মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ্ তাআলা শুধু কিতাব নাযিল করে ক্ষান্ত হন নি, সাথে একজন রাসূল পাঠিয়েছেন। যিনি আল্লাহ প্রদত্ত বার্তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। মানব জীবনে কুরআনের প্রয়োগ কীভাবে ঘটবে, কীভাবে আল্লাহর নির্দেশ মেনে জান্নাতে পৌঁছুতে হবে, এর বাস্তব নজীর নবীজি দেখিয়ে গেছেন। সেই নবীর বলা কথা, কাজ, সম্মতি, অসম্মতি সবই হাদীস অন্তর্ভুক্ত। মোট কথা হাদীস কুরআনের ব্যাখ্যা।
.
হাদীসের কিতাবসমূহের ভিতর সবচেয়ে বিখ্যাত হলো সহীহুল বুখারী। কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে মুসলিমদের মাঝে প্রতিষ্ঠিত। এর প্রতিটি হাদীস সহীহ হওয়ার ব্যাপারে আলিমদের ভিতর দ্বিমত নেই। মুসলিম মাত্রই নবীজির জীবনাচার, তাঁর মুখ নিঃসৃত বাণী জেনে রাখা জরুরী। তাই বুখারীর এক দুই কপি হলেও আমাদের সকলের ঘরে থাকা চাই। প্রিয়জনকে উপহার দেবার জন্য নবীজির হাদীসের চাইতে উত্তম আর কী হতে পারে? এ ক্ষেত্রে তাওহীদ পাবলিকশন্সের অনুবাদ বেশ ঝরঝরে। ছয় খণ্ডে সমাপ্ত পুরো সিরিজটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন। এছাড়া আলাদাভাবেও কেনার সুযোগ আছে।
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.