বই সম্পর্কে কিছু কথা….
আব্দুল কাদের জিলানী রহ.। ইতিহাসের এক প্রদীপ্ত মনীষা। প্রায় হাজার বছরব্যাপী মুসলমানদের চিন্তা ও মননকে আলোকিত করছেন। অধ্যাত্মিকতার বরেণ্য ইমাম হিসেবে তিনি সমধিক পরিচিত। কাল ও শতাব্দী পরম্পরায় তার মুখনিঃসৃত নাসিহাহ মানুষের আত্মোন্নতি, আত্মশুদ্ধির বিপ্লব সাধন করে চলছে। আঁধার ছেড়ে আলোর ভুবনে, পাপের আসর থেকে পুণ্যের মজলিসে কতো শতো লোকেরা ছুটে আসছে তার সুরভিত বাণীর প্রভাবে। সিরিয়ার বিশিষ্ট গবেষক শাইখ সালেহ আহমাদ শামী জীবনগড়ার অমূল্য পাথেয়মূলক তার একগুচ্ছ নাসিহাহ সংকলন করেছেন, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতায় যা প্রশ্নাতীত। বাংলাভাষী পাঠকদের জন্য অসামান্য এ গ্রন্থটির অনূবাদ প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশন থেকে।
Copyright © 2024 Seanpublication.com
Meher Afroz –
📘বুক রিভিউ📗
বইঃ আব্দুল কাদের জিলানি রহ.-এর
একগুচ্ছ নাসিহাহ
লেখকঃ সালেহ আহমাদ শামি
ইতিহাসের প্রদীপ্ত মনীষী আব্দুল কাদের জিলানী [রহ.]-কে কম- বেশি আমরা সবাই চিনি।আধ্যাত্মিকতার বরেণ্য ইমাম হিসেবে সমাধিত ছিলেন তিনি। কাল পরিক্রমায় উম্মাহ যখন নবী- রাসূলগণের আদর্শ ভুলতে শুরু করেছিলো তখন ইসলামি দৃষ্টিকোণ থেকে তাঁর নাসিহাহ গুলো হয়ে উঠেছিলো মানুষের আত্মোন্নতি, আত্মশুদ্ধির খোরাক। সেসব নাসিহাগুলো আজও আমাদের নবী- রাসূলের আদর্শ মোতাবেক সরল পথে চলার এবং ইসলামের পথে অটল থাকার শক্তি জোগায়।
হাসানাহ পাবলিকেশনের এই- ‘ আব্দুল কাদের জিলানি রহ. এর- একগুচ্ছ নাসিহাহ ’ বইটিতে তাঁর অনেকগুলো নাসিহাহ উল্লেখ্য করা আছে।আল্লাহ চাহেন তো, বইটি অবক্ষয়ে নিমজ্জিত উম্মাহর আত্মউন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।ইন শা আল্লাহ।
বই থেকে কিছু অংশঃ—
‘হে বৎস! তোমার ইলম প্রতিনিয়ত তোমাকে ডেকে বলছে, যদি তুমি আমল না করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবো।আর যদি আলম করো, তাহলে সাক্ষ্য দেবো তোমার পক্ষে। ইলম তোমাকে ডেকে বলছে, তথাপিও তুমি কর্ণপাত করছ না।কারণ, তোমার তো শোনার মতো হৃদয় নেই। তুমি যদি প্রকৃতই কল্যাণ চাও,তাহলে হৃদয়ে কানে শ্রবন করো সেন ডাক।এবং নিজেকে উজার করে দাও তার কাঙ্ক্ষিত অন্বেষণে।তাহলে তখনই তুমি তোমার ইলম দ্বারা উপকৃত হবে।
তুমি ততক্ষণ পর্যন্ত রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার ইলম অনুযায়ী আমল করো।’
পৃষ্ঠা নং— ৫৫
‘তুমি গোনাহে লিপ্ত আছ, তবুও আল্লাহ সুবহানাহু তায়ালার অফুরন্ত রহমত থেকে নিরাশ হয়ো না।তওবার পানি দ্বারা তুমি তোমার অপবিত্র পোশাক ও দেহকে ধৌত করো এবং কৃত তওবার ওপর অটল ও অবিচল থাকো। আর অন্তরকে করো ইখলাস দ্বারা পরিপূর্ণ।’
পৃষ্ঠা নং—৭৬
পাঠ্যানুভূতিঃ—
নাসিহাহ গুলো আসলেই চমকপ্রদ ছিলো।প্রতিটি নাসিহাহ সত্য ও সুন্দরের পথে জীবন অতিবাহিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।তাছাড়া, নাসিহাহ গুলোর ওপরে শিরোনাম যুক্ত করায় প্রয়োজন মত নাসিহাহ গ্রহণ করার সুবিধা হয়েছে।
প্রচ্ছদ, কাগজের মান, পৃষ্ঠাসজ্জা মোটামোটি ভালো।
মন্তব্যঃ—
⊕একটা কথা না বললেই নয়-
বইয়ের নামটি অনেক বড় হয়ে গিয়েছে। আরো শর্ট করে নাম সেট করলে বইটি’র মান আরো বৃদ্ধি পাবে। পরবর্তী সংস্করণ কালে এ বিষয়টি প্রকাশকের মাথায় রাখলে ভালো হবে।ইন শা আল্লাহ।
রিভিউ দাতাঃ Meher Afroz