১৮৭৬ সালে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ যখন ক্ষমতা গ্রহণ করেন, পুরো উসমানি খেলাফত তখন নানা ব্যাধি ও বিপর্যয়ে ধ্বংস হয়ে যাওয়ার মুখে। তার অবস্থা হয়ে যায় রুগণ ব্যক্তির মতো। সেই ধ্বংসের কিনার থেকে রুগণ উসমানি সালতানাত একাই টেনে তোলার চেষ্টা করেন এই মহান খলিফা। তিন দশকব্যাপী তার শাসনামল ছিল নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতায় ভরপুর। দুর্বল ও নিঃস্বপ্রায় সাম্রাজ্যকে তিনি নিজের দূরদর্শী ও সুদূরপ্রসারী কর্মপন্থা আর পরিকল্পনার মাধ্যমে ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, যা তার প্রবল বিরোধীরাও স্বীকার করতে বাধ্য। . এই বইটি সুলতানের নিজস্ব চিন্তার বুননের অমর স্বাক্ষর। এই বইয়ের বিষয়গুলো রাজনীতিঘনিষ্ঠ। তৎকালীন সময়ে উসমানি সাম্রাজ্যকে ঘিরে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল, সুলতানকে নিয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো যে ষড়যন্ত্র ও মিথ্যাচারে মেতেছিল, এসবের নির্মোহ চিত্রায়ণ ফুটে উঠেছে সুলতানের ডায়েরিতে। উসমানি সাম্রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যেসব মিথ্যাচার ও আপত্তির চর্চা হয়ে আসছে, এই বইয়ে পাওয়া যাবে সেগুলোর সত্যনিষ্ঠ ও বলিষ্ঠ জবাব।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.