প্রতিদিন ফজরের আগে খলিফা আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু আনহু মদিনার বাইরে একটি তাঁবুতে যেতেন। তিনি তাঁবুতে প্রবেশ করে সেখানে কিছুক্ষণ সময় কাটাতেন। আবু বকর রাযিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু খুঁজে বের করার চেষ্টা করলেন যে ঐ তাঁবুতে কে থাকে?!
তিনি সেখানে গিয়ে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন, যে বয়সের কারণে প্রায় অন্ধ হয়ে গেছে। ওমর রাযিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে তার সম্পর্কে জানতে চান। বৃদ্ধা উত্তর দেন, ‘আমি এক বৃদ্ধা, যার এই দুনিয়াতে কেউ নেই এবং আমি আমার ভেড়াসহ একা এই তাঁবুতে থাকি। প্রতিদিন মদিনা থেকে একটা লোক এখানে এসে আমার তাঁবু ঝাড়ু দিয়ে দেয়, খাবার রান্না করে দেয়, ভেড়া থেকে দুধ দোহন করে দেয় এবং সেগুলোর যত্ন নেয়। তারপর চলে যায়। তার পরিচর্যা ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না।’
ওমর রাযিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ‘আপনি কী জানেন ঐ ব্যক্তি কে?’ মহিলা জানালেন, ঐ ব্যক্তি কে, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মদিনার ওই লোক কখনোই বৃদ্ধার কাছে এই ব্যাপারে কিছু বলেনি। ওমর রাযিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধাকে বললেন, ‘তিনি ছিলেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু’।
Meher Afroz –
📔বই রিভিউ📗
বইঃ আবু বাকর আস- সিদ্দীক
লেখকঃ ড. আলি মুহাম্মদ সাল্লাবি
বর্তমান প্রজন্মের মুসলমান সমাজ অশ্লিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী নায়ক-গায়ক, খেলোয়ার কিংবা শাসকদের সম্পর্কে যতটা জানে; খুলাফা রাশিদূনের মহান ব্যক্তিবর্গ সম্পর্কে ততটাই কম জানে। এ প্রজন্ম টিভি সিরিয়ালে কৃত্তিম বীরপুরুষের ‘সাহসিকতা’ দেখে চমকিত হয়। অথচ ইসলামের শ্রেষ্টতম খলিফাগণ কেমন সাহসী ছিলেন তা তারা জানেই না। মোটামুটি সচেতন মুসলমান ভাইদের ভেতর থেকেও যখন প্রশ্ন করা হয়ঃ
‘ইসলামের প্রথম খলিফা কে?’
তখন অনেকেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে তারপর প্রতিউত্তর করেন, ‘জানি না।’ আহ! যে খলিফাগণ কুফফার /তাগুত দমন করে ইসলামের শান্তি বাণী দিকে- দিকে প্রতিষ্ঠা করেছেন আজ আমরা তাদের ভুলতে বসেছি। মুসলমান হিসেবে এর চাইতে লজ্জাজনক আর কী আছে?
আমাদের জানার পরিধিকে বিস্তৃত করার তাগিয়ে সিয়ান পাবলিকেশন প্রকাশ করেছেন ‘ইসলামের ইতিহাস’ বিষয়ক গ্রন্থ ‘আল- খুলাফা- আর- রাশিদূন’ । যার ২য়- পর্ব হলো ‘আবু বাকর- আস- সিদ্দিক [রাঃ]’।
গ্রন্থটি নির্মিত হয়েছে ইসলামের প্রথম খলিফা আবু- বাকর [রা.]- এর জীবনী ভিত্তিক তথ্যমালাকে একত্র করে।যেমন– তাঁর জন্ম- মৃত্যু, ইসলাম গ্রহণের ঘটনা, মদিনা হিজরত জীবন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ময়দানে তাঁর ভূমিকা, নবিজি [স.] ওফাতকালে তাঁর ভূমিকা, প্রশাসনিক কার্যক্রমে তাঁর অসামান্য কৃতিত্ব, মুরতাদের বিরুদ্ধে কঠোর বিদ্রোহ, ভন্ডনবীদের সমূলে উৎপাটন সহ বিভিন্ন সময়ে ইসলামের তরে বিভিন্ন ভূমিকা। তিনি ছিলেন ইসলামের তরে ‘সর্বদা নিবেদিত প্রাণ’।
বই থেকে কিছু অংশঃ—
‘ যদি আমাকে না পাও, তা হলে আবু বাকরের কাছে যেয়ো।’
পৃষ্ঠা নং— ১৯৮
‘ মৃত্যুকে খোঁজো! তুমি জীবনকে পেয়ে যাবে।’
পৃষ্ঠা নং— ২৬৩.
‘ সত্যতার সবচেয়ে উচ্চতর দিকটি হলো বিশ্বস্ততা।আর সবচেয়ে খারাপ মিথ্যা হলো বিশ্বাসঘাতকতা।’
পৃষ্ঠা নং— ২৬৩
‘আল্লাহর শপথ! তারা আল্লাহর রাসূলকে যা দিত, এমন একটি ছাগল ছানাও দিতে যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব।’
পৃষ্ঠা নং—২৮০
পাঠ্যানুভূতিঃ—
আবু বাকার [ রাঃ] ছিলেন সত্যিকার অর্থে একজন বিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তি।তিনি তাঁর জীবনের প্রত্যেকটা পদক্ষেপের ব্যাপারে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। যখন কঠোর হওয়া দরকার ছিল, তিনি কঠোর হয়েছেন।পাশাপাশি যখন দয়া, ক্ষমা ও শিথিলতা দেখানোর প্রয়োজন পড়েছে, তখনও তিনি সেসব গুণ প্রকাশের ক্ষেত্রে কুন্ঠিত হননি।সঠিক স্থানে তিনি তা প্রকাশও করেছে।
গ্রন্থটি যেন গল্পে গল্পে শেষ হয়ে গেলো। বই পড়ে কল্পনার জগৎ বিচরণ করে খুঁজে পেলাম যেন পবিত্র এক ‘আত্মার সন্ধান’।যিনি আমরণ ইসলামের তরে জীবন বিলিয়ে দিয়েছেন। প্রতিটা সময় জীবন বাজি রেখে দ্বীনের আলো ছড়িয়েছেন অন্ধকার আচ্ছন্ন ধরার দিকে- দিকে। মুসলিম উম্মা তাঁর কর্মের জন্য আমরণ ঋণী হয়ে থাকবে। তাঁর জীবনী আমাদের দ্বীনের পথে চলার উজ্জ্বল দৃষ্টান্ত। আবু- বাকার [রাঃ]- সম্পর্কে বিস্তৃত পরিসরে জানার ক্ষেত্রে বইটি অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছি।
গল্পের মত সিরিয়াল মেইনটেইন করে ঘটনাগুলো সাজানো হয়েছে।বর্ণনাশৈলী সহজ ও মানসম্মত ছিলো। তাছাড়াও বইটির রেফারেন্স গুলো খুবই স্ট্রং।বেশিরভাগ’ই সহিহ হাদিস, কুরআনের উদ্বৃতিসমূহ একত্র করে বর্ণিত হয়েছে। রেফারেন্স গুলো প্রতি পৃষ্ঠার নিচে ছোট্ট করে উল্লেখ্য করার কারণে অনেক সহজেই নোটস করা সম্ভব হয়েছে।
বাইন্ডিং মজবুত ছিলো। প্রচ্ছদ এবং পৃষ্ঠা কোয়ালিটিও চমৎকার ছিলো।
মন্তব্যঃ—
⊕ হার্ডকাভারের গ্রন্থ হওয়ার কারণে ‘ফিতা বুকমার্কে’র প্রয়োজনীয়তা বারংবার অনুভব করছিলাম। আশা করি, পাঠকদের পড়ার সুবিধা বিবেচনা করে পরবর্তী সংস্করণে বইটিতে ফিতা বুকমার্ক যুক্ত করে দেবেন।ইন শা আল্লাহ।
রিভিউ দাতা- Meher Afroz