Showing the single result

মহিলা মাদরাসা ( ইতিহাস ,ঐতিহ্য , পরিচালনা)

140

You Save TK. 80 (36%)

বাংলাদেশে ‘মহিলা মাদরাসা’ ধারার প্রবর্তক ও মহিলা মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বর্ষিয়ান আলেম ও জামিয়া আরবিয়া হাইলধর (বালক-বালিকা) এর মহাপরিচালক আল্লামা শেখ আবদুল মালেক হালিম বইটির গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘আমার, স্নেহাস্পদ আলেম লেখক তানভীর সিরাজের লেখা ‘মহিলা মাদরাসা’ বইটির সূচিপত্রসহ গুরুত্বপূর্ণ অংশ আমি অধ্যয়ন করেছি। বিষয়বস্তু বিচার ও তথ্য-উপাত্ত বিবেচনায় বইটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের জন্য উপকারী হবে বলে আমার সুদৃঢ় প্রত্যাশা।

তিনি আরও বলেন, বইটিতে লেখক কেবল তত্ত্বীয় বয়ান সন্নিবেশ করেই ক্ষ্যান্ত হন নি; মহিলা মাদরাসা প্রতিষ্ঠা, পরিচালনা, শিক্ষকতা প্রভৃতির সঙ্গে জড়িত ব্যক্তিগণের মতামত, পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমের এর ব্যবহারিক মূল্য এবং বাস্তবচিত্রকে সমৃদ্ধ করেছেন।’

তৃতীয় অধ্যায়ে ‘কওমি মহিলা মাদরাসা’ পরিচালনার দিকনির্দেশনা, বিভিন্ন আলোচনা-সমালোচনা, পরিচালক-পরিচালিকা, শিক্ষক-শিক্ষিকা আর ছাত্রীদের জন্য গবেষণামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এ অধ্যায়টি পরিপূর্ণ সম্পাদনা করেছেন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাকালীন আলেমা, সমকালীন আলেমাদের শিরোমণি, প্রখ্যাত দায়ীআ বা ওয়া‘ইযা ও ফাতেমাতুজ যোহরা রা. মহিলা মাদরাসার পরিচালিকা মুহতারামা আলেমা হাসনা হেনা খাকী।

মুহতারামা আলেমা বলেন, ‘নারী শিক্ষা বিকাশে যুগের জন্য মহিলা মাদরাসা (ইতিহাস, ঐতিহ্য, পরিচালনা) নামক এ বইখানা অতীব গুরুত্বপূর্ণ। সকলের বুকশেলফের সংগ্রহালয়ে এটি রাখা উচিৎ।’