আল কুরআনের যেটুকু আপনার মুখস্থ আছে, তাকে ব্যবহার করে আরবি ভাষার জগতে আপনাকে প্রবেশ করতে সাহায্য করা হচ্ছে এই বইয়ের উদ্দেশ্য।
কীভাবে?
ভাষাবিদদের মতে, শিশুর ভাষা শেখার ধাপ চারটি:
প্রথম ধাপ: উক্ত ভাষায় কথা বলা বা বাক্য উচ্চারণ করতে শেখা;
দ্বিতীয় ধাপ: উচ্চারিত বাক্যের অর্থ জানা;
তৃতীয় ধাপ: বাক্যের মধ্যকার শব্দগুলোর অর্থ জানা; এবং
চতুর্থ ধাপ: শব্দগুলোকে পর পর বসিয়ে বাক্য গঠনের নিয়ম জানা।
এই হিসেবে আপনি আরবি শেখার প্রথম দুটি ধাপ নিজের অজান্তেই সম্পন্ন করে ফেলেছেন। আপনি আল-কুরআন থেকে কম বেশি মুখস্থ করেছেন এবং সালাতের সময়ে তা পাঠ করে থাকেন। ছোট ছোট সুরার অর্থও আপনি জানেন।
এখন বাকি থাকে দুটি ধাপ – বাক্যের মধ্যকার শব্দগুলোর অর্থ জানা এবং শব্দগুলোকে পর পর বসিয়ে বাক্য গঠনের নিয়ম শেখা, যা এই বইটির উপজীব্য। প্রতি ওয়াক্ত সালাতে পঠিত কুরআন মজীদের ছোট ছোট সুরার আয়াত বিশ্লেষণ করে, শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে, আরবি ভাষার বুনিয়াদি নিয়মগুলো এই বইতে ব্যাখ্যা করা হয়েছে।
প্রতিদিন এক ঘন্টা সময় দিলে এক মাসে আরবি ভাষার প্রাথমিক নিয়মগুলো আপনি আত্মস্থ করতে পারবেন, ইনশা আল্লাহ।
Reviews
There are no reviews yet.