শাইখ আব্দুল মালিক আল কাসিমের এক বিস্ময়কর সৃষ্টি—“হাল মিন মুশাম্মির’। দ্বীনের পথে এক অনন্য সাধারণ মোটিভেশন। অনবদ্য সব দাওয়াহ-প্রকল্প, কল্যাণের পথে উঠে আসার অভিনব সব আইডিয়া, আখিরাতের পাথেয় সংগ্রহের রকমারি কর্মসূচি আর শাইখের অপূর্ব ভাষাশৈলীর ঝঙ্কার—সব মিলিয়ে পাঠক বন্ধুদের জন্য ব্যতিক্রমধর্মী এক উপহার।
বইটি পড়তে পড়তে শাইখের অপূর্ব ভাষাশৈলী আপনাকে মোহিত করবে। একটি পুলকিত বিস্ময়বোধ তাড়া করে ফিরবে আপনাকে। আপনি অনুভব করবেন কল্যাণের বারিধারায় স্নাত হতে ব্যাকুল হয়ে উঠেছে আপনার হৃদয়। অনেকগুলো কল্যাণ-প্রকল্পের একটি না একটি আপনার ভালো লেগে যাবেই।
সাতাশটি অভিযাত্রায় ছড়িয়ে থাকা অসংখ্য প্রকল্প আপনার চিন্তার নতুন দিগন্ত খুলে দেবে। একই আদলে নিজের পরিবার, সমাজ, পরিবেশ ও সামর্থ্যরে আলোকে বাস্তবক্ষেত্রে আপনিও খুঁজে পাবেন আরও অনেক প্রকল্প। দ্বীনি দায়িত্ববোধ ও লেখকের উৎসাহ আপনাকে পথ প্রদর্শন করবে নিত্য নতুন কর্মক্ষেত্রের সন্ধানে।
Ruponti Shahrin –
বইঃ আছে কোনো অভিযাত্রী?
লেখকঃ- শাইখ আব্দুল মালেক আল কাসিম
অনুবাদ: আমীমুল ইহসান
পৃষ্টা সংখ্যা: ৯৬
প্রচ্ছদ মূল্য: ১২৪
মুসলিম মেয়েদের তোমার মতো আর দশজন কর্মোদ্যমী তরুণ উপহার দিলেই যথেষ্ট হয়ে যেত…।
সত্যিই তো।
আছে কোনো উদ্যোগী?
আছে কোনো অভিযাত্রী?
হ্যাঁ। আছে।
-যারা নিয়মিত মসজিদে গমন করে।
-যারা সালাত কায়েম করে, ফরজ ও নফল ইবাদাতে শামিল হয়।
-নিয়মিত মনোযোগ দিয়ে খুতবা শোনে।
-নিজেকে সুসংযত ও সুসংহত রাখে যিনা থেকে।
-ইসলামি জীবন কায়েমে অযুহাতবিহীন শক্তি ও সামর্থ্যের অবিচল পাহাড়।
-দুস্থ মানুষের সেবায় নিজেই কর্মপরিকল্পনা করে, নকশা বানায়, বাস্তবায়ন করে।
-কর্মব্যস্ততার যুগেও ইশরাকের সালাত ও কুরআন তিলাওয়াত বাদ যায় না।
-এলাকার যুবকদের সমবেত করে ভাল কাজে।
-মজলিসে খুতবা শোনে, মানুষকে নিজেই বই ও ভাল লেকচারের ক্যাসেট উপহার দেয়, বিতরণ করে। পাড়া, মহল্লায় কিংবা ফ্ল্যাটে ক্ষুদ্র প্রচেষ্টায় লাইব্রেরি গঠন করে।
-রমজান উপলক্ষ্যে শিশুদের কুরআন থেকে আয়াত, গল্প শিক্ষার আয়োজন করে।
-হাদিস চর্চা করে এলাকার তরুণ ও প্রবীণদের সাথে।
-এলাকার অসহায় মানুষের খবর নেয়। উপর্যুপরি সাহায্যে এগিয়ে আসে।
-রাত জেগে তাহাজ্জুদ পড়ে।
-আইয়ামে বীজের রোজা রাখে, নবিজির সুন্নত ধারণ করে। নিজে শিখে ও অন্যকে শেখায়।
– সীরাত অধ্যয়ন করে।
-দাতব্য সংস্থার সাথে কাজ করে, খাবার ও পানি বিতরণ করে।
-কোমল হৃদয়ে, অন্তহীন উদারতায় অল্প কথায় সে দখল করে মন।
-শুধু বাইরের জগতে নয়, পরিবারের জন্য সে যোগ্য সদস্য।
এদের নিয়ে যত যাই লেখা হবে, যেন কম লেখা হবে।
এরাই তো উম্মতের আদর্শ যুবকের উজ্জ্বল নমুনা।
আছে কোনো আলোর পথের দিশারী? জান্নাতের সবুজ পাখি?
পিছিয়ে পড়া কাফেলাকে পথ দেখাবার আছে কোনো দৃঢ় প্রত্যয়ী যুবক?