Copyright © 2024 Seanpublication.com
ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস
- লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি, মিফতাহ আল-ফাতাহ
- পাবলিকেশন : মাকতাবাতুন নুর
- বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, সকল প্রকাশক
Author : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
Translator : মিফতাহ আল-ফাতাহ
Category : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
৳450 ৳270
You Save TK. 180 (40%)
ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস
Add a review Cancel reply
আব্দুর রহমান –
ফাতেমি সাম্রাজ্য ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাগদাদের আব্বাসীয় খিলাফতের প্রতিদ্বন্দ্বীরূপে উত্তর আফ্রিকা ও মিসরে এদের ফাতেমী খিলাফত তথা শিয়া সাম্রাজ্যের উথান হয়। ওবায়দুল্লাহ আল মাহদী ছিলেন এই খিলাফতের প্রথম খলিফা। হযরত আলী (রা:) ও হযরত ফাতিমা (রা:) এর প্রত্যক্ষ বংশধর বলে তারা নিজেদের দাবি করে। এজন্য এদেরকে ফাতেমিও বলা হয় এবং এদের খেলাফত ফাতেমি খেলাফত নামে সুপরিচিত। তবে এরা নিজেদের ইসলামী খেলাফত নাম দিলেও তাদের আকিদা ও আদর্শ ছিল শিয়া গোষ্ঠীর নামে ইহুদি খ্রিষ্টানদেরই আকিদা বিশ্বাস।
তাইতো ফাতেমি সাম্রাজ্য তথা শিয়াদের রাজ্যশাসনের সূচনা ও উত্থান-পতনের কথা সবিস্তারে তুলে ধরার নিমিত্তে বিখ্যাত লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি রচনা করেছেন “আদ-দাওলাতুল ফাতিমিয়্যাহ” নামক বইটি। মিফতাহ আল ফাতাহ কতৃক বাংলায় অনুবাদের পর যার নাম দেয়া হয়েছে “ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস।
.
➤ সার-সংক্ষেপঃ-
প্রখ্যাত লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি বইটিকে চারটি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। উৎপত্তির পর থেকেই শিয়াদের মাঝে অসংখ্য দল-উপদলের সৃষ্টি হয়। এবং নিজেদের মত ও মতাদর্শ প্রচার করতে থাকে। যা মুসলিমদের মতাদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল।
*প্রথম অধ্যায়:- এ অধ্যায়ে শিয়াদের পরিচয়, শিয়া সম্প্রদায়ের সূচনা, তাদের আকিদা বিশ্বাস ও তাদের প্রথম খলিফা উবাইদুল্লাহ মাহদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
*দ্বিতীয় অধ্যায়:- এখানে উবাইদুল্লাহ মাহদি প্রতিষ্ঠিত উবাইদিয়া সাম্রাজ্যের সঙ্গে উত্তর আফ্রিকার গোত্রসমূহের বিরোধ ও উবাইদিয়া রাফেযিদের মূলোৎপাটনে আহলুস সুন্নাহ আলেমদের গৃহীত পদক্ষেপ ও কর্মপন্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
*তৃতীয় অধ্যায়:- এ সনহাজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আবুল ফুতূহ ইউসুফ বিন জিরি এর শাসনামল, উত্তর আফ্রিকার দিকে বনী সুলাইম ও অপরাপর আরব সম্প্রদায়ের অভিযান এবং জিরি সাম্রাজ্য পতনের কারণসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
*চতুর্থ অধ্যায়:- এ অধ্যায়ে উবায়দিয়া সাম্রাজ্যের পতন, বাতেনী সম্প্রদায়ের ভিত নির্মূল এবং ক্রুসেডার খ্রিষ্টানদের ভরাডুবির কারণসমূহ আলোচনা করা হয়েছে। এসবের পেছনে ইসলামের ইতিহাসের অন্যতম বীর সুলতান নূরুদ্দীন মাহমুদ ও সুলতান সালাহুদ্দীন আইয়ুবী (রহ:) এর অবদান সমূহ আলোচিত হয়েছে।
এছাড়াও বইয়ের শেষে আলোচনার সারাংশ নামে একটি অংশ রয়েছে। যেখানে লেখক পুরো বই সম্পর্কে একনজরে সার-সংক্ষেপ আলোচনা করেছেন।
.
➤ বইটি কেন পড়বেনঃ-
আপনি যদি ফাতেমি সাম্রাজ্যের উত্থান পতন, আকিদা-বিশ্বাস এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন।
এছাড়াও বইতে পাবেন শিয়া রাফেযিদের নির্মূল করতে সুলতান নূরুদ্দীন মাহমুদ ও সুলতান সালাউদ্দিন আইয়বী (রহ:) এর বিস্ময়কর অবদানের কাহিনী।
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
বইটি পড়ে শিয়া সম্প্রদায় সম্পর্কে অনেক কিছু জেনেছি। যা এতদিন অজানা ছিল। অনুবাদ ও সম্পাদনাও খুবই চমৎকার হয়েছে। লেখা পড়তে গিয়ে মনে হয় না যে অনুবাদ পড়ছি। বরং যথেষ্ট সহজ ও সাবলীল, ও বোধগম্য ভাষায় রচিত মৌলিক লেখা বলেই মনে হয়েছে।
তাই শিয়াদের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে বইটি সকলের জন্য পড়া জরুরী বলে মনে করি।