Copyright © 2024 Seanpublication.com
আত্মশুদ্ধি
আত্মশুদ্ধি
লেখক : আবূ আবদুর রহমান আস-সুলামী
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক: আব্দুল্লাহ আল-মাসউদ
মোট পৃষ্ঠা : ৬৪
৳92 ৳65
You Save TK. 27 (29%)
আত্মশুদ্ধি
Share This Book:
Rehmatullah Sojol –
মানুষ মাত্রই সফলতাকামী। জীবন পথে সফল হতে চাই আমরা সবাই। কিন্তু প্রকৃত সফলতার সংজ্ঞা নির্ধারণে আমরা যে গোলমাল পাকিয়ে ফেলব সেটা আল্লাহ তা’আলা খুব ভালোভাবেই জানেন।
তাই, কুরআনু কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা নিজেই প্রদান করেছেন সফলতার সংজ্ঞা– “সে-ই সফলকাম হয়েছে, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে।” [সূরা শামস : ৯]
এখানে মহিমহিম রব আমাদেরকে বলে দিয়েছেন, নিজেকে পরিশুদ্ধ করাটাই হলো প্রকৃত সফলতা।
কিন্তু, নিজেকে পরিশুদ্ধ করা তো সহজ কোনো কাজ নয়। এটা অর্জন করতে আমাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন সমস্যার। প্রতিষোধকের দ্বারা অন্তরকে শুদ্ধ করতে বিভিন্ন রোগ থেকে।
আমাদের সামনে অন্তরের সেই রোগসমূহের পরিচয় এবং সেগুলো থেকে অন্তরকে পরিশুদ্ধ করার উপায় বাতলে দিয়ে পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলীম এবং মনোরোগ বিশেষজ্ঞ শাইখ আবূ আব্দুর রহমান আস-সুলামী রাহি. রচনা করেছেন– ‘উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা’ নামক গ্রন্থ। গ্রন্থটিকে বাংলা ভাষায় মলাটবদ্ধ করা হয়েছে ‘আত্মশুদ্ধি’ নামে। ভাষান্তর করেছেন– উস্তায আব্দুল্লাহ আল মাসউদ। প্রকাশ করেছে– মাকতাবাতুল বায়ান।
• বইটির বিষয়বস্তু:
বইটির প্রথমেই অনুবাদক সাহেব আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা ও বই সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এরপর সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে মূল লেখকের জীবনী। এরপর শাইখ সুলামীর খুব সংক্ষিপ্ত তবে তাৎপর্যপূর্ণ একটি প্রারম্ভিকার মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ। রোগগুলোর আলোচনার পূর্বে কুরআনের আলোকে দেখানো হয়েছে নফসের মন্দপ্রবণতার চিত্র। এরপর লেখক অন্তরের ৬৮টি রোগের কথা তুলে ধরেছেন এবং সেগুলোর প্রত্যেকটির প্রতিষোধক ‘প্রেসক্রাইব’ করে দিয়েছেন পাঠকের জন্যে। মনের অবাস্তব আকাঙ্ক্ষা, সত্যকে অপছন্দ করা, অন্যের দোষ তালাশ করা, ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা, ইলমের মাধ্যমে দুনিয়া তালাশ করাসহ অন্তরের আরো অনেক মারাত্মক রোগ ও সেগুলোর প্রতিকার নিয়ে আলোচনা এসেছে বইটিতে।
• পাঠানুভূতি:
বইটি কেনার পূর্বে ভাবতাম, বাহ্যিক ইবাদত বন্দেগী দিয়েই হয়তো আত্মাশুদ্ধি অর্জন করা সম্ভব। কিন্তু বইটি পড়ার পর বুঝলাম, এখানে যতগুলো অন্তরের রোগের কথা বলা আছে তার অধিকাংশ দ্বারাই আমার অন্তর আক্রান্ত। এরপর ‘প্রেসক্রাইব’ করা প্রতিষোধকগুলো নিজের উপর প্রয়োগ করে অনেকগুলো আত্মিক রোগ থেকে মুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবার অনেকগুলোর সাথে যুদ্ধ এখনো চলমান। ইনশাআল্লাহ, প্রতিষোধকগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে সেগুলোও কাটিয়ে উঠতে পারবো।
• মন্তব্য:
বইটি অনুবাদ করতে গিয়ে অনুবাদক সাহেবের ওপর দিয়ে যে ভালোরকম ধকল গিয়েছে তা বইটির ‘অনুবাদকের কথা’ অংশটুকু পড়লেই বোঝা যায়। মূল বইতে রোগের নামের আলোচনায় কোনো শিরোনাম ছিলনা কিন্তু অনুবাদক সাহেব পাঠকের বুঝের সুবিধার্থে প্রত্যেক রোগের আলোচনায় শিরোনাম যোগ করেছেন। টীকাতে কুরআনের আয়াত, হাদীসের মানসহ সেগুলোর উৎসমূল বলে দিয়েছেন। এছাড়াও বইটিকে সাবলীল ও সহজপাঠ্য করতে অনুবাদক সাহেবকে অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ উনার কষ্টগুলোকে কবুল করুন।
• বইটিতে থাকা প্রিয় একটি কথা:
⟨⟨মানুষের একটা বদ স্বভাব হলো, কারও প্রতি সন্তুষ্ট থাকলে তার সীমাতিরিক্ত সুনাম করবে। এর বিপরীতে যদি কারও প্রতি অসুন্তুষ্ট হয় তখন আবার সীমাছাড়া বদনাম করবে। এই বদ স্বভাবের প্রতিকার হলো, মনকে সত্য ও বাস্তবতায় অভ্যস্ত করে ফেলা।⟩⟩
পরিশেষে বলতে চাই, আত্মশুদ্ধি অর্জন করে রব্বে কারীমের কাছে প্রিয় হয়ে উঠতে চায়, এমন যে কারো জন্য বইটি অবশ্যপাঠ্য।
________________________
বই– আত্মশুদ্ধি
লেখক– শাইখ আবূ আবদুর রহমান আস-সুলামী রাহিমাহুল্লাহ
অনুবাদক– আব্দুল্লাহ আল মাসউদ
প্রকাশনা– মাকতাবাতুল বায়ান
পৃষ্ঠাসংখ্যা– ৬৪ পৃষ্ঠা
প্রচ্ছদ মূল্য– ৯২ টাকা
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রাহিম
বই:আত্মশুদ্ধি
লেখক:আবূ আবদুর রহমান আস-সুলামি(রা.)
প্রকাশনী:মাকতাবাতুল বায়ান
মূল্য :৯২ টাকা (মুদ্রিত)
★প্রারম্ভিকা:
——————–
“আত্মশুদ্ধি”বইটি মূলত একটি আত্মন্নোয়ন মূলক বই।বইটাতে অসাধারণ ভাবে মানুষের মনের ব্যাধি এবং তার প্রতিকার ও প্রতিরোধের উপায় বর্ণনা করা হয়েছে। হয়তো এই জন্য ই বইটার নাম আত্মশুদ্ধি রাখা হয়েছে।
★লেখক পরিচিতি:
——————————-
আত্মশুদ্ধি বইটির লেখক হলেন,”আবূ আবদুর রহমান আস-সুলামি”। ৩২৫ হিজরির জুমাদাল উখরার ১০ তারিখে তিনি নিশাপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আত্মশুদ্ধি ও ইসলাহুন নফস নিয়ে কাজ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম।তিনি ১০০ এর অধিক বই রচনা করেছেন।এই মহান মনীষী ৪১২ হিজরিতে ইন্তেকাল করেন।
★অনুবাদ ও অনুবাদক পরিচিতি :
—————————————————-
‘বইটি মূলত উয়ূবুন নাফসি ওয়া মুদাওতুহা’গ্রন্থের অনুবাদ গ্রন্থ,যা অনুবাদ করেছেন অনুবাদক ” আবদুল্লাহ আল মাসউদ।”অনুবাদকের ভাষা অত্যন্ত প্রাণঞ্জল ও স্পষ্ট। কোথায় বুঝতে অসুবিধা হয়নি,আলহামদুলিল্লাহ।
★প্রচ্ছদ:
—————–
বইটির পেইজ কোয়ালিটি, এবং বাইন্ডিং ভালো ছিল। কিন্তু প্রচ্ছদ আরও একটু সুন্দর হলেই হয়তো ভালো লাগত…🙂
★পাঠ পর্যালোচনা:
——————————
লেখক তার বইটিতে ৭০ টির মতো আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন।প্রতিকার বর্ণনায় কুরআন-সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন। আলোচ্য বইটিতে প্রতিটি কথারই রেফারেন্স দেওয়া হয়েছে। মাশা-আল্লাহ।
যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম রবের সামনে দাঁড়াতে চান,এই বইটি তাদের জন্য হতে পারে একটি চমৎকার উপহার।
★পাঠ -প্রতিক্রিয়া:
——————————
বইটি পড়তে এতো বেশি ভালো লেগেছে যে এক বসায় বইটি শেষ না করে উঠতে পারিনি। বইটির প্রতিটি পেইজ আমাকে এটা অনুভব করিয়েছে যে আমার নিজের মাঝে এখনো আমার আমূল পরিবর্তন প্রয়োজন।
★মতামত :
——————-
অন্তর হচ্ছে মানুষের মূল চালিকাশক্তি। যখন অন্তর ঠিক থাকে, তখন জীবনটা সতেজতায় ভরে যায়। কিন্তু অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন গোটা জীবনটাই বিষণ্নতায় ছেয়ে যায়। রাসূল স. বলেছেন, “জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে। যখন তা ঠিক হয়ে যায়, তখন পুরো শরীরই ঠিক হয়ে যায় আর যখন তা খারাপ হয়ে যায়, তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরোটি হলো অন্তর।” (বুখারি, ১/৫০)।
সুতরাং, যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম রবের সামনে দাঁড়াতে চান,এই বইটি তাদের জন্য হতে পারে একটি চমৎকার উপহার।
শেষের কথা :
——————
বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।
রিভিউ দাতা :
Umme Suraiya