বাচ্চারা কাদামাটির মতো৷ ছোটবেলা থেকেই তাদেরকে যেভাবে প্রতিপালন করা হয় বড় হয়ে তাদের জীবন, দ্বীনি মেজাজ এবং ব্যক্তিত্ব সেভাবেই গড়ে ওঠে৷
আমরা জানি, সব শিশুই ফিতরাতের উপর জন্মায়। কিন্তু জন্মপরবর্তীতে তার পিতামাতা তাকে যেভাবে বড় করেন সে মূলত সেই বিশ্বাসই লালন করে বেড়ে ওঠে৷
তাই ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে তাদের ‘দ্বীনি পরিচয়’ এর আলোকে প্রতিপালন করতে হবে৷ তাদেরকে বোঝাতে হবে মানুষ হিসেবে আমাদের প্রথম এবং প্রধান পরিচয়ই হলো আমরা সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ।
কিন্তু এই যে আমরা মুসলিম, আমাদের নামটাও মুসলিম নাম। শুধু এতটুকু পরিচয়ই তো যথেষ্ট নয়। মুসলিম হিসেবে আমাদেরকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেগুলো মানতেও হবে।
এজন্য একেবারে ছোটবেলাতেই আমাদের সন্তানদেরকে ইসলামের পাঁচটি রুকন বা ভিত্তি সম্পর্কে ধারণা দিতে হবে৷ সেই নিয়তকে সামনে রেখেই ছোটদের জন্য রুকন সিরিজের এই বইগুলো লেখা হয়েছে আলহামদুলিল্লাহ।
বাচ্চারা যেহেতু গল্পপ্রিয় তাই লেখিকা তাদের উপযোগী ভাষায়, গল্পে গল্পে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছেন মাশাআল্লাহ। বইয়ের প্রতি বাচ্চাদের আকর্ষণ ধরে রাখার জন্য, বইয়ের পাতায় পাতায় রয়েছে শরয়ী সীমার মাঝে আঁকা চমৎকার কিছু গ্রাফিক্স ডিজাইন৷
গল্পের শেষে বাচ্চাদের জন্য রয়েছে অল্প কিছু এক্টিভিটি।
রুকনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা হওয়ায়, বইগুলো শরয়ী সম্পাদনাও করে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
গল্পে গল্পে ইসলামের পাঁচ রুকন সিরিজে রয়েছে মোট পাঁচটি বই। বাচ্চাদের জন্য লেখা, চমৎকার এই বইগুলোতে গল্পের আনাসের সাথে সাথে আমাদের বাচ্চারাও কালিমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা লাভ করতে পারবে ইন শা আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সবার প্রচেষ্টাকে সহজ করুন, কবুল করে নিন৷ আমীন
রুকন সিরিজের বইসমুহু :
বই-১ কালিমা সবার আগে
বই-২ নামাজ কায়েম করতে হবে
বই-৩ যাকাত আদায় করতে হয়
বই-৪ আমিও রোজা রাখতে চাই
বই-৫ হজে গিয়ে দেখব কা’বা
উপযোগী বয়স : ৪-৮ বছর
Reviews
There are no reviews yet.