ইসলাম কী? লেখক এ গুরুত্বপূর্ণ প্রশ্নটির জবাব দেয়ার প্রয়াস পেয়েছেন বইটি জুড়ে। আল্লাহ ছাড়া যে মহাবিশ্ব অচল তা দিবালোকের মতো দেখিয়েছেন নাস্তিককে। আর ইসলাম ছাড়া যে পৃথিবী কাঙ্গাল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অমুসলিমকে। ইসলামের মৌলিক বিশ্বাসকে তুলে ধরেছেন ঝরঝরে বর্ণনায়। কুরআনের আলোকময় বাতায়নে দেখিয়েছেন প্রতিটি বিষয়। আকিদার জটিল বিষষগুলোকে একেবারে সহজ সরলভাবে উপস্থাপন করেছেন বইটিতে।
মুসলিম হোক বা অমুসলিম, আস্তিক হোক বা নাস্তিক, আমাদের বিশ্বাস- যদি কেউ বইটি বুঝে পড়তে পারে, তাহলে সে বিজ্ঞান, যুক্তি ও দলিলের আলোকে আপন স্রষ্টা আল্লাহ তাআলাকে খুঁজে পাবে, প্রমাণ করতে সক্ষম হবে যে, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম; অন্যগুলো পরিত্যাজ্য।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.