‘আশ’আরী ও মাতুরিদী মতবাদের লোকেরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের অন্তর্ভুক্ত?’এই গ্রন্থটি বুঝতে হলে প্রথমেই কিছু মৌলিক জ্ঞান থাকা অবশ্যক। আমি মনে করি, পাঠকের আশ’আরী মতবাদ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অর্জন করা উচিত যেমন:- তাদের মধ্যে কি কি ঘটেছে, তাদের বড় বড় জ্ঞানী কারা রয়েছে, যারা আশ’আরী মতবাদকে প্রচার- প্রসার করেছেন তাদের আসল পরিচয় কী? বিভিন্ন সময় তাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড, বিশেষ করে আসমাউস সিফাতের অধ্যায়ে তাদের মূলনীতিগুলো কি? এজন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে আশবারী মতবাদের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশ’আরী মতবাদকে সম্পৃক্ত করা হয়ে থাকে ইমাম আবুল হাসান আল- আশ’আরী রাহিমাহুল্লাহ’র দিকে। তবে দুঃখজনক বিষয় হলো, বর্তমানে যারা নিজেদেরকে আশ’আরী মতবাদের অনুসারী দাবী করে থাকেন, তারা আসলেই ইমাম আবুল হাসান আল- রাহিমাহুল্লাহ’র আকীদাহ এবং মানহাজ থেকে বহু দূরে অবস্থান করছেন।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.