকে ‘তালিবানের পিতা’ বলা হতো। তিনি তালিবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জমিয়তে উলামা-ই-ইসলাম দলের নেতা হিসেবে তিনি পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দু-বার পাকিস্তানের সিনেটের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০১৮ সালের ২ নভেম্বর রাতে তার বাসভবনে তাকে সারা দেহে এবং মুখমণ্ডলে বহুবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেছিলেন—‘আজ দেশ একটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো’।ফন
Muhammad Ashraful –
বই রিভিউ : আফগান – টালইবান স ন্ত্রাস ও শান্তির আদর্শিক লড়াই
টালইবানদের পিতা মাওলানা সাম ইউল হক হক্কানির জবানে টালইবানরা কেমন এই দিকটি জানার জন্য আপনাকে স্বাগতম!
টালইনবানদেরকে পশ্চিমা মিডিয়া (ইউরোপ আমইরিকা) কেন সন্ত্রা সী ট্যাগ দিয়েছে, কেন সর্বত্র ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে এই বিষয়টি বিশদভাবে জানার সুযোগ হবে এই বইয়ের বদৌলতে। এর পাশাপাশি তাদের জন্ম, বিস্তার বিষয়ে বিস্তারিত জানা যাবে। জানা যাবে তাদের সফলতার নেপথ্যের পেছনের ইতিবৃত্ত। তাদের এই সফলতা শেষ পর্যন্ত আমইরিকা ও ইরআনের এক ও অভিন্ন সার্থের মোহনায় মিলিত হয়ে কি পরিস্থিতির সূচনা করেছে সে ব্যাপারে আগ্রহী পাঠক গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের সন্ধান পাবে।
বইয়ের মাঝের অংশে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে দেওয়া লেখকের ভাষণ তুলে আনা হয়েছে। এরপরের অংশে পাকিস্তান সরকারের প্রতিনিধি হয়ে লেখক কৌশলে তালইবানের সাথে যে আলাপ করেছেন সে বিষয়টি স্থান পেয়েছে। এরপরের অংশে নারী অধিকার ও জিআদ বিষয়ে পশ্চিমা ভুল তথ্যের খন্ডন করা হয়েছে। একেবারে শেষাংশে ইসলামের তাত্ত্বিক দিকগুলো আলোচনা করা হয়েছে। যা পশ্চিমা প্রপাগান্ডায় বিভ্রান্তদের ইসলামের সৌন্দর্য ও মহান দিকটি স্পষ্ট করবে। এটি তাদেরকে এই ধর্ম সম্পর্কে অনেক বেশি জানতে আগ্রহী করে তুলবে।
বইটাতে উল্লেখিত বিভিন্ন ঘটনা লেখক সম্ভবত কৌশলগত কারণে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। সচেতন পাঠকমাত্র সেগুলো আঁচ করতে পারবে বলে আমার বিশ্বাস।
টালিবানদের পিতার চোখে তারা সত্যিই কেমন ছিলেন জানতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। যারপরনাই খুশি এমন একটা বই পড়ার নসিব হওয়ার জন্য। লেখক যেভাবে আঁতশকাচের নীচে সত্য উদঘাটন ও এর গ্রহণযোগ্যতা বলে গেছেন, তা এই বিশ্বের সকল প্রান্তের মুসলমানদের জন্য এক নিদর্শন হিসেবে থাকবে আজীবন। টালিবানরা স ন্ত্রাস ছড়ায় না, তারা ছড়ায় শান্তি। পশ্চিমারা তাদেরকে ভুলভাবে উপস্থাপন করে ইসলাম ও মুসলমানদের সম্মান হানি করে থাকে। এই সত্য তুলে ধরতে লেখকের কলম অবিচল ছিলো।
বইটিতে টুকটাক টাইপজনিত বানান ভুল নজরে পড়েছে। কিছুক্ষেত্রে অনুবাদকদ্বয় যথোপযুক্ত শব্দ নির্বাচন ভুল করেছেন। বইয়ের ৬৭ পৃষ্ঠায় ‘তেলকে’ ‘তৈল’ বলা হয়েছে। ‘তেল’ শব্দ সর্বজন বোধগম্য হওয়া সত্ত্বে ‘তৈল’ শব্দ উল্লেখ করা পছন্দ হয়নি। এছাড়া ৭৩ পৃষ্ঠায় ‘মানুষের প্রাণ হারানোর’ বিষয়টি বলার প্রয়োজনে ‘নিহত হয়েছে’ বলার পরিবর্তে বলা হলো ‘ধ্বংস হয়ে গেছে।’ সাধারণ অর্থে কোনো ‘সম্পদ নষ্ট হওয়া’ অর্থে ‘ধ্বংস’ শব্দের ব্যবহার শোভনীয় দেখায়। পরবর্তী মুদ্রণে সমস্যাগুলোর সমাধান কাম্য।
সিয়ান পাবলিকেশনের প্রোডাকশন বরাবরই সন্তোষজনক পেয়েছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রচ্ছদ, ভালো ছাপা, প্রিমিয়াম বাঁধাই, উন্নত কাগজের ব্যবহার, সন্তোষজনক অনুবাদ ও সম্পাদনা আমাকে খুশি করতে পেরেছে।
অভিযোগ বলতে শুধু একটা কথা বলার আছে! তাত্ত্বিক আলোচনায় ভরপুর বই পেপারব্যাকের বিপরীতে হার্ড কভারের হলে দীর্ঘদিন ব্যবহারে মান অক্ষুণ্ণ থাকতো। ২১৩ পৃষ্ঠার একটা বই পেপারব্যাক প্রচ্ছদের হলে দুইবার পড়ার পর অবস্থা বহুলাংশে নড়বড়ে হয়ে যায়। মলাট বেশিদিন টিকেও না।
বইয়ের সার্বিক দিক পর্যালোচনা শেষে ৯/১০ রেটিং দেওয়া দোষের হবে না।
লেখক : মাওলানা সা মইউল হক হক্কানি
প্রকাশনায় : SEAN Publication
অনুবাদক : নাঈমুর রহমান, শাহেদ হাসান
সম্পাদক : আবু তাসমিয়া আহমদ রফিক
মুদ্রিত মূল্য : ৩৩০টাকা
পৃষ্ঠা : ২১৩টি