হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষকরূপে এই ধুলির ধরায় আগমন করেছিলেন। তিনি ছিলেন আদর্শ শিক্ষক, যার শিক্ষা-দীক্ষা মাত্র ২৩ বছরের সংক্ষিপ্ত সময়ে সমগ্র আরব উপদ্বীপের চেহারা পাল্টে দিয়েছে এবং সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ ও হিদায়াতের এমন এক মশাল প্রজ্জ্বলিত করেছে যা কেয়ামত পর্যন্ত আগত মানব ও জ্বীন জাতিকে ইনসাফ, সুখ-শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির আলোকোজ্জ্বল পথ দেখাবে। অতি সংক্ষিপ্ত সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে আজমে যে বিস্ময়কর বিপ্লব সাধন করেছেন তার অপ্রতিরোদ্ধ গতি ও ব্যাপকতা দেখে বিস্মিত ও চিন্তিত হয়েছে সেসব লোকও, যারা তাঁর এবং তাঁর এই কল্যাণময় মিশনের কট্টর বিরোধী ছিল। এটা তাঁর শিক্ষারই বিস্ময়কর প্রভাব ছিল। এই অতি সামান্য সময়ে আরব মরুর অশিক্ষিত ও বর্বর জাতি; যারা ছিল এক সময়ে শিক্ষা-দীক্ষা, তাহযীব-তামাদ্দুন, সভ্যতা ও ভদ্রতা সম্পর্কে একেবারেই অজ্ঞ, সেই তারাই সমগ্র জাহানে প্রজ্জ্বলিত করেছেন শিক্ষা-দীক্ষা, আদব-শিষ্টাচার, তাহযীব-তামাদ্দুন, সভ্যতা ও ভদ্রতার দ্বীপ্তিময় মশাল। এ ভাবে সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা-দীক্ষার যে বিস্ময়কর ও পরিপূর্ণ ফলাফল বিশ্ববাসী প্রত্যক্ষ করল, এর কোন নজীর পৃথিবীর ইতিহাসে নেই।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.