একজন ডুবুরী যখন সমুদ্রে ডুব দেয়, কোঁচড় তার ভরে যায় মুক্তোদানায়। সে হাতড়ে বেড়ায়, হাত বাড়ালেই রাশি রাশি মণিতে তার ভরে যায় দু হাত। তবু মেটে না তৃষ্ণা। কুরআনের সরোবরে অবগাহন করা ডুবুরীর তৃষ্ণা কি মেটার মত?
জীবনের পরতে পরতে সে সাজায় কুরআনের মুক্তমাল্য। হিদায়াতের আলোকবর্তিকা হয়ে জ্বল জ্বল করতে থাকা প্রতিটি শব্দে, বাক্য থেকে যেন নুরের অবিরত ছটা বিচ্ছুরিত হয়। যে পেয়েছে এই নুরের দিশা, জীবনে তার রয় না কোনো হতাশা। আসুক যত দুঃখ দুর্দশা, কুরআনই হয়ে উঠে তার নেশা।
জীবন জুড়ে জড়িয়ে থাকা কুরআনী শব্দমালা একজন দরদী দাঈর অনুভূতি হয়ে আছড়ে পড়ে কলমের ডগায়। কুরআনের সবচে নিকটতম সঙ্গলাভের মুহূর্তে রচিত হয়েছে জীবনের যত অর্থ…
Reviews
There are no reviews yet.