এই বইটা মূলত রুকইয়ার জন্য প্রয়োজনীয় আয়াত ও দোয়ার সংকলন। এতে আছে ১০এর অধিক ক্যাটাগরিতে সাজানো অনেক অনেক আয়াত এবং আরও কয়েকটি ক্যাটাগরিতে প্রয়োজনীয় দোয়া। প্রতিটা আয়াত বা দোয়ার অনুচ্ছেদের শুরুতে অল্প কথায় সেই ব্যাপারে ধারণা, প্রয়োগ, উপকারিতা বা সতর্কতা উল্লেখ করা হয়েছে।
পাঠকের সুবিধার্থে এর সাথে ‘মুখতাসার রুকইয়াহ’ গ্রন্থটি সংযুক্ত করা হয়েছে। ফলে যাদের রুকইয়াহ বিষয়ে খুব বেশি ধারণা নেই, যারা আগে এই প্রসঙ্গে অন্য কোনো বই বা বিস্তারিত প্রবন্ধ পড়েননি, তারাও সংক্ষেপে পুরো বিষয়টা সম্পর্কে ধারণা নিয়ে বইটি থেকে রুকইয়াহ করতে পারবেন।
—
বইটি কাদের জন্য?
১. যারা (নিজে বা পরিবারের কেউ) জিন-জাদুর সমস্যায় আক্রান্ত, তাই নিয়মিত রুকইয়াহ করছেন। তারা এটা থেকে দেখে দেখে রুকইয়ার আয়াত এবং দোয়াগুলো পড়তে পারবেন।
২. যারা রুকইয়াহ সংশ্লিষ্ট পেশায় জড়িত, অথবা ইমামতি/শিক্ষকতার সুবাদে মাঝেমাঝে মানুষের রুকইয়াহ করেন, তাদের জন্য এটা ভালো একটা হ্যান্ডবুক হবে।
৩. অনেকের তেমন কোনো সমস্যা নেই। এমনিতে সুস্থতা ধরে রাখতে মাঝেমধ্যে রুকইয়াহ করেন। কিন্তু রুকইয়ার অডিও শোনার চেয়ে তিলাওয়াত করে স্বচ্ছন্দবোধ করেন। ওদিকে ই-বুক বা অ্যাপ থেকে পড়তে ভালো লাগে না, তাদের জন্যও এটা ভালো হবে।
৪. যারা সম্পূর্ণ সুস্থ সবল, রুকইয়াহ করেন না। কিন্তু প্রতিদিনের হিফাজতের যিকরের জন্য একটা ভালো সংকলন হাতের কাছে রাখতে চান। তাদের জন্যও এটা উপকারী হবে ইনশাআল্লাহ।
৫. আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ফোন নিষিদ্ধ, কিন্তু রুকইয়াহ করা দরকার হয়। কিংবা মুরব্বিদের অনেকে এমনিতেই ফোন ইত্যাদির ঝামেলায় যেতে চায় না। তারাও রুকইয়াহ করার জন্য এই বই সংগ্রহ করতে পারেন।
Reviews
There are no reviews yet.