বই গিফট করুন - জ্ঞানকে ছড়িয়ে দিন

আপনার পছন্দের বই এখন আপনি যেকোনো নাম না জানা প্রিয়জনকে, ছাত্র-ছাত্রীকে বা একটি প্রতিষ্ঠানে উপহার দিতে পারেন। সিয়ান পৌঁছে দেবে আপনার উপহার।

কেনো বই উপহার হিসেবে সবচেয়ে মূল্যাবান?

উপহার হিসেবে একটি বই সবসময়ই অন্য যেকোনো উপহারের চেয়ে অনন্য—এর সৌন্দর্য স্থায়ী, আর প্রভাব গভীর। বই মানুষের মনকে ছুঁয়ে যায়, চিন্তার দুয়ার খুলে দেয়, বদলে দেয় দৃষ্টিভঙ্গি। কাগজের সেই স্পর্শে বদলে গেছে অসংখ্য মানুষের জীবন।

রাসূল ﷺ বলেছেন— “যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে পা বাড়ায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আর ফেরেশতাগণ সন্তুষ্টচিত্তে জ্ঞানঅন্বেষী মানুষের প্রতি তাদের ডানা বিছিয়ে দেন।”

তাই আজই আপনার প্রিয় বইটি সিয়ান গিফট স্টোরে উপহার হিসেবে যুক্ত করুন। আপনার মূল্যবান উপহার ছড়িয়ে দিক আলো, স্পর্শ করুক অসংখ্য মানুষের হৃদয়।

উপহারযোগ্য বই/প্যাকেজ

সাধারণ প্রশ্ন

আমি কি নিজের নামে বই উপহার দিতে পারি?

হ্যাঁ, আপনি নিজের নামে বই উপহার দিতে পারবেন।

বেনামেও কি দেওয়া যাবে?

ইচ্ছা করলে সম্পূর্ণ বেনামেও উপহার দেওয়া যাবে।

সারা বাংলাদেশে ডেলিভারি হয়?

সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি করি।

কোন কোন বই উপহার দেওয়া যায়?

বুকলিস্ট থেকে যেকোনো তালিকাভুক্ত বই/প্যাকেজ উপহার দেওয়া যাবে।